হঠাৎই ছন্দ হারিয়ে মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছিলেন। চেন্নাই সুপার কিংসও টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ১ম চারের বাইরে চলে গিয়েছিল। অবশেষে আজ ছন্দে ফিরলেন মোস্তাফিজ। কৃপণ বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। ঘরের মাঠ চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে স্বস্তির জয় পেল চেন্নাই।
এবারের আইপিএলে এরই মধ্যে তিনবার আড়াইশ পেরোনো হায়দরাবাদ আজ পায় ২১৩ রানের লক্ষ্য৷ চেন্নাইয়ের ৭৮ রানের জয়ই বলে দিচ্ছে, হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ কীভাবে ধসে গিয়েছে। ২ উইকেট নিয়ে হায়দরাবাদের ইনিংসের ইতি টানেন ফিজ।এই জয়ে পয়েন্ট টেবিলে এক লাফে ছয় থেকে তিনে উঠে এল চেন্নাই। ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ।
হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ঝোড়ো শুরুর ইঙ্গিত দেন। প্রথম ১০ বলেই দলটি করে ফেলে ২১ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন তুষার দেশপান্ডে। ওভারের পঞ্চম বলে নিয়েছেন হেডের উইকেট। পরের বলে ফেরান আনমোলপ্রীত সিংকে।
নিজের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে দেশপান্ডে নিয়েছেন হায়দরাবাদের আরেক বিধ্বংসী ওপেনার অভিষেককে ফিরিয়েছেন। দেশপান্ডের বিধ্বংসী বোলিংয়ে হায়দরাবাদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ৩ উইকেটে ৪০ রান। রিকোয়ার্ড রানরেটে শুরুতে এগোতে থাকলেও পরে সেটা আর ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হায়দরাবাদের স্কোর হয়ে যায় ১৮ ওভারে ৮ উইকেটে ১২৮ রান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফিজকে চার মারেন শাহবাজ আহমেদ। পরের বলে আবারও তুলে মারতে যান শাহবাজ। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন ড্যারিল মিচেল। ম্যাচে এটা তাঁর পঞ্চম ক্যাচ৷ একই ওভারের পঞ্চম বলে উনাদকাটকে ফেরান মোস্তাফিজ। মঈন আলী ক্যাচ ধরলে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন মার্করাম।২.৫ ওভার বোলিং করে ১৯ রানে ফিজ নেন ২ উইকেট। চেন্নাইয়ের সেরা বোলার দেশপান্ডে ৩ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই অধিনায়ক ২ রানের জন্য আইপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেন। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন মিচেল। ২০ ওভারে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই।
আরও পড়ুন—
হঠাৎই ছন্দ হারিয়ে মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছিলেন। চেন্নাই সুপার কিংসও টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ১ম চারের বাইরে চলে গিয়েছিল। অবশেষে আজ ছন্দে ফিরলেন মোস্তাফিজ। কৃপণ বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। ঘরের মাঠ চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে স্বস্তির জয় পেল চেন্নাই।
এবারের আইপিএলে এরই মধ্যে তিনবার আড়াইশ পেরোনো হায়দরাবাদ আজ পায় ২১৩ রানের লক্ষ্য৷ চেন্নাইয়ের ৭৮ রানের জয়ই বলে দিচ্ছে, হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ কীভাবে ধসে গিয়েছে। ২ উইকেট নিয়ে হায়দরাবাদের ইনিংসের ইতি টানেন ফিজ।এই জয়ে পয়েন্ট টেবিলে এক লাফে ছয় থেকে তিনে উঠে এল চেন্নাই। ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ।
হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ঝোড়ো শুরুর ইঙ্গিত দেন। প্রথম ১০ বলেই দলটি করে ফেলে ২১ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন তুষার দেশপান্ডে। ওভারের পঞ্চম বলে নিয়েছেন হেডের উইকেট। পরের বলে ফেরান আনমোলপ্রীত সিংকে।
নিজের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে দেশপান্ডে নিয়েছেন হায়দরাবাদের আরেক বিধ্বংসী ওপেনার অভিষেককে ফিরিয়েছেন। দেশপান্ডের বিধ্বংসী বোলিংয়ে হায়দরাবাদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ৩ উইকেটে ৪০ রান। রিকোয়ার্ড রানরেটে শুরুতে এগোতে থাকলেও পরে সেটা আর ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হায়দরাবাদের স্কোর হয়ে যায় ১৮ ওভারে ৮ উইকেটে ১২৮ রান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফিজকে চার মারেন শাহবাজ আহমেদ। পরের বলে আবারও তুলে মারতে যান শাহবাজ। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন ড্যারিল মিচেল। ম্যাচে এটা তাঁর পঞ্চম ক্যাচ৷ একই ওভারের পঞ্চম বলে উনাদকাটকে ফেরান মোস্তাফিজ। মঈন আলী ক্যাচ ধরলে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন মার্করাম।২.৫ ওভার বোলিং করে ১৯ রানে ফিজ নেন ২ উইকেট। চেন্নাইয়ের সেরা বোলার দেশপান্ডে ৩ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই অধিনায়ক ২ রানের জন্য আইপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মিস করেন। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন মিচেল। ২০ ওভারে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই।
আরও পড়ুন—
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে