ক্রীড়া ডেস্ক
এবারের জিম্বাবুয়ে সফরে মাঠের পারফরম্যান্স দারুণ হলেও চোট যে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পিছু ছাড়ছে না। গ্লেন ফিলিপস দু্ই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন আগেই। পরবর্তীতে নাথান স্মিথ ছিটকে গেলেন দ্বিতিয় টেস্টের দল থেকে। এবার স্মিথের সঙ্গে সেই তালিকায় যুক্ত হলেন উইলিওয়াম ও রুর্ক।
পিঠের চোটে পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন ও রুর্ক । বাড়তি চিকিৎসার জন্য তাঁকে বাড়ি পাঠানো হয়েছে। ও রুর্কের পরিবর্তে বেন লিস্টার কাভার হিসেবে ডাক পেয়েছেন। বুলাওয়েতে গত সপ্তাহে প্রথম টেস্টের তৃতীয় দিনেই পিঠে ব্যথা অনুভব করছিলেন ও’রুর্ক। দ্বিতীয় টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম বলেন, ‘আশা করি, এটা (ও রুর্কের চোট) গুরুতর কিছু নয়। পরের ছয়-সাত মাস তো বটেই, টেস্টের হিসেব করলে আগামী বছরে আমাদের অনেক ম্যাচ রয়েছে। অনেক বড় সফর রয়েছে। আমাদের দলের জন্য সে গুরুত্বপূর্ণ। সে সুস্থ আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। শিগগিরই সে মাঠে ফিরবে বলে আমাদের আশা।’
স্মিথ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন তলপেটের ব্যথার কারণে। বুলাওয়েতে প্রথম টেস্ট চলার সময়ই তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। তাঁর বদলি হিসেবে নেওয়া হয়েছে জাকারি ফুকসকে। ওয়ানডে, টি-টোয়েন্টি খেললেও ফুকস কখনোই টেস্ট খেলেননি। বেন লিস্টারের অবস্থাও ফুকসের মতোই। ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত ৩ ওয়ানডে ও ১২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন লিস্টার। বুলাওয়েতে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট।
বুলাওয়েতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট গত সপ্তাহে তিন দিনে শেষ হয়েছে। ৯ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। ৯০ রানে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ম্যাট হেনরি। প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। এই টেস্টে স্মিথ ও ও রুর্ক পেয়েছেন তিনটি করে উইকেট।
এবারের জিম্বাবুয়ে সফরে মাঠের পারফরম্যান্স দারুণ হলেও চোট যে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পিছু ছাড়ছে না। গ্লেন ফিলিপস দু্ই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন আগেই। পরবর্তীতে নাথান স্মিথ ছিটকে গেলেন দ্বিতিয় টেস্টের দল থেকে। এবার স্মিথের সঙ্গে সেই তালিকায় যুক্ত হলেন উইলিওয়াম ও রুর্ক।
পিঠের চোটে পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন ও রুর্ক । বাড়তি চিকিৎসার জন্য তাঁকে বাড়ি পাঠানো হয়েছে। ও রুর্কের পরিবর্তে বেন লিস্টার কাভার হিসেবে ডাক পেয়েছেন। বুলাওয়েতে গত সপ্তাহে প্রথম টেস্টের তৃতীয় দিনেই পিঠে ব্যথা অনুভব করছিলেন ও’রুর্ক। দ্বিতীয় টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম বলেন, ‘আশা করি, এটা (ও রুর্কের চোট) গুরুতর কিছু নয়। পরের ছয়-সাত মাস তো বটেই, টেস্টের হিসেব করলে আগামী বছরে আমাদের অনেক ম্যাচ রয়েছে। অনেক বড় সফর রয়েছে। আমাদের দলের জন্য সে গুরুত্বপূর্ণ। সে সুস্থ আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। শিগগিরই সে মাঠে ফিরবে বলে আমাদের আশা।’
স্মিথ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন তলপেটের ব্যথার কারণে। বুলাওয়েতে প্রথম টেস্ট চলার সময়ই তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। তাঁর বদলি হিসেবে নেওয়া হয়েছে জাকারি ফুকসকে। ওয়ানডে, টি-টোয়েন্টি খেললেও ফুকস কখনোই টেস্ট খেলেননি। বেন লিস্টারের অবস্থাও ফুকসের মতোই। ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত ৩ ওয়ানডে ও ১২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন লিস্টার। বুলাওয়েতে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট।
বুলাওয়েতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট গত সপ্তাহে তিন দিনে শেষ হয়েছে। ৯ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। ৯০ রানে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ম্যাট হেনরি। প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। এই টেস্টে স্মিথ ও ও রুর্ক পেয়েছেন তিনটি করে উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে