নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
শেষ ওভারের তৃতীয় বলে স্ট্রাইক পান মুশফিকুর রহিম। তখনো মুশফিক সেঞ্চুরি থেকে ৯ রান দূরত্বে দাঁড়িয়ে। এরপর ২, ৪, ২ ও ১—মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের নবম এবং সবচেয়ে স্বস্তি ফেরানো সেঞ্চুরি বোধ হয় এটিই।
উদ্যাপনও হলো তাঁর খ্যাপাটে। আকাশের দিকে তাকিয়ে গর্জন। তারপর ব্যাট-হেলমেট রেখে। মুশফিকের এই সেঞ্চুরির মাহাত্ম্য শুধু এতটুকুতে শেষ হচ্ছে না। ৬০ বলের সেঞ্চুরিটি বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।
এই কীর্তিতে মুশফিক পেছেন ফেলেছেন সাকিব আল হাসানকে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব। এত দিন এটাই হয়ে ছিল ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি। বাংলাদেশের সেরা চারটি দ্রুততম সেঞ্চুরি ভাগাভাগি করেছেন এই দুজন।
প্রথম ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ৭০ রান করেছিলেন। তবে রানের সঙ্গে বেশ কিছুদিন খুব একটা সখ্য হচ্ছিল না মুশফিকের। চারদিক থেকে প্রশ্নও উঠতে শুরু করেছে। উদ্যাপনে স্বস্তির সঙ্গে তাই মুশফিকের আগ্রাসনও বেরিয়ে আসে।
মুশফিকের সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালের মেতে। ১৭ ম্যাচ পর তিন অঙ্কের দেখা পেলেন। ১৪ চার আর ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন মুশফিক। প্রথম ফিফটি করতে মুশফিকের লাগে ৩০ বল, সেঞ্চুরি পূর্ণ করতেও বলের সংখ্যাটা সমান।
ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড
বল ব্যাটার প্রতিপক্ষ মাঠ সাল
৬০ মুশফিকুর রহিম আয়ারল্যান্ড সিলেট ২০২৩
৬৩ সাকিব আল হাসান জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০৯
৬৮ সাকিব আল হাসান জিম্বাবুয়ে মিরপুর ২০০৯
৬৯ মুশফিকুর রহিম পাকিস্তান মিরপুর ২০১৫
শেষ ওভারের তৃতীয় বলে স্ট্রাইক পান মুশফিকুর রহিম। তখনো মুশফিক সেঞ্চুরি থেকে ৯ রান দূরত্বে দাঁড়িয়ে। এরপর ২, ৪, ২ ও ১—মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের নবম এবং সবচেয়ে স্বস্তি ফেরানো সেঞ্চুরি বোধ হয় এটিই।
উদ্যাপনও হলো তাঁর খ্যাপাটে। আকাশের দিকে তাকিয়ে গর্জন। তারপর ব্যাট-হেলমেট রেখে। মুশফিকের এই সেঞ্চুরির মাহাত্ম্য শুধু এতটুকুতে শেষ হচ্ছে না। ৬০ বলের সেঞ্চুরিটি বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।
এই কীর্তিতে মুশফিক পেছেন ফেলেছেন সাকিব আল হাসানকে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব। এত দিন এটাই হয়ে ছিল ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি। বাংলাদেশের সেরা চারটি দ্রুততম সেঞ্চুরি ভাগাভাগি করেছেন এই দুজন।
প্রথম ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ৭০ রান করেছিলেন। তবে রানের সঙ্গে বেশ কিছুদিন খুব একটা সখ্য হচ্ছিল না মুশফিকের। চারদিক থেকে প্রশ্নও উঠতে শুরু করেছে। উদ্যাপনে স্বস্তির সঙ্গে তাই মুশফিকের আগ্রাসনও বেরিয়ে আসে।
মুশফিকের সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালের মেতে। ১৭ ম্যাচ পর তিন অঙ্কের দেখা পেলেন। ১৪ চার আর ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন মুশফিক। প্রথম ফিফটি করতে মুশফিকের লাগে ৩০ বল, সেঞ্চুরি পূর্ণ করতেও বলের সংখ্যাটা সমান।
ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড
বল ব্যাটার প্রতিপক্ষ মাঠ সাল
৬০ মুশফিকুর রহিম আয়ারল্যান্ড সিলেট ২০২৩
৬৩ সাকিব আল হাসান জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০৯
৬৮ সাকিব আল হাসান জিম্বাবুয়ে মিরপুর ২০০৯
৬৯ মুশফিকুর রহিম পাকিস্তান মিরপুর ২০১৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫