বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের ঝগড়ার ঘটনা তো সবারই জানা। আইপিএলে তাঁদের কথা কাটাকাটির ঘটনা রীতিমতো ভাইরাল সামাজিকমাধ্যমে। এবারের এশিয়া কাপে সেই ব্যাপারটিই যেন আবার নতুন করে সামনে এসেছে।
এবারের এশিয়া কাপে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন গৌতম গম্ভীর। আর এ সপ্তাহের শনিবার পাল্লেকেলেতে টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ শেষে গম্ভীর যখন চলে যাচ্ছিলেন, তখন একদল ভক্ত-সমর্থক তাঁকে উদ্দেশ্য করে ‘কোহলি, কোহলি’ বলে স্লোগান দেন। তাতে মেজাজ হারান গম্ভীর। সমর্থকদের উদ্দেশ্যে মধ্যাঙ্গুলি দেখান ভারতের সাবেক এই বাঁহাতি ব্যাটার।
গম্ভীরের এই ঘটনা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর গতকাল গণমাধ্যমের সামনে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। ভারতের সাবেক এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘পাকিস্তানি সমর্থকেরা ভারতবিরোধী স্লোগান দিচ্ছিলেন। কাশ্মীর নিয়েও তারা মন্তব্য করছিলেন। ভারতীয় হিসেবে আমার দেশ সম্পর্কে কেউ কিছু বললে আমি তা সহ্য করব না। এ কারণেই আমি তেমন প্রতিক্রিয়া দেখিয়েছি। সামাজিকমাধ্যমে আপনারা যা দেখেন তা সবসময় সঠিক না।’
এ বছরের ১ মে আইপিএলে মুখোমুখি হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলি খেলেন বেঙ্গালুরুর হয়ে আর গম্ভীর ছিলেন লক্ষ্ণৌর পরামর্শকের দায়িত্বে। সেদিন ম্যাচ শেষে কোহলির কথা কাটাকাটি হয় লক্ষ্ণৌর নাভিন উল হকের সঙ্গে। এ সময় আগুনে ঘি ঢালতে আসেন গম্ভীর। দুই জনকেই (কোহলি, গম্ভীর) ম্যাচ ফির শতভাগ জরিমানা গুনতে হয়েছিল। এর আগে ২০১১ আইপিএলেও তর্কে জড়িয়েছিলেন এই দুই ক্রিকেটার। কোহলি খেলেন বেঙ্গালুরুর হয়ে আর গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কোহলি আউট হওয়ার পর তাঁর সঙ্গে গম্ভীরের তর্ক শুরু হয়। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে আসেন কলকাতায় তাঁরই সতীর্থ রজত ভাটিয়া।
বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের ঝগড়ার ঘটনা তো সবারই জানা। আইপিএলে তাঁদের কথা কাটাকাটির ঘটনা রীতিমতো ভাইরাল সামাজিকমাধ্যমে। এবারের এশিয়া কাপে সেই ব্যাপারটিই যেন আবার নতুন করে সামনে এসেছে।
এবারের এশিয়া কাপে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন গৌতম গম্ভীর। আর এ সপ্তাহের শনিবার পাল্লেকেলেতে টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ শেষে গম্ভীর যখন চলে যাচ্ছিলেন, তখন একদল ভক্ত-সমর্থক তাঁকে উদ্দেশ্য করে ‘কোহলি, কোহলি’ বলে স্লোগান দেন। তাতে মেজাজ হারান গম্ভীর। সমর্থকদের উদ্দেশ্যে মধ্যাঙ্গুলি দেখান ভারতের সাবেক এই বাঁহাতি ব্যাটার।
গম্ভীরের এই ঘটনা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর গতকাল গণমাধ্যমের সামনে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। ভারতের সাবেক এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘পাকিস্তানি সমর্থকেরা ভারতবিরোধী স্লোগান দিচ্ছিলেন। কাশ্মীর নিয়েও তারা মন্তব্য করছিলেন। ভারতীয় হিসেবে আমার দেশ সম্পর্কে কেউ কিছু বললে আমি তা সহ্য করব না। এ কারণেই আমি তেমন প্রতিক্রিয়া দেখিয়েছি। সামাজিকমাধ্যমে আপনারা যা দেখেন তা সবসময় সঠিক না।’
এ বছরের ১ মে আইপিএলে মুখোমুখি হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলি খেলেন বেঙ্গালুরুর হয়ে আর গম্ভীর ছিলেন লক্ষ্ণৌর পরামর্শকের দায়িত্বে। সেদিন ম্যাচ শেষে কোহলির কথা কাটাকাটি হয় লক্ষ্ণৌর নাভিন উল হকের সঙ্গে। এ সময় আগুনে ঘি ঢালতে আসেন গম্ভীর। দুই জনকেই (কোহলি, গম্ভীর) ম্যাচ ফির শতভাগ জরিমানা গুনতে হয়েছিল। এর আগে ২০১১ আইপিএলেও তর্কে জড়িয়েছিলেন এই দুই ক্রিকেটার। কোহলি খেলেন বেঙ্গালুরুর হয়ে আর গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কোহলি আউট হওয়ার পর তাঁর সঙ্গে গম্ভীরের তর্ক শুরু হয়। গম্ভীরকে শান্ত করতে এগিয়ে আসেন কলকাতায় তাঁরই সতীর্থ রজত ভাটিয়া।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫