নিজস্ব প্রতিবেদক
বিপিএলের বর্তমান চক্রে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্ধকোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। অংশগ্রহণ ফি বাবদ নির্ধারিত গ্রান্টি মানি জমা দিতেও গড়িমসি করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কয়েক দফা সময় বাড়ানোর পরও টাকা জমা না দেওয়ায় এবার আইনি পথে হাঁটছে বিসিবি।
আজ সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বিপিএলের মাসকট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি সেখানে বলেন, ‘আমরা বিপিএলের দলগুলোর কর্ণধারদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছি টাকা জমা দিতে। আমরা যে টাকা পাওয়ার কথা, তার সামান্যই পেয়েছি। তবে নিয়ম অনুযায়ী তাদের এই টাকা দিতেই হবে।’
বিসিবি সভাপতি আরও জানান, একাধিকবার তাগাদা দেওয়া দেওয়া ও সময় বাড়ানোর পরও ফ্র্যাঞ্চাইজিগুলো পাওনা টাকা পরিশোধ করেনি। নিয়ম মেনে খেলায় অংশ নিতে হলে এই অর্থ জমা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক।
বিপিএলের আগের আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে এবার বিসিবি আরও কঠোর অবস্থান নিচ্ছে বলে জানা গেছে। আগামী আসরের আগে এই বকেয়া সমস্যার সমাধান করতে বিসিবি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন সভাপতি।
২০২৫ বিপিএল মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর ২০২৪। শেষ হবে ২০২৫ সালেরে ৭ ফেব্রুয়ারি। তার আগেই এই বকেয়া নিয়ে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সমঝোতা না হলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিপিএলের বর্তমান চক্রে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্ধকোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। অংশগ্রহণ ফি বাবদ নির্ধারিত গ্রান্টি মানি জমা দিতেও গড়িমসি করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কয়েক দফা সময় বাড়ানোর পরও টাকা জমা না দেওয়ায় এবার আইনি পথে হাঁটছে বিসিবি।
আজ সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বিপিএলের মাসকট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি সেখানে বলেন, ‘আমরা বিপিএলের দলগুলোর কর্ণধারদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছি টাকা জমা দিতে। আমরা যে টাকা পাওয়ার কথা, তার সামান্যই পেয়েছি। তবে নিয়ম অনুযায়ী তাদের এই টাকা দিতেই হবে।’
বিসিবি সভাপতি আরও জানান, একাধিকবার তাগাদা দেওয়া দেওয়া ও সময় বাড়ানোর পরও ফ্র্যাঞ্চাইজিগুলো পাওনা টাকা পরিশোধ করেনি। নিয়ম মেনে খেলায় অংশ নিতে হলে এই অর্থ জমা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক।
বিপিএলের আগের আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে এবার বিসিবি আরও কঠোর অবস্থান নিচ্ছে বলে জানা গেছে। আগামী আসরের আগে এই বকেয়া সমস্যার সমাধান করতে বিসিবি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন সভাপতি।
২০২৫ বিপিএল মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর ২০২৪। শেষ হবে ২০২৫ সালেরে ৭ ফেব্রুয়ারি। তার আগেই এই বকেয়া নিয়ে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সমঝোতা না হলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫