বয়স শুধুই একটি সংখ্যা—খেলাধুলার জগতে এমন আপ্তবাক্য শোনা যায় প্রায়ই। তবু কাউকে না কাউকে একদিন ক্যারিয়ারের ইতি তো টানতে হবে। ক্যারিয়ারের শেষ ম্যাচে চোখের জল ধরে রাখাও হয়তো অত সহজ ব্যাপার নয়। সে যা-ই হোক, জেমস অ্যান্ডারসন এই কঠিন কাজটি করতে চাইবেন লর্ডসে।
লর্ডসে আগামীকাল শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই যে অ্যান্ডারসনের শেষ ম্যাচ, সেটা জানা যায় দুই মাস আগে। ‘বাজবল’ রপ্ত করা ইংল্যান্ড যে ভেন্যুতেই টেস্ট হোক না কেন, গত দুই বছরে পাঁচ দিনে গড়ানো ম্যাচের সংখ্যা খুবই কম। লর্ডস টেস্টের ফলাফল সময়ের হাতে তোলা থাকলেও অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারের আয়ু সর্বোচ্চ পাঁচ দিন। ক্যারিয়ারের শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ এই পেসার বলেন, ‘আমি নিশ্চিত যে সপ্তাহের শেষে আবেগের জায়গায় পরিবর্তন আসবেই। তাই চেষ্টা করছি কীভাবে নিজেকে কান্না করা থেকে থামানো যায়।’
ক্যারিয়ারের শেষ ম্যাচ সব খেলোয়াড়ই চান জয় দিয়ে শেষ করতে। অ্যান্ডারসনের চাওয়া স্মরণীয় বিদায়, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইংলিশ এই পেসার বলেন, ‘গত দুই দিনে অনুশীলনের সময় বেশ স্বাভাবিক থেকেছি। খেলা নিয়ে খুব একটা ভাবিনি। এই সপ্তাহে আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভালো খেলা, ভালো বোলিং করা এবং জয় লাভ করা। সত্যি বলতে, এদিকেই আমি মনোযোগ দিচ্ছি।’
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২০০ ম্যাচ খেলে শচীন টেন্ডুলকার অবসরে গেছেন ২০১৩ সালে। শচীনের পরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৭ ম্যাচ খেলে ফেলেছেন অ্যান্ডারসন। ৪২ ছুঁই ছুঁই অ্যান্ডারসন ১৮৮ টেস্ট (লর্ডস টেস্টসহ) খেলতে পারা অনেক গর্বের মনে করছেন, ‘৪২ বছর পূর্ণ হতে আর কয়েক দিন বাকি। এই বয়সে ১৮৮তম টেস্ট খেলা আমার জন্য অনেক গর্বের বিষয়। এই বয়সে নিজের সেরাটা কীভাবে দেওয়া যায়, তার জন্য প্রাণপ্রণ চেষ্টা করছি। একটা মাত্র ম্যাচ বাকি থাকলেও অনুশীলনের সময় চেষ্টার কোনো ত্রুটি রাখছি না।’
বয়স শুধুই একটি সংখ্যা—খেলাধুলার জগতে এমন আপ্তবাক্য শোনা যায় প্রায়ই। তবু কাউকে না কাউকে একদিন ক্যারিয়ারের ইতি তো টানতে হবে। ক্যারিয়ারের শেষ ম্যাচে চোখের জল ধরে রাখাও হয়তো অত সহজ ব্যাপার নয়। সে যা-ই হোক, জেমস অ্যান্ডারসন এই কঠিন কাজটি করতে চাইবেন লর্ডসে।
লর্ডসে আগামীকাল শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই যে অ্যান্ডারসনের শেষ ম্যাচ, সেটা জানা যায় দুই মাস আগে। ‘বাজবল’ রপ্ত করা ইংল্যান্ড যে ভেন্যুতেই টেস্ট হোক না কেন, গত দুই বছরে পাঁচ দিনে গড়ানো ম্যাচের সংখ্যা খুবই কম। লর্ডস টেস্টের ফলাফল সময়ের হাতে তোলা থাকলেও অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারের আয়ু সর্বোচ্চ পাঁচ দিন। ক্যারিয়ারের শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ এই পেসার বলেন, ‘আমি নিশ্চিত যে সপ্তাহের শেষে আবেগের জায়গায় পরিবর্তন আসবেই। তাই চেষ্টা করছি কীভাবে নিজেকে কান্না করা থেকে থামানো যায়।’
ক্যারিয়ারের শেষ ম্যাচ সব খেলোয়াড়ই চান জয় দিয়ে শেষ করতে। অ্যান্ডারসনের চাওয়া স্মরণীয় বিদায়, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইংলিশ এই পেসার বলেন, ‘গত দুই দিনে অনুশীলনের সময় বেশ স্বাভাবিক থেকেছি। খেলা নিয়ে খুব একটা ভাবিনি। এই সপ্তাহে আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভালো খেলা, ভালো বোলিং করা এবং জয় লাভ করা। সত্যি বলতে, এদিকেই আমি মনোযোগ দিচ্ছি।’
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২০০ ম্যাচ খেলে শচীন টেন্ডুলকার অবসরে গেছেন ২০১৩ সালে। শচীনের পরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৭ ম্যাচ খেলে ফেলেছেন অ্যান্ডারসন। ৪২ ছুঁই ছুঁই অ্যান্ডারসন ১৮৮ টেস্ট (লর্ডস টেস্টসহ) খেলতে পারা অনেক গর্বের মনে করছেন, ‘৪২ বছর পূর্ণ হতে আর কয়েক দিন বাকি। এই বয়সে ১৮৮তম টেস্ট খেলা আমার জন্য অনেক গর্বের বিষয়। এই বয়সে নিজের সেরাটা কীভাবে দেওয়া যায়, তার জন্য প্রাণপ্রণ চেষ্টা করছি। একটা মাত্র ম্যাচ বাকি থাকলেও অনুশীলনের সময় চেষ্টার কোনো ত্রুটি রাখছি না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫