টেস্ট সিরিজে এক ম্যাচ জিতে কিছুটা প্রতিরোধ গড়লেও ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাত্তাই পায়নি ভারত। তিন ম্যাচের প্রতিটিতে হেরে ধবলধোলাই হয়েছে লোকেশ রাহুলের দল। কেপটাউনে শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪ রানে।
এদিন আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৮৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৯.২ ওভারে ২৮৩ রানে অলআউট হয়ে যায় ভারত।
লক্ষ্য তাড়ায় দলীয় ১৮ রানে ফেরেন অধিনায়ক লোকেশ রাহুল (৯)। শিখর ধাওয়ান ও বিরাট কোহলির জুটিতে ভালোভাবেই অবশ্য এগোতে থাকে ভারত। ১১৬ রানে শিখরের বিদায়ে ভাঙে এ জুটি। ৬১ রান করেন শিখর। কোনো রান না করে ফেরেন ঋষভ পন্ত। আশা জাগিয়ে আরও একবার সেঞ্চুরি করতে পারেননি কোহলি। এবার ফিরেছেন ৬৫ রান করে।
একপর্যায়ে ২১০ রানে ৬ উইকেট হারিয়ে হার দেখছিল ভারত। তবে সূর্য কুমার যাদবকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন দীপক চাহার। যাদব (৩৯) ফিরে গেলেও চাহার ছিলেন অবিচল। অর্ধশতক করে এক সময় দলকে জয়ের স্বপ্নও দেখান তিনি। ৫৪ রান করে চাহার যখন ফিরছিলেন তখন ভারতের রান দরকার ১০। হাতে ছিল ১৭ বল ও ২ উইকেট। কিন্তু সেই সমীকরণ আর মেলাতে পারেনি বাকিরা। ৪ রানেই আগেই গুটিয়ে যায় ইনিংস।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ইয়ানেমান মালানের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৮ রানে ফিরে যান এ ওপেনার। দলকে ৩৪ রানে রেখে বিদায় নেন অধিনায়ক টেম্বা বাভুমাও (৮)। এরপর ৭০ রানে এইডেন মার্করামকেও (১৫) হারিয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা।
সাময়িক এই বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন কুইন্টন ডি কক ও ফন ডার ডুসেন। এ দুজন মিলে গড়েন ১৪৩ বলে ১৪৪ রানের জুটি। দলীয় ২১৪ রানে ডি ককের বিদায়ে ভাঙে এ জুটি। ফেরার আগে ১৩০ বলে ১২ চার ও ২ ছক্কায় খেলেন ১২৪ রানের অসাধারণ এক ইনিংস। দ্রুত ফিরে যান ডুসেনও (৫২)। এ দুজনের বিদায়ে একটু ধাক্কা খায় প্রোটিয়ারা। তবে ডেভিড মিলারের ঝোড়ো ৩৯ রানে শেষ ওভারে অলআউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা করে ২৮৭ রান। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা নেন সর্বোচ্চ ৩ উইকেট।
টেস্ট সিরিজে এক ম্যাচ জিতে কিছুটা প্রতিরোধ গড়লেও ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাত্তাই পায়নি ভারত। তিন ম্যাচের প্রতিটিতে হেরে ধবলধোলাই হয়েছে লোকেশ রাহুলের দল। কেপটাউনে শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪ রানে।
এদিন আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৮৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৯.২ ওভারে ২৮৩ রানে অলআউট হয়ে যায় ভারত।
লক্ষ্য তাড়ায় দলীয় ১৮ রানে ফেরেন অধিনায়ক লোকেশ রাহুল (৯)। শিখর ধাওয়ান ও বিরাট কোহলির জুটিতে ভালোভাবেই অবশ্য এগোতে থাকে ভারত। ১১৬ রানে শিখরের বিদায়ে ভাঙে এ জুটি। ৬১ রান করেন শিখর। কোনো রান না করে ফেরেন ঋষভ পন্ত। আশা জাগিয়ে আরও একবার সেঞ্চুরি করতে পারেননি কোহলি। এবার ফিরেছেন ৬৫ রান করে।
একপর্যায়ে ২১০ রানে ৬ উইকেট হারিয়ে হার দেখছিল ভারত। তবে সূর্য কুমার যাদবকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন দীপক চাহার। যাদব (৩৯) ফিরে গেলেও চাহার ছিলেন অবিচল। অর্ধশতক করে এক সময় দলকে জয়ের স্বপ্নও দেখান তিনি। ৫৪ রান করে চাহার যখন ফিরছিলেন তখন ভারতের রান দরকার ১০। হাতে ছিল ১৭ বল ও ২ উইকেট। কিন্তু সেই সমীকরণ আর মেলাতে পারেনি বাকিরা। ৪ রানেই আগেই গুটিয়ে যায় ইনিংস।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ইয়ানেমান মালানের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৮ রানে ফিরে যান এ ওপেনার। দলকে ৩৪ রানে রেখে বিদায় নেন অধিনায়ক টেম্বা বাভুমাও (৮)। এরপর ৭০ রানে এইডেন মার্করামকেও (১৫) হারিয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা।
সাময়িক এই বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন কুইন্টন ডি কক ও ফন ডার ডুসেন। এ দুজন মিলে গড়েন ১৪৩ বলে ১৪৪ রানের জুটি। দলীয় ২১৪ রানে ডি ককের বিদায়ে ভাঙে এ জুটি। ফেরার আগে ১৩০ বলে ১২ চার ও ২ ছক্কায় খেলেন ১২৪ রানের অসাধারণ এক ইনিংস। দ্রুত ফিরে যান ডুসেনও (৫২)। এ দুজনের বিদায়ে একটু ধাক্কা খায় প্রোটিয়ারা। তবে ডেভিড মিলারের ঝোড়ো ৩৯ রানে শেষ ওভারে অলআউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা করে ২৮৭ রান। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা নেন সর্বোচ্চ ৩ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫