টি-টোয়েন্টি সংস্করণকে যেন সূর্যকুমার যাদব বেশ আপন করে নিয়েছেন। উদ্ভাবনী শটের পসরা সাজিয়ে বইয়ে দেন রানের বন্যা। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণে তিনি গড়েন একের পর এক রেকর্ড। সেঞ্চুরির রেকর্ডে এবার রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েলের পাশে বসলেন সূর্য।
দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজে সমতায় ফিরতে জোহানেসবার্গে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই ভারতের। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারতের স্কোর হয়ে যায় ২.৩ ওভারে ২ উইকেটে ২৯ রান। ২ উইকেট পড়ার পরই চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন সূর্য। নিজের প্রথম ২৯ বলে তিনি করেন ৩৫ রান।
ধীরেসুস্থে শুরু করা সূর্যর ভয়ংকর রূপ দেখা যায় ১৩ তম ওভারে। ওভারের দ্বিতীয় বলে আদিলে ফেহলুকায়োকে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে ছক্কা মেরে শুরু সূর্যর শুরু। ঠিক তার পরের বলে শর্ট থার্ড ম্যান দিয়ে চার মারেন সূর্য। এরপর চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক। নিজের ফিফটি ও যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে শতরানের জুটি-দুটিই সূর্যকুমার করেছেন একই ওভারে। ১৬ তম ওভারে আবারও বিধ্বংসী রূপে দেখা যায় সূর্যকে। নান্দ্রে বার্গারের করা ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলে চার, ছয় ও চার মারেন ভারতীয় অধিনায়ক। ১৭ তম ওভারে লিজাড উইলিয়ামসকে দুই চার মেরে সূর্য পৌঁছে যান নব্বইয়ের ঘরে। ২০ তম ওভারের প্রথম বলে উলিয়ামসকেই ডিপ মিড উইকেটে ঠেলে ২ রান নিয়ে সূর্য পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর (সূর্য) চতুর্থ সেঞ্চুরি। ৫৬ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। চার সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরিতে ম্যাক্সওয়েল ও রোহিতের পাশে বসলেন সূর্য।
ম্যাক্সওয়েল তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টির চতুর্থ সেঞ্চুরি করেন গত মাসেই। গুয়াহাটিতে ২৮ নভেম্বর ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সবার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার সেঞ্চুরি করেন রোহিত ৫ বছর আগে। ২০১৮ এর নভেম্বরে লক্ষ্ণৌতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করেন ৬১ বলে ১১১ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৪-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৪-রোহিত শর্মা (ভারত)
৪–সূর্যকুমার যাদব (ভারত)
৩-বাবর আজম (পাকিস্তান)
৩-সাবাউন দাভিজি (চেক প্রজাতন্ত্র)
টি-টোয়েন্টি সংস্করণকে যেন সূর্যকুমার যাদব বেশ আপন করে নিয়েছেন। উদ্ভাবনী শটের পসরা সাজিয়ে বইয়ে দেন রানের বন্যা। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণে তিনি গড়েন একের পর এক রেকর্ড। সেঞ্চুরির রেকর্ডে এবার রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েলের পাশে বসলেন সূর্য।
দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজে সমতায় ফিরতে জোহানেসবার্গে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই ভারতের। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারতের স্কোর হয়ে যায় ২.৩ ওভারে ২ উইকেটে ২৯ রান। ২ উইকেট পড়ার পরই চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন সূর্য। নিজের প্রথম ২৯ বলে তিনি করেন ৩৫ রান।
ধীরেসুস্থে শুরু করা সূর্যর ভয়ংকর রূপ দেখা যায় ১৩ তম ওভারে। ওভারের দ্বিতীয় বলে আদিলে ফেহলুকায়োকে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে ছক্কা মেরে শুরু সূর্যর শুরু। ঠিক তার পরের বলে শর্ট থার্ড ম্যান দিয়ে চার মারেন সূর্য। এরপর চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক। নিজের ফিফটি ও যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে শতরানের জুটি-দুটিই সূর্যকুমার করেছেন একই ওভারে। ১৬ তম ওভারে আবারও বিধ্বংসী রূপে দেখা যায় সূর্যকে। নান্দ্রে বার্গারের করা ওভারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলে চার, ছয় ও চার মারেন ভারতীয় অধিনায়ক। ১৭ তম ওভারে লিজাড উইলিয়ামসকে দুই চার মেরে সূর্য পৌঁছে যান নব্বইয়ের ঘরে। ২০ তম ওভারের প্রথম বলে উলিয়ামসকেই ডিপ মিড উইকেটে ঠেলে ২ রান নিয়ে সূর্য পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর (সূর্য) চতুর্থ সেঞ্চুরি। ৫৬ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। চার সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরিতে ম্যাক্সওয়েল ও রোহিতের পাশে বসলেন সূর্য।
ম্যাক্সওয়েল তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টির চতুর্থ সেঞ্চুরি করেন গত মাসেই। গুয়াহাটিতে ২৮ নভেম্বর ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সবার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার সেঞ্চুরি করেন রোহিত ৫ বছর আগে। ২০১৮ এর নভেম্বরে লক্ষ্ণৌতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করেন ৬১ বলে ১১১ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৪-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৪-রোহিত শর্মা (ভারত)
৪–সূর্যকুমার যাদব (ভারত)
৩-বাবর আজম (পাকিস্তান)
৩-সাবাউন দাভিজি (চেক প্রজাতন্ত্র)
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫