ক্রীড়া ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আবাহনীর হ্যাটট্রিক শিরোপার বিপরীতে ১৫ বছর ধরে শিরোপাহীন থাকল মোহামেডান। ম্যাচ শেষে ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারের পর মেজাজ হারিয়ে দর্শকের প্রতিক্রিয়ার জবাব দিতে গ্যালারিতে তেড়ে যান মোহামেডানের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
মোহামেডান হারলেও মাহমুদউল্লাহ করেছেন ফিফটি। আবাহনীর ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে করমর্দন শেষে ড্রেসিংরুমে ঢুকছিলেন মাহমুদউল্লাহ। জানা গেছে, তার আগেই ড্রেসিংরুম লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে কটূক্তি করে বসেন এক দর্শক। তাই নয়, মাহমুদউল্লাহকে নাকি গালিও দিয়েছেন সেই দর্শক। তারপর মেজাজ হারিয়ে লাফিয়ে গ্যালারিতে উঠে যান এ অলরাউন্ডার, তেড়ে যান সেই দর্শকের দিকে।
তাৎক্ষণিক মোহামেডানের অফিশিয়াল ও সাপোর্ট স্টাফরা মাহমুদউল্লাহকে থামান এবং গ্যালারি থেকে নামিয়ে আনেন। ডিপিএলে এবার দর্শকের উপস্থিতি ছিল কমই। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে ভালোই ছিল উপস্থিতি। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুল হকের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জিসান আলম, মোহাম্মদ মিঠুনের ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ২৪১ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করেছে মোহামেডান।
সব মিলিয়ে আবাহনী জিতল ২৪ বারের মতো শিরোপা। বিপরীতে মোহামেডান ১৫ বছর ধরে শিরোপাহীন।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আবাহনীর হ্যাটট্রিক শিরোপার বিপরীতে ১৫ বছর ধরে শিরোপাহীন থাকল মোহামেডান। ম্যাচ শেষে ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারের পর মেজাজ হারিয়ে দর্শকের প্রতিক্রিয়ার জবাব দিতে গ্যালারিতে তেড়ে যান মোহামেডানের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
মোহামেডান হারলেও মাহমুদউল্লাহ করেছেন ফিফটি। আবাহনীর ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে করমর্দন শেষে ড্রেসিংরুমে ঢুকছিলেন মাহমুদউল্লাহ। জানা গেছে, তার আগেই ড্রেসিংরুম লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে কটূক্তি করে বসেন এক দর্শক। তাই নয়, মাহমুদউল্লাহকে নাকি গালিও দিয়েছেন সেই দর্শক। তারপর মেজাজ হারিয়ে লাফিয়ে গ্যালারিতে উঠে যান এ অলরাউন্ডার, তেড়ে যান সেই দর্শকের দিকে।
তাৎক্ষণিক মোহামেডানের অফিশিয়াল ও সাপোর্ট স্টাফরা মাহমুদউল্লাহকে থামান এবং গ্যালারি থেকে নামিয়ে আনেন। ডিপিএলে এবার দর্শকের উপস্থিতি ছিল কমই। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে ভালোই ছিল উপস্থিতি। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুল হকের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জিসান আলম, মোহাম্মদ মিঠুনের ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ২৪১ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করেছে মোহামেডান।
সব মিলিয়ে আবাহনী জিতল ২৪ বারের মতো শিরোপা। বিপরীতে মোহামেডান ১৫ বছর ধরে শিরোপাহীন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে