ক্রীড়া ডেস্ক
করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান। তবে নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড গড়া জয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই দু:সংবাদ শুনলেন তিন পাকিস্তানি ক্রিকেটার। তিন ক্রিকেটারকেই কড়া শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই ধারা ভঙ্গ করায় সৌদ শাকিল, কামরান গুলাম এই দুই ক্রিকেটারের ম্যাচ ফির ১০ শতাংশ করে কাটা হয়েছে। তিন ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের হিসেবে প্রত্যেকেরই এটা প্রথম অপরাধ। দুই মাঠের আম্পায়ার আসিফ ইয়াকুব, মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি অভিযোগ এনেছেন শাহিন, শাকিল ও গুলামের বিরুদ্ধে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ডেভিড বুন দিয়েছেন শাস্তি। তিন পাকিস্তানি দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে শাহিনকে শাস্তি দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শক কারও সঙ্গে ধাক্কাধাক্কি করলে দেওয়া হবে শাস্তি। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে শাহিনের বল লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিতে যান ম্যাথু ব্রিটজকে। ইচ্ছে করেই ব্রিটজকেকে ধাক্কা দেন শাহিন।
আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাটার আউটের পর অশোভন ইঙ্গিত বা ভাষা প্রয়োগ করে ব্যাটারকে আগ্রাসী হতে বাধ্য করার জন্য শাকিল, গুলামকে শাস্তি দেওয়া হয়েছে। ২৯তম ওভারের পঞ্চম বলে বাভুমা রান আউট হওয়ার পর তাঁর কাছে এসে মাত্রাতিরিক্ত উদযাপন করেন গুলাম ও শাকিল। আইসিসির এক নম্বর ধারা ভঙ্গ করলে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। একই সঙ্গে সেই খেলোয়াড়কে এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল অলিখিত সেমিফাইনালে গুলাম মূল একাদশে ছিলেন না। নেমেছেন বদলি ফিল্ডার হিসেবে। এক ওভার হাতে রেখে ৬ উইকেটের জয়ে পাকিস্তান উঠে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। করাচিতে আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।
করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান। তবে নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড গড়া জয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই দু:সংবাদ শুনলেন তিন পাকিস্তানি ক্রিকেটার। তিন ক্রিকেটারকেই কড়া শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই ধারা ভঙ্গ করায় সৌদ শাকিল, কামরান গুলাম এই দুই ক্রিকেটারের ম্যাচ ফির ১০ শতাংশ করে কাটা হয়েছে। তিন ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের হিসেবে প্রত্যেকেরই এটা প্রথম অপরাধ। দুই মাঠের আম্পায়ার আসিফ ইয়াকুব, মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি অভিযোগ এনেছেন শাহিন, শাকিল ও গুলামের বিরুদ্ধে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ডেভিড বুন দিয়েছেন শাস্তি। তিন পাকিস্তানি দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে শাহিনকে শাস্তি দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শক কারও সঙ্গে ধাক্কাধাক্কি করলে দেওয়া হবে শাস্তি। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে শাহিনের বল লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিতে যান ম্যাথু ব্রিটজকে। ইচ্ছে করেই ব্রিটজকেকে ধাক্কা দেন শাহিন।
আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাটার আউটের পর অশোভন ইঙ্গিত বা ভাষা প্রয়োগ করে ব্যাটারকে আগ্রাসী হতে বাধ্য করার জন্য শাকিল, গুলামকে শাস্তি দেওয়া হয়েছে। ২৯তম ওভারের পঞ্চম বলে বাভুমা রান আউট হওয়ার পর তাঁর কাছে এসে মাত্রাতিরিক্ত উদযাপন করেন গুলাম ও শাকিল। আইসিসির এক নম্বর ধারা ভঙ্গ করলে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। একই সঙ্গে সেই খেলোয়াড়কে এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল অলিখিত সেমিফাইনালে গুলাম মূল একাদশে ছিলেন না। নেমেছেন বদলি ফিল্ডার হিসেবে। এক ওভার হাতে রেখে ৬ উইকেটের জয়ে পাকিস্তান উঠে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। করাচিতে আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে