নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছে ভারত। কোহলির ১২২ ও লোকেশের ১১১ রানের সৌজন্যে আগে ব্যাট করে ৩৫৬ রান বিশাল সংগ্রহ পেয়েছে তারা। ওয়ানডে সংস্করণে পাকিস্তানের বিপক্ষে যৌথ সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০০৫ সালে বিশাখাপত্তমে ৩৫৬ রান করেছিল ভারত।
রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুটিতে দারুণ শুরুটা এনে দিয়েছিলেন গতকালই। ১০০ বলে দুজনে তুলেছিলেন ১২১ রান। এরপরে বাকি ইনিংসটা লেখা হলো কোহলি ও লোকেশের কাব্যিক ইনিংসে। ৪৭ তম সেঞ্চুরি করে উড়ন্ত উদ্যাপন করলেন কোহলি। প্রায় ৬ মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে, লোকেশও নিংড়ে দিলেন নিজেকে। তুলে নিলেন ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি।
তা-ই নয়, পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণ টলাতেই পারেনি কোহলি-লোকেশ জুটিকে। ৯৪ বলে ১২২ রানে কোহলি এবং ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থাকে লোকেশ। সেঞ্চুরির কল্যাণে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ২৩৩ রানের জুটিও গড়লেন তাঁরা। শারজায় ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে নভজ্যোত সিধু ও শচীন টেন্ডুলকার গড়েছিলেন ২৩১ রানে জুটি।
প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের শেষ তিন ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন কোহলি। প্রেমাদাসার সঙ্গে তাঁর প্রেমটা যেন পাকিস্তানের বিপক্ষে আরও জমিয়ে তুললেন। আজ টানা চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন সেই মাঠে। কিন্তু এর আগে আরও একটি বড় অর্জন হয়ে গেল তাঁর। ৯৯ রান করলেই ওয়ানডে সংস্করণে ৫ম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রান করেছেন তিনি। মাত্র ২৬৭ ইনিংসে দ্রুততম ১৩ হাজার রান করেন কোহলি।
এই রান করতে স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেছেন কোহলি। রিকি পন্টিংয়ের চেয়ে ৭৪, কুমার সাঙ্গাকারার চেয়ে ৯৬ এবং সনাৎ জয়াসুরিয়ার চেয়ে ১৪৯ ইনিংস কম লেগেছে তাঁর।
সেঞ্চুরিতে শচীন ছাড়া সবাইকে ছাড়িয়ে গেছেন কোহলি। আর দুটি সেঞ্চুরি হলে শচীনকে ছুঁবেন তিনি। শচীনের সেঞ্চুরি ৪৯টি। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ৭৯ রান দিয়ে ১ উইকেট এবং শাদাব খান ৭১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
এর আগে গতকাল ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ ছিল ভারতের। রোহিত ৫৬ ও গিল ৫৮ রানে আউট হন। আজ রিজার্ভ ডেতে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে আবারও ব্যাটিং শুরু করে ভারত।
বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছে ভারত। কোহলির ১২২ ও লোকেশের ১১১ রানের সৌজন্যে আগে ব্যাট করে ৩৫৬ রান বিশাল সংগ্রহ পেয়েছে তারা। ওয়ানডে সংস্করণে পাকিস্তানের বিপক্ষে যৌথ সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে ২০০৫ সালে বিশাখাপত্তমে ৩৫৬ রান করেছিল ভারত।
রোহিত শর্মা ও শুভমান গিল ওপেনিং জুটিতে দারুণ শুরুটা এনে দিয়েছিলেন গতকালই। ১০০ বলে দুজনে তুলেছিলেন ১২১ রান। এরপরে বাকি ইনিংসটা লেখা হলো কোহলি ও লোকেশের কাব্যিক ইনিংসে। ৪৭ তম সেঞ্চুরি করে উড়ন্ত উদ্যাপন করলেন কোহলি। প্রায় ৬ মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে, লোকেশও নিংড়ে দিলেন নিজেকে। তুলে নিলেন ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি।
তা-ই নয়, পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণ টলাতেই পারেনি কোহলি-লোকেশ জুটিকে। ৯৪ বলে ১২২ রানে কোহলি এবং ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থাকে লোকেশ। সেঞ্চুরির কল্যাণে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ২৩৩ রানের জুটিও গড়লেন তাঁরা। শারজায় ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে নভজ্যোত সিধু ও শচীন টেন্ডুলকার গড়েছিলেন ২৩১ রানে জুটি।
প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের শেষ তিন ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন কোহলি। প্রেমাদাসার সঙ্গে তাঁর প্রেমটা যেন পাকিস্তানের বিপক্ষে আরও জমিয়ে তুললেন। আজ টানা চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন সেই মাঠে। কিন্তু এর আগে আরও একটি বড় অর্জন হয়ে গেল তাঁর। ৯৯ রান করলেই ওয়ানডে সংস্করণে ৫ম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রান করেছেন তিনি। মাত্র ২৬৭ ইনিংসে দ্রুততম ১৩ হাজার রান করেন কোহলি।
এই রান করতে স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেছেন কোহলি। রিকি পন্টিংয়ের চেয়ে ৭৪, কুমার সাঙ্গাকারার চেয়ে ৯৬ এবং সনাৎ জয়াসুরিয়ার চেয়ে ১৪৯ ইনিংস কম লেগেছে তাঁর।
সেঞ্চুরিতে শচীন ছাড়া সবাইকে ছাড়িয়ে গেছেন কোহলি। আর দুটি সেঞ্চুরি হলে শচীনকে ছুঁবেন তিনি। শচীনের সেঞ্চুরি ৪৯টি। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ৭৯ রান দিয়ে ১ উইকেট এবং শাদাব খান ৭১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
এর আগে গতকাল ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ ছিল ভারতের। রোহিত ৫৬ ও গিল ৫৮ রানে আউট হন। আজ রিজার্ভ ডেতে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে আবারও ব্যাটিং শুরু করে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫