ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজ। আজ ও কাল দুই ভাগে নাজমুল হোসেন শান্তরা যাবেন আমিরাতে।
দলে সাকিব আল হাসান থাকবেন না, সেটা আগেই নিশ্চিত ছিল অনেকটা। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারেননি লিটন দাস। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি বলে আফগানিস্তান সিরিজের দলে নেই এই উইকেটরক্ষক-ব্যাটার। চোটের কারণে নেই আরেক পেসার তানজিম হাসান সাকিবও।
সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দল থেকে আফগান সিরিজের দলে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও হাসান মাহমুদ। তাইজুল জায়গা না পেলেও সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নতুন মুখ হিসেবে আছেন পেসার নাহিদ রানা।
দল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ক্রিকেটাররা। প্রথমে তাইজুল, পরে বিজয় এবং মেহেদী। মেহেদী সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছেন তাইজুল। তবে ওয়ানডেতে সর্বশেষ শ্রীলঙ্কার সিরিজে বল হাতে একদমই সুবিধা করতে পারেননি তিনি। দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। এক ম্যাচে ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ওভারপ্রতি ৬.৭৫। আরেক ম্যাচে ৫ ওভারে ৮.৬০ রান দিয়েছেন ওভারপ্রতি। উইকেট পেয়েছেন ১ টি।
আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর গতকাল রাতে ৫টি ইমোজি ব্যবহার করে একটি রহস্যময় পোস্ট দেন তাইজুল। সেখানে প্রথম দুটি ইমোজি মুচকি হাসির (সেন্টি), ও শেষ তিনটি হাততালি দেওয়ার ইমোজি (বাহ)। যদিও পোস্টের ব্যাখ্যায় কিছু উল্লেখ করেননি তাইজুল। অনেকে মনে করছেন দলে সুযোগ না পাওয়ায় এমন পোস্ট করেছেন তিনি!
শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচ খেলে ১২ রান করেছেন বিজয়। এই উইকেটরক্ষক-ব্যাটার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।’ তারপর শেখ মেহেদী মুখ বন্ধ রাখার চারটি ইমোজি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।
আগামী ৬,৯ ও ১১ নভেম্বর হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ওয়ানডে ম্যাচগুলো।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজ। আজ ও কাল দুই ভাগে নাজমুল হোসেন শান্তরা যাবেন আমিরাতে।
দলে সাকিব আল হাসান থাকবেন না, সেটা আগেই নিশ্চিত ছিল অনেকটা। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারেননি লিটন দাস। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি বলে আফগানিস্তান সিরিজের দলে নেই এই উইকেটরক্ষক-ব্যাটার। চোটের কারণে নেই আরেক পেসার তানজিম হাসান সাকিবও।
সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দল থেকে আফগান সিরিজের দলে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও হাসান মাহমুদ। তাইজুল জায়গা না পেলেও সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নতুন মুখ হিসেবে আছেন পেসার নাহিদ রানা।
দল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ক্রিকেটাররা। প্রথমে তাইজুল, পরে বিজয় এবং মেহেদী। মেহেদী সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছেন তাইজুল। তবে ওয়ানডেতে সর্বশেষ শ্রীলঙ্কার সিরিজে বল হাতে একদমই সুবিধা করতে পারেননি তিনি। দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। এক ম্যাচে ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ওভারপ্রতি ৬.৭৫। আরেক ম্যাচে ৫ ওভারে ৮.৬০ রান দিয়েছেন ওভারপ্রতি। উইকেট পেয়েছেন ১ টি।
আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর গতকাল রাতে ৫টি ইমোজি ব্যবহার করে একটি রহস্যময় পোস্ট দেন তাইজুল। সেখানে প্রথম দুটি ইমোজি মুচকি হাসির (সেন্টি), ও শেষ তিনটি হাততালি দেওয়ার ইমোজি (বাহ)। যদিও পোস্টের ব্যাখ্যায় কিছু উল্লেখ করেননি তাইজুল। অনেকে মনে করছেন দলে সুযোগ না পাওয়ায় এমন পোস্ট করেছেন তিনি!
শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচ খেলে ১২ রান করেছেন বিজয়। এই উইকেটরক্ষক-ব্যাটার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।’ তারপর শেখ মেহেদী মুখ বন্ধ রাখার চারটি ইমোজি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।
আগামী ৬,৯ ও ১১ নভেম্বর হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ওয়ানডে ম্যাচগুলো।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে