ক্রীড়া ডেস্ক
প্যাট কামিন্সের নেতৃত্বে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অজিরা জিতেছে ৩-১ ব্যবধানে। সিরিজের পাঁচ টেস্টের পিচের অবস্থা আজ মূল্যায়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি।
অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে পাঁচটি ভিন্ন ভেন্যুতে। যার মধ্যে পার্থ স্টেডিয়াম, অ্যাডিলেড ওভাল, ব্রিসবেনের গ্যাবা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)— প্রথম চার টেস্টের পিচকে সবচেয়ে ভালো রেটিং দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার হিসেবে এটিই সর্বোচ্চ রেটিং। দ্বিতীয় সর্বোচ্চ ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) পিচকে। এই মাঠেই হয়েছে পঞ্চম তথা অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে দর্শকসংখ্যাও গড়েছে রেকর্ড। এমসিজিতে সাড়ে ৩ লাখের বেশি দর্শক খেলা দেখেছেন। অন্যান্য ম্যাচেও গ্যালারি ছিল দর্শকপূর্ণ। টেস্টে এত দর্শক হওয়ার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার পিচ কিউরেটরদের অবদান রয়েছে বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশনসের প্রধান পিটার রোচ। সিএ’র ক্রিকেট অপারেশনসের প্রধান বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য আমরা যে মানের পিচ প্রস্তুত করেছি, তাতে আমরা উচ্ছ্বসিত। দেশজুড়ে ভেন্যুগুলোতে যে কিউরেটররা কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। ভেন্যুগুলোতে ভিন্নধর্মী বৈশিষ্ট্য যাতে দেখা যায়, সেরকম পিচ বানাতে আমরা উৎসাহিত করি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের দীর্ঘদিনের ঐতিহ্য এটা। এ কারণেই অস্ট্রেলিয়ায় টেস্ট এত জনপ্রিয়।’
ব্রিসবেন, এমসিজি—বোর্ডার-গাভাস্কার ট্রফির এই দুই টেস্ট পাঁচ দিনে গড়িয়েছে। যার মধ্যে ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট পঞ্চম দিনে গড়ানোতে বৃষ্টির অবদানই বেশি। এমসিজি টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ১৮৪ রানে। পার্থে প্রথম টেস্ট শেষ হয়েছে চার দিনে। এই টেস্ট ভারত জিতেছে ২৯৫ রানে। পার্থ, এমসিজি টেস্টের ফল দেখে একতরফা মনে হলেও ম্যাচের মোড় বদলেছে বারবার। সিডনিতে তিন দিনে শেষ হওয়া টেস্টে অজিরা ৬ উইকেটে জিতলেও ভারতের বোলাররা চেপে ধরেছিলেন। তবে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছে। গোলাপি বলের টেস্টটি শেষ হয়েছিল তিন দিনে।
২০২৩ সালে আইসিসি পিচ রেটিংয়ের সিস্টেমে পরিবর্তন এনেছে। ৬ ক্যাটেগরিকে চারটিতে নামিয়ে আনে ক্রিকেটের অভিভাবক সংস্থা। সবচেয়ে ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক, আনফিট-এই চার ক্যাটেগরি রয়েছে আইসিসির সংশোধিত রেটিং সিস্টেমে।
প্যাট কামিন্সের নেতৃত্বে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অজিরা জিতেছে ৩-১ ব্যবধানে। সিরিজের পাঁচ টেস্টের পিচের অবস্থা আজ মূল্যায়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি।
অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে পাঁচটি ভিন্ন ভেন্যুতে। যার মধ্যে পার্থ স্টেডিয়াম, অ্যাডিলেড ওভাল, ব্রিসবেনের গ্যাবা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)— প্রথম চার টেস্টের পিচকে সবচেয়ে ভালো রেটিং দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার হিসেবে এটিই সর্বোচ্চ রেটিং। দ্বিতীয় সর্বোচ্চ ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) পিচকে। এই মাঠেই হয়েছে পঞ্চম তথা অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট।
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে দর্শকসংখ্যাও গড়েছে রেকর্ড। এমসিজিতে সাড়ে ৩ লাখের বেশি দর্শক খেলা দেখেছেন। অন্যান্য ম্যাচেও গ্যালারি ছিল দর্শকপূর্ণ। টেস্টে এত দর্শক হওয়ার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার পিচ কিউরেটরদের অবদান রয়েছে বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশনসের প্রধান পিটার রোচ। সিএ’র ক্রিকেট অপারেশনসের প্রধান বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য আমরা যে মানের পিচ প্রস্তুত করেছি, তাতে আমরা উচ্ছ্বসিত। দেশজুড়ে ভেন্যুগুলোতে যে কিউরেটররা কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। ভেন্যুগুলোতে ভিন্নধর্মী বৈশিষ্ট্য যাতে দেখা যায়, সেরকম পিচ বানাতে আমরা উৎসাহিত করি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের দীর্ঘদিনের ঐতিহ্য এটা। এ কারণেই অস্ট্রেলিয়ায় টেস্ট এত জনপ্রিয়।’
ব্রিসবেন, এমসিজি—বোর্ডার-গাভাস্কার ট্রফির এই দুই টেস্ট পাঁচ দিনে গড়িয়েছে। যার মধ্যে ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট পঞ্চম দিনে গড়ানোতে বৃষ্টির অবদানই বেশি। এমসিজি টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ১৮৪ রানে। পার্থে প্রথম টেস্ট শেষ হয়েছে চার দিনে। এই টেস্ট ভারত জিতেছে ২৯৫ রানে। পার্থ, এমসিজি টেস্টের ফল দেখে একতরফা মনে হলেও ম্যাচের মোড় বদলেছে বারবার। সিডনিতে তিন দিনে শেষ হওয়া টেস্টে অজিরা ৬ উইকেটে জিতলেও ভারতের বোলাররা চেপে ধরেছিলেন। তবে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছে। গোলাপি বলের টেস্টটি শেষ হয়েছিল তিন দিনে।
২০২৩ সালে আইসিসি পিচ রেটিংয়ের সিস্টেমে পরিবর্তন এনেছে। ৬ ক্যাটেগরিকে চারটিতে নামিয়ে আনে ক্রিকেটের অভিভাবক সংস্থা। সবচেয়ে ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক, আনফিট-এই চার ক্যাটেগরি রয়েছে আইসিসির সংশোধিত রেটিং সিস্টেমে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫