ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পাহাড়সম চাপ মাথায় নিয়ে ইতিহাস গড়লেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর দিনভর ব্যাটিং করেছেন এই দুজন। তাঁদের দুজনের অপরাজিত সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২৫৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭।
দিন শেষে লিটন দাস ১৩৫ ও মুশফিকুর রহিম ১৩৫ রানে অপরাজিত আছেন। এই দুজনের ২৫৩ রানের জুটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। চট্টগ্রাম টেস্টে ২৭ মাসের সেঞ্চুরি-খরা কাটানো মুশফিক সেঞ্চুরি পেলেন ঢাকা টেস্টেও। ওই টেস্টে লিটন দাসও খেলেছিলেন দারুণ। তবে ১২ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেটা পুষিয়ে নিলেন লিটন। এই দুজনের ব্যাটিংয়ে সকালের বিপর্যয় কাটিয়ে হাসিমুখে দিন শেষ করেছে বাংলাদেশ।
এর আগে সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। দিনের প্রথম ঘণ্টা না পেরোতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় সংগ্রহ তখন ২৪ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে শূন্য রানেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়কে অনুসরণ করেন আরেক ওপেনার তামিম ইকবাল। পরের ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোর বলে পয়েন্টে প্রাভিন জয়াবিক্রমার হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম।
তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিপর্যয় সামাল দেওয়ার আশা জাগিয়ে আউট হয়ে যান অধিনায়ক মুমিনুল হক। আসিথার বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দেন তিনি। মুমিনুলের পদাঙ্ক অনুসরণ করেন শান্ত আর সাকিব আল হাসান। দিনের বাকি গল্পটা লিটন-মুশফিকের মহাকাব্যিক জুটির।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পাহাড়সম চাপ মাথায় নিয়ে ইতিহাস গড়লেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর দিনভর ব্যাটিং করেছেন এই দুজন। তাঁদের দুজনের অপরাজিত সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২৫৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭।
দিন শেষে লিটন দাস ১৩৫ ও মুশফিকুর রহিম ১৩৫ রানে অপরাজিত আছেন। এই দুজনের ২৫৩ রানের জুটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। চট্টগ্রাম টেস্টে ২৭ মাসের সেঞ্চুরি-খরা কাটানো মুশফিক সেঞ্চুরি পেলেন ঢাকা টেস্টেও। ওই টেস্টে লিটন দাসও খেলেছিলেন দারুণ। তবে ১২ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেটা পুষিয়ে নিলেন লিটন। এই দুজনের ব্যাটিংয়ে সকালের বিপর্যয় কাটিয়ে হাসিমুখে দিন শেষ করেছে বাংলাদেশ।
এর আগে সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। দিনের প্রথম ঘণ্টা না পেরোতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় সংগ্রহ তখন ২৪ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে শূন্য রানেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়কে অনুসরণ করেন আরেক ওপেনার তামিম ইকবাল। পরের ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোর বলে পয়েন্টে প্রাভিন জয়াবিক্রমার হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম।
তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিপর্যয় সামাল দেওয়ার আশা জাগিয়ে আউট হয়ে যান অধিনায়ক মুমিনুল হক। আসিথার বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দেন তিনি। মুমিনুলের পদাঙ্ক অনুসরণ করেন শান্ত আর সাকিব আল হাসান। দিনের বাকি গল্পটা লিটন-মুশফিকের মহাকাব্যিক জুটির।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫