লক্ষ্যই বা আর কত! মাত্র ১৩১। কিন্তু এই রান তাড়া করা দলটি যদি হয় পাকিস্তান, তবে একটু হলেও ভাবনার বিষয় থাকে। তাদের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি জুড়ে আছে বলেই নয়, ছয় বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় এর সমান রান তাড়া করেও জিততে পারেনি পাকিস্তান।
২০১৭ সালে আবুধাবিতে ১৩৬ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা। কিন্তু রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে সর্ষে ফুল দেখা পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। এবার নিজেদের মাঠ গলে তেমন দৃশ্যেরই পুনরাবৃত্তি করার পথে স্বাগতিকেরা। সন্ধ্যায় সফরকারীদের বাঁহাতের ভেলকি দেখান প্রবাথ জয়াসুরিয়া।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে উল্টো চাপে পড়েছে পাকিস্তান। দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নামা সফরকারীদের চেপে ধরেন মূলত প্রবাথ। ওপেনার আবদুল্লাহ শফিককে (৮) ফেরানোর পর শান মাসুদকে (৭) বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি তিনি। রমেশ মেন্ডিস নওমান আলীকে (০) রানআউটটিও করেছেন প্রভাতের ওভারে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে দিন শেষ করেছে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮ রানে। জয়ের জন্য তাদের দরকার আরও ৮৩ রান। আর শ্রীলঙ্কার প্রয়োজন ৭ উইকেট। আগামীকাল ব্যাটিংয়ে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন শুরু করবেন ওপেনার ইমাম-উল-হক (২৫) ও অধিনায়ক বাবর আজম (৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৪৬১ রান।
বিনা উইকেটে ১৪ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। তবে দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকার ওপেনিং জুটি বেশি দূর এগোয়নি। করুনারত্নে (২০) দলীয় ৪২ রানে ফিরলেও ফিফটি তোলে নেন নিশান মাদুশকা (৫২)। এরপর ৯৯ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকদের আবারও রক্ষা করেন ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসেও ঢাল হয়ে উঠেছিল তাঁর ব্যাট। করেছিলেন সেঞ্চুরি। আজ খেলেছেন ১১৮ বলে ৮২ রানের ইনিংস।
ধনাঞ্জয়াকে সঙ্গ দেন রমেশ মেন্ডিস। নবম উইকেটে দুজনের ৯৪ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এর আগে প্রথম ইনিংসে তারা করেছিল ৩১২ রান।
লক্ষ্যই বা আর কত! মাত্র ১৩১। কিন্তু এই রান তাড়া করা দলটি যদি হয় পাকিস্তান, তবে একটু হলেও ভাবনার বিষয় থাকে। তাদের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি জুড়ে আছে বলেই নয়, ছয় বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় এর সমান রান তাড়া করেও জিততে পারেনি পাকিস্তান।
২০১৭ সালে আবুধাবিতে ১৩৬ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা। কিন্তু রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে সর্ষে ফুল দেখা পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। এবার নিজেদের মাঠ গলে তেমন দৃশ্যেরই পুনরাবৃত্তি করার পথে স্বাগতিকেরা। সন্ধ্যায় সফরকারীদের বাঁহাতের ভেলকি দেখান প্রবাথ জয়াসুরিয়া।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে উল্টো চাপে পড়েছে পাকিস্তান। দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নামা সফরকারীদের চেপে ধরেন মূলত প্রবাথ। ওপেনার আবদুল্লাহ শফিককে (৮) ফেরানোর পর শান মাসুদকে (৭) বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি তিনি। রমেশ মেন্ডিস নওমান আলীকে (০) রানআউটটিও করেছেন প্রভাতের ওভারে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে দিন শেষ করেছে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮ রানে। জয়ের জন্য তাদের দরকার আরও ৮৩ রান। আর শ্রীলঙ্কার প্রয়োজন ৭ উইকেট। আগামীকাল ব্যাটিংয়ে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিন শুরু করবেন ওপেনার ইমাম-উল-হক (২৫) ও অধিনায়ক বাবর আজম (৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৪৬১ রান।
বিনা উইকেটে ১৪ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। তবে দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকার ওপেনিং জুটি বেশি দূর এগোয়নি। করুনারত্নে (২০) দলীয় ৪২ রানে ফিরলেও ফিফটি তোলে নেন নিশান মাদুশকা (৫২)। এরপর ৯৯ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকদের আবারও রক্ষা করেন ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসেও ঢাল হয়ে উঠেছিল তাঁর ব্যাট। করেছিলেন সেঞ্চুরি। আজ খেলেছেন ১১৮ বলে ৮২ রানের ইনিংস।
ধনাঞ্জয়াকে সঙ্গ দেন রমেশ মেন্ডিস। নবম উইকেটে দুজনের ৯৪ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এর আগে প্রথম ইনিংসে তারা করেছিল ৩১২ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫