টস জয় যেন রোহিত শর্মার ভাগ্যে নেই। ম্যাচের পর ম্যাচ গেলেও টস আর জেতা হয় না ভারতীয় অধিনায়কের। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নামার আগেই তিনি নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের পুরোনো প্রতিশোধ নিতে আজ দুবাইয়ে নেমেছে ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তাতে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হারলেন।
শুধু রোহিতই নন, টস জিততে ভুলে গেছে ভারতও। টানা ১৫ ওয়ানডেতে টস হেরেছে ভারত। সবশেষ তারা টস জিতেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচে রোহিতের নেতৃত্বাধীন ভারত ৭০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ড তাদের ইতিহাসে এই দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে। দুটিতেই কিউইরা হারিয়েছে ভারতকে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরিকে আজ তারা পাচ্ছে না। তিনি ছাড়া নিউজিল্যান্ডের একাদশে আর কোনো পরিবর্তন নেই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও’রুর্ক—একাদশে এই তিন পেসার নিয়েছে কিউইরা। ঘূর্ণি জাদু দেখাতে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
সেমিফাইনালের একাদশ নিয়েই ভারত খেলছে ফাইনালে। একাদশে চার স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। সেমিতেও দুর্দান্ত বোলিং করেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। আর লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে মারাত্মক চোট পান হেনরি। এই চোটই কিউই পেসারকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে।
আরও পড়ুন:
টস জয় যেন রোহিত শর্মার ভাগ্যে নেই। ম্যাচের পর ম্যাচ গেলেও টস আর জেতা হয় না ভারতীয় অধিনায়কের। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নামার আগেই তিনি নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের পুরোনো প্রতিশোধ নিতে আজ দুবাইয়ে নেমেছে ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তাতে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হারলেন।
শুধু রোহিতই নন, টস জিততে ভুলে গেছে ভারতও। টানা ১৫ ওয়ানডেতে টস হেরেছে ভারত। সবশেষ তারা টস জিতেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচে রোহিতের নেতৃত্বাধীন ভারত ৭০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ড তাদের ইতিহাসে এই দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে। দুটিতেই কিউইরা হারিয়েছে ভারতকে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরিকে আজ তারা পাচ্ছে না। তিনি ছাড়া নিউজিল্যান্ডের একাদশে আর কোনো পরিবর্তন নেই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও’রুর্ক—একাদশে এই তিন পেসার নিয়েছে কিউইরা। ঘূর্ণি জাদু দেখাতে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
সেমিফাইনালের একাদশ নিয়েই ভারত খেলছে ফাইনালে। একাদশে চার স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। সেমিতেও দুর্দান্ত বোলিং করেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। আর লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে মারাত্মক চোট পান হেনরি। এই চোটই কিউই পেসারকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে