পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদের চাকরি যেন পৃথিবীর অন্যতম অনিশ্চিত চাকরি। কখনো চাকরি চলে যায়, কখনোবা কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন। এবার দেশটির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি বোর্ড প্রধানের দায়িত্ব পেয়েছেন।
পিসিবি আজ নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছে। তিন বছরের পূর্ণ মেয়াদে পিসিবির প্রধান নির্বাচিত হয়েছেন তিনি এবং তিনি পিসিবির ৩৭তম চেয়ারম্যান। নাকভি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পিসিবির নতুন চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবিসংবাদিত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে আমি খুব সম্মানিত। আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রাখা হয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। দেশটিতে খেলার মান উন্নয়ন করতে আমি পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ । ক্রিকেটের প্রশাসনিক কাঠামোতে পেশাদারত্ব আনার ব্যাপারে চেষ্টা করব।’ একই সঙ্গে নাকভি পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। সেখানে তাঁর চুক্তির মেয়াদ আগে থেকেই বাড়ানো রয়েছে।’
নাকভির আগে ২৪ জানুয়ারি নির্বাচন কমিশনার শাহ খাওয়ার পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। মাত্র ২ সপ্তাহ টিকতে পেরেছেন তিনি। এর আগে জাকা আশরাফ ছিলেন পিসিবির বোর্ড প্রধান। তাঁর সময়ে গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেই উঠতে পারেনি। বাবর আজম তিন সংস্করণ থেকে নেতৃত্ব ছেড়েছেন। এ বছরের ১৮ জানুয়ারি জাকা আশরাফ পিসিবি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। আশরাফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি (আশরাফ) পিসিবির বোর্ড অব গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। নাকভিকে দিয়ে এই শূন্যস্থানও পূরণ হয়েছে। নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়া অনেকটা প্রত্যাশিতই ছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদের চাকরি যেন পৃথিবীর অন্যতম অনিশ্চিত চাকরি। কখনো চাকরি চলে যায়, কখনোবা কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন। এবার দেশটির পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি বোর্ড প্রধানের দায়িত্ব পেয়েছেন।
পিসিবি আজ নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছে। তিন বছরের পূর্ণ মেয়াদে পিসিবির প্রধান নির্বাচিত হয়েছেন তিনি এবং তিনি পিসিবির ৩৭তম চেয়ারম্যান। নাকভি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পিসিবির নতুন চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবিসংবাদিত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে আমি খুব সম্মানিত। আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রাখা হয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। দেশটিতে খেলার মান উন্নয়ন করতে আমি পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ । ক্রিকেটের প্রশাসনিক কাঠামোতে পেশাদারত্ব আনার ব্যাপারে চেষ্টা করব।’ একই সঙ্গে নাকভি পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। সেখানে তাঁর চুক্তির মেয়াদ আগে থেকেই বাড়ানো রয়েছে।’
নাকভির আগে ২৪ জানুয়ারি নির্বাচন কমিশনার শাহ খাওয়ার পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। মাত্র ২ সপ্তাহ টিকতে পেরেছেন তিনি। এর আগে জাকা আশরাফ ছিলেন পিসিবির বোর্ড প্রধান। তাঁর সময়ে গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেই উঠতে পারেনি। বাবর আজম তিন সংস্করণ থেকে নেতৃত্ব ছেড়েছেন। এ বছরের ১৮ জানুয়ারি জাকা আশরাফ পিসিবি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। আশরাফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি (আশরাফ) পিসিবির বোর্ড অব গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। নাকভিকে দিয়ে এই শূন্যস্থানও পূরণ হয়েছে। নাকভির বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়া অনেকটা প্রত্যাশিতই ছিল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে