দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ায় ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, নাভিন উল হক—আফগানিস্তানের তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের। এবার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে আসার পাশাপাশি বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে এসিবি।
এসিবি গতকাল এক বিবৃতিতে ফারুকি, মুজিব, নাভিন—এই তিন ক্রিকেটারের শাস্তির সংশোধনের ব্যাপারে জানিয়েছে। সেখানে বলা হয়েছে, বোর্ডের কাছে তিন ক্রিকেটার নিঃশর্তভাবে গিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তদন্ত কমিটিতে বেশ কিছু সুপারিশ করেছে। পাশাপাশি তাদেরকে লিখিত সতর্কবার্তা পাঠানো, মাসিক ও ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তির কথা বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের খেলার কথা মাথায় রেখে সীমিত আকারে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিও দেওয়া হবে তাদের পারফরম্যান্স খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। এসিবি চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ বলেন, ‘দলের সাফল্যে তারা নিঃসন্দেহে অবদান রেখেছেন। আশা করি সামনে তারা এমন সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তারা দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এটাই আশা করছি।’
২০২৪-এর কেন্দ্রীয় চুক্তির আগেই ফারুকি, মুজিব, নাভিন এসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে যেতে চেয়েছিলেন। এ কারণে তাদেরকে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেওয়ার অনাপত্তিপত্র বাতিল করা হয়েছিল দুই বছরের জন্য। তৎকালীন এনওসিও কার হয়েছিল বাতিল। এ কারণে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগব্যাশও বেশিদিন খেলতে পারেননি মুজিব।
ফারুকি, মুজিব, নাভিনকে নিয়েই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিল আফগানিস্তান। ১১ জানুয়ারি মোহালিতে হবে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৪ ও ১৭ জানুয়ারি ইন্দোর ও বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবে এশিয়ার দুই দল। বিশ্বকাপের আগে ভারত, আফগানিস্তান—দুই দলের জন্যই এটা শেষ টি-টোয়েন্টি সিরিজ। ১ জুন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ায় ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, নাভিন উল হক—আফগানিস্তানের তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের। এবার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে আসার পাশাপাশি বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে এসিবি।
এসিবি গতকাল এক বিবৃতিতে ফারুকি, মুজিব, নাভিন—এই তিন ক্রিকেটারের শাস্তির সংশোধনের ব্যাপারে জানিয়েছে। সেখানে বলা হয়েছে, বোর্ডের কাছে তিন ক্রিকেটার নিঃশর্তভাবে গিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তদন্ত কমিটিতে বেশ কিছু সুপারিশ করেছে। পাশাপাশি তাদেরকে লিখিত সতর্কবার্তা পাঠানো, মাসিক ও ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তির কথা বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের খেলার কথা মাথায় রেখে সীমিত আকারে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিও দেওয়া হবে তাদের পারফরম্যান্স খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। এসিবি চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ বলেন, ‘দলের সাফল্যে তারা নিঃসন্দেহে অবদান রেখেছেন। আশা করি সামনে তারা এমন সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তারা দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এটাই আশা করছি।’
২০২৪-এর কেন্দ্রীয় চুক্তির আগেই ফারুকি, মুজিব, নাভিন এসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে যেতে চেয়েছিলেন। এ কারণে তাদেরকে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেওয়ার অনাপত্তিপত্র বাতিল করা হয়েছিল দুই বছরের জন্য। তৎকালীন এনওসিও কার হয়েছিল বাতিল। এ কারণে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগব্যাশও বেশিদিন খেলতে পারেননি মুজিব।
ফারুকি, মুজিব, নাভিনকে নিয়েই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিল আফগানিস্তান। ১১ জানুয়ারি মোহালিতে হবে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৪ ও ১৭ জানুয়ারি ইন্দোর ও বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবে এশিয়ার দুই দল। বিশ্বকাপের আগে ভারত, আফগানিস্তান—দুই দলের জন্যই এটা শেষ টি-টোয়েন্টি সিরিজ। ১ জুন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫