ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রায়ই একের পর এক নিয়ম বদল করে। যার মধ্যে একটি বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এত দিন সেই ধারা বজায় ছিল। তবে ২০২৫ আইপিএলে বলে থুতু লাগাতে কোনো বাধা থাকছে না।
কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এই আইপিএলে বোলারদের বলে থুতু লাগাতে কোনো বাধা নেই। মুম্বাইয়ে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে ২০২৫ আইপিএলের অধিনায়কদের সভার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানো নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথা বলেছেন দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে।
আইপিএলে বলে থুতু লাগানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিসিআইও। বার্তা সংস্থা পিটিআইকে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘থুতু লাগানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক ক্রিকেটারই এটার পক্ষে ছিল। পুনরায় সেটা চালু করার ব্যাপারে বিভিন্ন মতামত ছিল। তবে অনেকেই এটাকে সমর্থন দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর্যন্ত বলে থুতু ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাসে থুতু লাগিয়ে বল মসৃণ করা সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে ক্রিকেটের অভিভাবক সংস্থা ২০২২-এর সেপ্টেম্বরে স্থায়ীভাবে বলে থুতু লাগানো নিষিদ্ধ করে। ২০২৫ আইপিএলে আইসিসির নিষিদ্ধ নিয়ম যেহেতু ফিরছে, তাতে পেসারদের রিভার্স সুইয়ে অসুবিধা হবে না।
বলে থুতু দিলে রিভার্স সুইং করাটা পেসারদের জন্য অনেক সহজ হয় বলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় বলেছিলেন মোহাম্মদ শামি। আইসিসির নিয়মটা বদলানোর আবেদন করেছিলেন ভারতীয় এই পেসার। সদ্য সমাপ্ত আইসিসির এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৫ ম্যাচে ৫.৬৮ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন শামি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রায়ই একের পর এক নিয়ম বদল করে। যার মধ্যে একটি বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এত দিন সেই ধারা বজায় ছিল। তবে ২০২৫ আইপিএলে বলে থুতু লাগাতে কোনো বাধা থাকছে না।
কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এই আইপিএলে বোলারদের বলে থুতু লাগাতে কোনো বাধা নেই। মুম্বাইয়ে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে ২০২৫ আইপিএলের অধিনায়কদের সভার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানো নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথা বলেছেন দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে।
আইপিএলে বলে থুতু লাগানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিসিআইও। বার্তা সংস্থা পিটিআইকে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘থুতু লাগানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক ক্রিকেটারই এটার পক্ষে ছিল। পুনরায় সেটা চালু করার ব্যাপারে বিভিন্ন মতামত ছিল। তবে অনেকেই এটাকে সমর্থন দিয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর্যন্ত বলে থুতু ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সালের মে মাসে থুতু লাগিয়ে বল মসৃণ করা সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। পরবর্তীতে ক্রিকেটের অভিভাবক সংস্থা ২০২২-এর সেপ্টেম্বরে স্থায়ীভাবে বলে থুতু লাগানো নিষিদ্ধ করে। ২০২৫ আইপিএলে আইসিসির নিষিদ্ধ নিয়ম যেহেতু ফিরছে, তাতে পেসারদের রিভার্স সুইয়ে অসুবিধা হবে না।
বলে থুতু দিলে রিভার্স সুইং করাটা পেসারদের জন্য অনেক সহজ হয় বলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময় বলেছিলেন মোহাম্মদ শামি। আইসিসির নিয়মটা বদলানোর আবেদন করেছিলেন ভারতীয় এই পেসার। সদ্য সমাপ্ত আইসিসির এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৫ ম্যাচে ৫.৬৮ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন শামি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫