ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ তো হচ্ছে না দীর্ঘ এক দশক। তার ওপর একে অপরের দিকে কাদা-ছোড়াছুড়ি তো আছেই। দুই দেশের সম্পর্কের উন্নয়নে তাই রাজনীতিবিদদের এগিয়ে আসতে বললেন শহীদ আফ্রিদি।
নতুন করে ভারত-পাকিস্তানের সম্পর্ক আলোচনায় এসেছে ২০২৩ এশিয়া কাপ ইস্যুতে। যেখানে ২০২৩ এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। পাকিস্তানে খেলতে যেতে চাচ্ছে না ভারতীয় দল। একই কারণে, এ বছরে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও দল পাঠাতে চাচ্ছে না পাকিস্তান। আফ্রিদির মতে, রাজনীতিবিদদের একসঙ্গে বসে আলাপ-আলোচনা করা উচিত। পাকিস্তানের এই লেগস্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আসল সমস্যা হচ্ছে যে আমরা একসঙ্গে বসে আলোচনা করি না। রাজনীতিবিদদেরও এগিয়ে আসা উচিত এবং একসঙ্গে বসে আলোচনা করা উচিত। তাঁদের অনেক দায়িত্ব আছে।’
২০১২-১৩ মৌসুমে ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তখন তারা (পাকিস্তান) দারুণ অভ্যর্থনা পেয়েছিল বলে জানিয়েছেন আফ্রিদি। একই সঙ্গে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলের সফরের স্মৃতিচারণাও করেছেন তিনি। পাকিস্তানের এই লেগস্পিনার বলেন, ‘যদি ভারত এখানে আসত, সত্যিই ভালো হতো। আমরা যুদ্ধ-বিগ্রহ চাই না, দুই দেশের সম্পর্কের উন্নতিই আমরা চাই। ভারতের বিপক্ষে আমরা অনেক ভালোলাগা ও ভালোবাসা নিয়ে খেলেছি। আমার মনে আছে যখন ভারতে আসি, তখন আমরা দারুণ সাড়া পেয়েছি। ২০০৫-এর কথাও যদি মনে করে দেখেন, হরভজন ও যুবরাজ যখন মার্কেটে গিয়েছিল, কেউ তাঁদের থেকে টাকা নেয়নি। দুই দেশের সৌন্দর্য তো এটাই।’
ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ তো হচ্ছে না দীর্ঘ এক দশক। তার ওপর একে অপরের দিকে কাদা-ছোড়াছুড়ি তো আছেই। দুই দেশের সম্পর্কের উন্নয়নে তাই রাজনীতিবিদদের এগিয়ে আসতে বললেন শহীদ আফ্রিদি।
নতুন করে ভারত-পাকিস্তানের সম্পর্ক আলোচনায় এসেছে ২০২৩ এশিয়া কাপ ইস্যুতে। যেখানে ২০২৩ এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। পাকিস্তানে খেলতে যেতে চাচ্ছে না ভারতীয় দল। একই কারণে, এ বছরে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও দল পাঠাতে চাচ্ছে না পাকিস্তান। আফ্রিদির মতে, রাজনীতিবিদদের একসঙ্গে বসে আলাপ-আলোচনা করা উচিত। পাকিস্তানের এই লেগস্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আসল সমস্যা হচ্ছে যে আমরা একসঙ্গে বসে আলোচনা করি না। রাজনীতিবিদদেরও এগিয়ে আসা উচিত এবং একসঙ্গে বসে আলোচনা করা উচিত। তাঁদের অনেক দায়িত্ব আছে।’
২০১২-১৩ মৌসুমে ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তখন তারা (পাকিস্তান) দারুণ অভ্যর্থনা পেয়েছিল বলে জানিয়েছেন আফ্রিদি। একই সঙ্গে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলের সফরের স্মৃতিচারণাও করেছেন তিনি। পাকিস্তানের এই লেগস্পিনার বলেন, ‘যদি ভারত এখানে আসত, সত্যিই ভালো হতো। আমরা যুদ্ধ-বিগ্রহ চাই না, দুই দেশের সম্পর্কের উন্নতিই আমরা চাই। ভারতের বিপক্ষে আমরা অনেক ভালোলাগা ও ভালোবাসা নিয়ে খেলেছি। আমার মনে আছে যখন ভারতে আসি, তখন আমরা দারুণ সাড়া পেয়েছি। ২০০৫-এর কথাও যদি মনে করে দেখেন, হরভজন ও যুবরাজ যখন মার্কেটে গিয়েছিল, কেউ তাঁদের থেকে টাকা নেয়নি। দুই দেশের সৌন্দর্য তো এটাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫