বাবর আজম এমনিতেই আছেন চাপে। ফর্ম তো তাঁর পক্ষে কথা বলছে না, এমনকি পাকিস্তানের পারফরম্যান্সও ভালো নয়। অফফর্মে থাকা পাকিস্তানি এই ক্রিকেটার এবার ঘরোয়া ক্রিকেটে বেধড়ক পেটালেন শাহনেওয়াজ দাহানিকে। তাতে দাহানির ঘুম না হওয়ার মতো অবস্থা।
দাহানির ধোলাই খাওয়ার ঘটনা ঘটেছে গত রাতে ‘চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে’। ফয়সালাবাদে গত রাতে মুখোমুখি হয়েছে মারখোরস ও স্ট্যালিয়নস। যেখানে টুর্নামেন্টে বাবর ও দাহানি খেলেছেন স্ট্যালিয়নস ও মারখোরসের হয়ে। অষ্টম ওভারে দাহানি বোলিং করতে এলে প্রথম বলটা ডট দিয়েছেন বাবর। পরের বলে মিড উইকেট দিয়ে চার মেরে তান্ডব শুরু বাবরের। শেষ চার বলে পাকিস্তানি এই ব্যাটার মেরেছেন আরও চারটি চার। মিড উইকেটের পাশাপাশি থার্ড ম্যান, কাভার, পয়েন্ট এসব এলাকা দিয়ে বাউন্ডারি মেরে মারখোরসের যেন নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন বাবর।
বাবর যে দাহানির ওভার থেকে ২০ রান নিয়েছেন, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও সম্পর্কে এক্স হ্যান্ডলে মজা করে একটি পোস্ট করেন দাহানি। ২৬ বছর বয়সী এই পেসার লেখেন, ‘এটা বারবার না দেখে থাকতে পারছি না। মনে হচ্ছে না আজ রাতে ঘুমাতে পারব। বুঝতেই পারলাম না বাবর এটা এত সহজে কীভাবে করলেন।’ এমন ঘটনা হয়তো চাইলেও ভুলতে পারবেন না দাহানি। এই স্মৃতি যেন ভবিষ্যতে নাড়া না দেয়, সেই ব্যবস্থাও যে করে রাখলেন তিনি। কারণ বেধড়ক পিটুনি খাওয়ার ভিডিওটা তাঁর টাইমলাইনে পাওয়া যাচ্ছে না।
বেধড়ক পিটুনি খাওয়া দাহানি ম্যাচে করেছেন এই একটি ওভার। ম্যাচটি মারখোরস জিতেছে ১২৬ রানে। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মারখোরস অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সালমান আগা (৫১) ও ইফতিখার আহমেদের (৬০) জোড়া ফিফটিতে ৪৫ ওভারে ২৩১ রানে অলআউট হয়ে যায় মারখোরস। ২৩২ রান তাড়া করতে নেমে স্ট্যালিয়নস ২৩.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়েছে। বাবরের ৪৫ রানের ইনিংসটাই স্ট্যালিয়নসের সর্বোচ্চ। ৪৫ বলের ইনিংসে ৮ চার মেরেছেন তিনি।
বাবর আজম এমনিতেই আছেন চাপে। ফর্ম তো তাঁর পক্ষে কথা বলছে না, এমনকি পাকিস্তানের পারফরম্যান্সও ভালো নয়। অফফর্মে থাকা পাকিস্তানি এই ক্রিকেটার এবার ঘরোয়া ক্রিকেটে বেধড়ক পেটালেন শাহনেওয়াজ দাহানিকে। তাতে দাহানির ঘুম না হওয়ার মতো অবস্থা।
দাহানির ধোলাই খাওয়ার ঘটনা ঘটেছে গত রাতে ‘চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে’। ফয়সালাবাদে গত রাতে মুখোমুখি হয়েছে মারখোরস ও স্ট্যালিয়নস। যেখানে টুর্নামেন্টে বাবর ও দাহানি খেলেছেন স্ট্যালিয়নস ও মারখোরসের হয়ে। অষ্টম ওভারে দাহানি বোলিং করতে এলে প্রথম বলটা ডট দিয়েছেন বাবর। পরের বলে মিড উইকেট দিয়ে চার মেরে তান্ডব শুরু বাবরের। শেষ চার বলে পাকিস্তানি এই ব্যাটার মেরেছেন আরও চারটি চার। মিড উইকেটের পাশাপাশি থার্ড ম্যান, কাভার, পয়েন্ট এসব এলাকা দিয়ে বাউন্ডারি মেরে মারখোরসের যেন নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন বাবর।
বাবর যে দাহানির ওভার থেকে ২০ রান নিয়েছেন, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও সম্পর্কে এক্স হ্যান্ডলে মজা করে একটি পোস্ট করেন দাহানি। ২৬ বছর বয়সী এই পেসার লেখেন, ‘এটা বারবার না দেখে থাকতে পারছি না। মনে হচ্ছে না আজ রাতে ঘুমাতে পারব। বুঝতেই পারলাম না বাবর এটা এত সহজে কীভাবে করলেন।’ এমন ঘটনা হয়তো চাইলেও ভুলতে পারবেন না দাহানি। এই স্মৃতি যেন ভবিষ্যতে নাড়া না দেয়, সেই ব্যবস্থাও যে করে রাখলেন তিনি। কারণ বেধড়ক পিটুনি খাওয়ার ভিডিওটা তাঁর টাইমলাইনে পাওয়া যাচ্ছে না।
বেধড়ক পিটুনি খাওয়া দাহানি ম্যাচে করেছেন এই একটি ওভার। ম্যাচটি মারখোরস জিতেছে ১২৬ রানে। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মারখোরস অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সালমান আগা (৫১) ও ইফতিখার আহমেদের (৬০) জোড়া ফিফটিতে ৪৫ ওভারে ২৩১ রানে অলআউট হয়ে যায় মারখোরস। ২৩২ রান তাড়া করতে নেমে স্ট্যালিয়নস ২৩.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়েছে। বাবরের ৪৫ রানের ইনিংসটাই স্ট্যালিয়নসের সর্বোচ্চ। ৪৫ বলের ইনিংসে ৮ চার মেরেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে