সাত দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে খাদ্যসংকটের পাশাপাশি ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিয়েছে। দেশটিতে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এর প্রতিবাদে দেশজুড়ে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
সবমিলিয়ে গোটা দেশটা প্রায় দেউলিয়া হওয়ার অবস্থা। দেশের এই সংকটাবস্থায় ক্রিকেটাররা কীভাবে আইপিএলে অংশ নিচ্ছেন, তা বুঝে উঠতে পারছেন না অর্জুনা রানাতুঙ্গা। বিশ্বকাপজয়ী অধিনায়ক রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু ক্রিকেটার কেন, আইপিএলের দলগুলোর কোচিং স্টাফ হিসেবেও যুক্ত আছেন সাবেক লঙ্কান ক্রিকেটাররা। রানাতুঙ্গা এসব নিয়ে বললেন, ‘সত্যিই বুঝতে পারছি না দেশের যখন এমন খারাপ অবস্থা, আমাদের কিছু ছেলে কীভাবে উচ্ছ্বসিত হয়ে আইপিএল খেলছেন। তাদের মুখে একবারও দেশের কথা শুনতে পাই না। ভীষণ দুর্ভাগ্যজনক।’
ক্রিকেটাররা বোর্ডের অধীনে, তাই সরকারের বিরুদ্ধে কিছু বলছে না। এটি মানতে পারছেন না রানাতুঙ্গা। তিনি মনে করেন, কিছু অন্য ভাবনা না ভেবেই অন্যায়ের প্রতিবাদ করা উচিত,‘ওরা সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে। ওরা তো দেশের ক্রিকেট বোর্ডের আওতাধীন। সেই বোর্ড চালায় আবার সরকার। ওরা নিজেদের চাকরি বাঁচাতে নিজেদের দিকটাই দেখছে। কিছু তরুণ ক্রিকেটার সরকারবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এ রকম সময়ে কোনো কিছু ভাবনাচিন্তা না করেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হয়।’
সাবেক-বর্তমান ক্রিকেটারদের নিয়ে এমন কথা বলা রানাতুঙ্গা নিজে কিন্তু সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেননি। এ নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেছে কেন আমি বিক্ষোভে শামিল হইনি। এটা রাজনৈতিক ইস্যু নয়। তাই আমি নিজেকে জড়াইনি। দেশের জনগণই সবচেয়ে বড় শক্তি। তারা যখন আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আলাদা করে আর কারোর প্রয়োজন নেই।’
সাত দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে খাদ্যসংকটের পাশাপাশি ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিয়েছে। দেশটিতে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এর প্রতিবাদে দেশজুড়ে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
সবমিলিয়ে গোটা দেশটা প্রায় দেউলিয়া হওয়ার অবস্থা। দেশের এই সংকটাবস্থায় ক্রিকেটাররা কীভাবে আইপিএলে অংশ নিচ্ছেন, তা বুঝে উঠতে পারছেন না অর্জুনা রানাতুঙ্গা। বিশ্বকাপজয়ী অধিনায়ক রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু ক্রিকেটার কেন, আইপিএলের দলগুলোর কোচিং স্টাফ হিসেবেও যুক্ত আছেন সাবেক লঙ্কান ক্রিকেটাররা। রানাতুঙ্গা এসব নিয়ে বললেন, ‘সত্যিই বুঝতে পারছি না দেশের যখন এমন খারাপ অবস্থা, আমাদের কিছু ছেলে কীভাবে উচ্ছ্বসিত হয়ে আইপিএল খেলছেন। তাদের মুখে একবারও দেশের কথা শুনতে পাই না। ভীষণ দুর্ভাগ্যজনক।’
ক্রিকেটাররা বোর্ডের অধীনে, তাই সরকারের বিরুদ্ধে কিছু বলছে না। এটি মানতে পারছেন না রানাতুঙ্গা। তিনি মনে করেন, কিছু অন্য ভাবনা না ভেবেই অন্যায়ের প্রতিবাদ করা উচিত,‘ওরা সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে। ওরা তো দেশের ক্রিকেট বোর্ডের আওতাধীন। সেই বোর্ড চালায় আবার সরকার। ওরা নিজেদের চাকরি বাঁচাতে নিজেদের দিকটাই দেখছে। কিছু তরুণ ক্রিকেটার সরকারবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এ রকম সময়ে কোনো কিছু ভাবনাচিন্তা না করেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হয়।’
সাবেক-বর্তমান ক্রিকেটারদের নিয়ে এমন কথা বলা রানাতুঙ্গা নিজে কিন্তু সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেননি। এ নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেছে কেন আমি বিক্ষোভে শামিল হইনি। এটা রাজনৈতিক ইস্যু নয়। তাই আমি নিজেকে জড়াইনি। দেশের জনগণই সবচেয়ে বড় শক্তি। তারা যখন আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আলাদা করে আর কারোর প্রয়োজন নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫