টানা তিন ম্যাচ হারায় সেমিফাইনালে খেলার স্বপ্নটা ফিকে হতে বসেছে বাংলাদেশের। চার ম্যাচের মধ্যে এখনো এক জয়। তবে হাতে-কলমে এখনো আশা টিকে আছে সাকিব আল হাসানদের। সেই আশাটাকে বাঁচিয়ে রাখতে আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। চোটের কারণে এর আগের ম্যাচের খেলতে পারেননি তিনি। ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিবও। তবে তাঁর ফেরার সম্ভাবনা বেশি। পুরোপুরি ফিট থাকলে খেলবেন জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। সঙ্গে এ-ও জানালেন, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে তাসকিনকে পাওয়া যাবে না। তবে পরের ম্যাচে এই পেসারকে পাওয়া যাবে।
বিশ্বকাপে অন্য দলগুলো যখন বড় বড় স্কোর স্কোর করছে, সেখানে বাংলাদেশ ২৫০-এর বেশি করতে পারছে না। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগেও সেই কথা উঠে এলো গতকালকের সংবাদ সম্মেলনে। এবারের বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। তার মধ্যে একের পর এক হারে দলের অবস্থা শোচনীয়। তবে এরপরও আশাবাদী সাকিব। গতকাল এই বিষয়ে তিনি বলেছেন, ‘স্বপ্ন, এখনো সম্ভাবনা আছে। আমি যেটা বুঝলাম, আমরা না পারলেও অন্যরা আমাদের সাহায্য করছে। এখনো ভালো সুযোগ আছে আমাদের। সুতরাং, এত তাড়াতাড়ি হতাশ হবেন না। টুর্নামেন্টের পর মনভরে হতাশ হইয়েন।’
বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সের বিষয়ে আরও কিছু কথা বলেছেন সাকিব। বড় দলগুলোর ভোগান্তি নিয়ে তাঁর মন্তব্য, ‘আমরা শেষ ম্যাচে দেখেছি, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই দলই ভুগেছে। আমাদের ক্ষেত্রেও যে খুব সহজ হবে তা না। কন্ডিশনটা একটু কঠিন আছে। এটা আসলে দুই দলের জন্যই একই অবস্থা আসলে।’
টানা তিন ম্যাচ হারায় সেমিফাইনালে খেলার স্বপ্নটা ফিকে হতে বসেছে বাংলাদেশের। চার ম্যাচের মধ্যে এখনো এক জয়। তবে হাতে-কলমে এখনো আশা টিকে আছে সাকিব আল হাসানদের। সেই আশাটাকে বাঁচিয়ে রাখতে আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। চোটের কারণে এর আগের ম্যাচের খেলতে পারেননি তিনি। ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিবও। তবে তাঁর ফেরার সম্ভাবনা বেশি। পুরোপুরি ফিট থাকলে খেলবেন জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। সঙ্গে এ-ও জানালেন, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে তাসকিনকে পাওয়া যাবে না। তবে পরের ম্যাচে এই পেসারকে পাওয়া যাবে।
বিশ্বকাপে অন্য দলগুলো যখন বড় বড় স্কোর স্কোর করছে, সেখানে বাংলাদেশ ২৫০-এর বেশি করতে পারছে না। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগেও সেই কথা উঠে এলো গতকালকের সংবাদ সম্মেলনে। এবারের বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। তার মধ্যে একের পর এক হারে দলের অবস্থা শোচনীয়। তবে এরপরও আশাবাদী সাকিব। গতকাল এই বিষয়ে তিনি বলেছেন, ‘স্বপ্ন, এখনো সম্ভাবনা আছে। আমি যেটা বুঝলাম, আমরা না পারলেও অন্যরা আমাদের সাহায্য করছে। এখনো ভালো সুযোগ আছে আমাদের। সুতরাং, এত তাড়াতাড়ি হতাশ হবেন না। টুর্নামেন্টের পর মনভরে হতাশ হইয়েন।’
বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সের বিষয়ে আরও কিছু কথা বলেছেন সাকিব। বড় দলগুলোর ভোগান্তি নিয়ে তাঁর মন্তব্য, ‘আমরা শেষ ম্যাচে দেখেছি, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই দলই ভুগেছে। আমাদের ক্ষেত্রেও যে খুব সহজ হবে তা না। কন্ডিশনটা একটু কঠিন আছে। এটা আসলে দুই দলের জন্যই একই অবস্থা আসলে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫