নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা দলটির নেতা-কর্মীদের বাসায় হামলা চালিয়েছে। সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপন এবং সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতে দিয়েছে আগুন। একই সময় গুজব ছড়ায় বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের বাসায়ও হামলা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যমে লিটনের বাড়িতে হামলার প্রতিবেদনও হয়! এ ব্যাপারে অবশেষ মুখ খুললেন এ উইকেটরক্ষক-ব্যাটার। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে লিটন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’
লিটনের বিশ্বাস, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সবকিছু ছাড়িয়ে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আশা তাঁর, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ–নির্বিশেষে যেন একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারি—সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত।’
কয়েক দিন ধরে সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় রক্ষায় পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা। তাঁদের প্রশংসা করে লিটন লিখেছেন, ‘আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন, সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব, ভবিষ্যতেও আমরা সবাই একসঙ্গে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে। কারণ, দেশটা আমাদের সবার।’
দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা দলটির নেতা-কর্মীদের বাসায় হামলা চালিয়েছে। সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপন এবং সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতে দিয়েছে আগুন। একই সময় গুজব ছড়ায় বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের বাসায়ও হামলা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যমে লিটনের বাড়িতে হামলার প্রতিবেদনও হয়! এ ব্যাপারে অবশেষ মুখ খুললেন এ উইকেটরক্ষক-ব্যাটার। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে লিটন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’
লিটনের বিশ্বাস, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সবকিছু ছাড়িয়ে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আশা তাঁর, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ–নির্বিশেষে যেন একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারি—সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত।’
কয়েক দিন ধরে সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় রক্ষায় পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা। তাঁদের প্রশংসা করে লিটন লিখেছেন, ‘আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন, সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব, ভবিষ্যতেও আমরা সবাই একসঙ্গে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে। কারণ, দেশটা আমাদের সবার।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে