ক্রীড়া ডেস্ক
মরার ওপর খাঁড়ার ঘা বলতে যা বোঝায়, সেটাই হলো রিস টপলির সঙ্গে। চোটে পড়ে এমনিতেই পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও পেয়েছেন শাস্তি।
চোট পেয়ে মাঠ ছাড়ার পর অসদাচরণের কারণে টপলির ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল আইসিসি সেটা নিশ্চিত করেছে। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে, আন্তর্জাতিক ম্যাচ চলার সময় ক্রিকেট কিংবা মাঠের কোনো যন্ত্রপাতির বাজে ব্যবহার করার অপরাধে এমন শাস্তি পেয়েছেন টপলি। ইংল্যান্ডের বাঁহাতি পেসারকে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তি দিয়েছেন। টপলি দোষ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বার্বাডোজে শনিবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে টপলিকে লং অফের ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল। এরপর আর বোলিং করতে পারেননি টপলি। মাঠ ছাড়ার পর ডাগআউটে চেয়ার ভেঙেছিলেন ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার। ২.৪ ওভার বোলিং করে ২৬ রান খরচ করেছিলেন। তবে কোনো উইকেট পাননি। যদিও তাঁর চোটের ধরন সম্পর্কে জানা যায়নি। সেই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান করে। জয়ের লক্ষ্যে নেমে ১৬.৫ ওভারে ২ উইকেটে ১৮৯ তুলে ফেলে ইংল্যান্ড।
প্রথম ম্যাচে ১৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিও ইংল্যান্ড জিতেছে হেসেখেলে। একই মাঠে রোববার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশরা জিতেছে ৭ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা জয়ের বন্দরে পৌঁছে যায় ৩১ বল হাতে রেখে। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে।
গত ২৪ মাসে টপলির এটা প্রথম অপরাধ। এই সময়ে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসবে ইংল্যান্ডের বাঁহাতি পেসারের ওপর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ও চেয়ার ফেলে দেওয়ার ঘটনা ঘটিয়েছিলেন তিনি। তবে কোনো শাস্তি তখন তিনি পাননি।
মরার ওপর খাঁড়ার ঘা বলতে যা বোঝায়, সেটাই হলো রিস টপলির সঙ্গে। চোটে পড়ে এমনিতেই পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও পেয়েছেন শাস্তি।
চোট পেয়ে মাঠ ছাড়ার পর অসদাচরণের কারণে টপলির ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল আইসিসি সেটা নিশ্চিত করেছে। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে, আন্তর্জাতিক ম্যাচ চলার সময় ক্রিকেট কিংবা মাঠের কোনো যন্ত্রপাতির বাজে ব্যবহার করার অপরাধে এমন শাস্তি পেয়েছেন টপলি। ইংল্যান্ডের বাঁহাতি পেসারকে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তি দিয়েছেন। টপলি দোষ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বার্বাডোজে শনিবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে টপলিকে লং অফের ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল। এরপর আর বোলিং করতে পারেননি টপলি। মাঠ ছাড়ার পর ডাগআউটে চেয়ার ভেঙেছিলেন ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার। ২.৪ ওভার বোলিং করে ২৬ রান খরচ করেছিলেন। তবে কোনো উইকেট পাননি। যদিও তাঁর চোটের ধরন সম্পর্কে জানা যায়নি। সেই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান করে। জয়ের লক্ষ্যে নেমে ১৬.৫ ওভারে ২ উইকেটে ১৮৯ তুলে ফেলে ইংল্যান্ড।
প্রথম ম্যাচে ১৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিও ইংল্যান্ড জিতেছে হেসেখেলে। একই মাঠে রোববার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশরা জিতেছে ৭ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা জয়ের বন্দরে পৌঁছে যায় ৩১ বল হাতে রেখে। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে।
গত ২৪ মাসে টপলির এটা প্রথম অপরাধ। এই সময়ে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসবে ইংল্যান্ডের বাঁহাতি পেসারের ওপর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ও চেয়ার ফেলে দেওয়ার ঘটনা ঘটিয়েছিলেন তিনি। তবে কোনো শাস্তি তখন তিনি পাননি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫