নিজেদের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। দুটো তিক্ত অভিজ্ঞতাই হলো আট মাসের মধ্যে। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের কাছে ৩-০ হারের পর এবার বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে হার।
ঘরের মাঠে ২০২১ সাল থেকে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান। ৬ টেস্ট হেরেছে, ড্র করেছে ৪ টেস্টে। সীমিত ওভারে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গ্রুপ পর্ব থেকে বিদায়। তার আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও বিদায় নিয়েছিল লিগ পর্ব থেকেই।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর ফুঁসে উঠেছে পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। তাঁদের বিবেচনায় গত কয়েক বছরে দেশটির ক্রিকেটের কতটা অবনমন হয়েছে, সেই সংকেতটা যেন স্পষ্ট হলো বাংলাদেশের কাছে হারে।
বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়া পর পাকিস্তানের পরের প্রতিপক্ষ ইংল্যান্ড। অক্টোবরে নিজেদের মাঠে ইংলিশদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার মতে, এই বিমর্ষ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অলৌকিক কিছুর প্রয়োজন পাকিস্তানের।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় রমিজ বলেছেন, ‘তিন বিভাগেই বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ছিল। বরং পাকিস্তানকে ধন্যবাদ দিতে চাই রেকর্ড পরাজয়ের জন্য। জানি না, পাকিস্তান ক্রিকেট কীভাবে ঘুরে দাঁড়াবে।’
অলৌকিক কিছুর সহায়তা না পেলে ইংল্যান্ডের বিপক্ষে আরেক বিপর্যয়ে দেখছেন রমিজ, ‘বর্তমান পরিস্থিতিতে অলৌকিক কিছুই সাহায্য করতে পারে পাকিস্তানকে। যেহেতু তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দল কিছুদিনের মধ্যেই আসছে। আরেকটি বিপর্যয় সহ্য করতে পারবে না পাকিস্তান।’
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলে রমিজ বলেন, ‘শান মাসুদকে জবাব দিতে হবে। কারণ, সে দলকে নেতৃত্ব দিচ্ছে। একজন নেতার কাজ নিজ দলের হয়ে ম্যাচ জেতা। শান মাসুদ অনেক জায়গায় ভুল করেছে। আমি মানছি, সে এখনো নতুন অধিনায়ক এবং বোলিং আক্রমণটাও তরুণ। শান নিজেই এই আক্রমণ নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। সে জানত ফিটনেসের দিক থেকে কোন জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান দল।’
নিজেদের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। দুটো তিক্ত অভিজ্ঞতাই হলো আট মাসের মধ্যে। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের কাছে ৩-০ হারের পর এবার বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে হার।
ঘরের মাঠে ২০২১ সাল থেকে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান। ৬ টেস্ট হেরেছে, ড্র করেছে ৪ টেস্টে। সীমিত ওভারে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গ্রুপ পর্ব থেকে বিদায়। তার আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও বিদায় নিয়েছিল লিগ পর্ব থেকেই।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর ফুঁসে উঠেছে পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। তাঁদের বিবেচনায় গত কয়েক বছরে দেশটির ক্রিকেটের কতটা অবনমন হয়েছে, সেই সংকেতটা যেন স্পষ্ট হলো বাংলাদেশের কাছে হারে।
বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়া পর পাকিস্তানের পরের প্রতিপক্ষ ইংল্যান্ড। অক্টোবরে নিজেদের মাঠে ইংলিশদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার মতে, এই বিমর্ষ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অলৌকিক কিছুর প্রয়োজন পাকিস্তানের।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় রমিজ বলেছেন, ‘তিন বিভাগেই বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ছিল। বরং পাকিস্তানকে ধন্যবাদ দিতে চাই রেকর্ড পরাজয়ের জন্য। জানি না, পাকিস্তান ক্রিকেট কীভাবে ঘুরে দাঁড়াবে।’
অলৌকিক কিছুর সহায়তা না পেলে ইংল্যান্ডের বিপক্ষে আরেক বিপর্যয়ে দেখছেন রমিজ, ‘বর্তমান পরিস্থিতিতে অলৌকিক কিছুই সাহায্য করতে পারে পাকিস্তানকে। যেহেতু তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দল কিছুদিনের মধ্যেই আসছে। আরেকটি বিপর্যয় সহ্য করতে পারবে না পাকিস্তান।’
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলে রমিজ বলেন, ‘শান মাসুদকে জবাব দিতে হবে। কারণ, সে দলকে নেতৃত্ব দিচ্ছে। একজন নেতার কাজ নিজ দলের হয়ে ম্যাচ জেতা। শান মাসুদ অনেক জায়গায় ভুল করেছে। আমি মানছি, সে এখনো নতুন অধিনায়ক এবং বোলিং আক্রমণটাও তরুণ। শান নিজেই এই আক্রমণ নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। সে জানত ফিটনেসের দিক থেকে কোন জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান দল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে