ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে কী দুর্দান্ত পারফরম্যান্সই না করছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু গতকাল পাকিস্তান ও আরব আমিরাত সফরের বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগই হয়নি তাঁর। কিন্তু এর মধ্যেই আজ পেয়েছেন সুখবর।
প্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স।
মিরাজ সিলেট টেস্টে বল হাতে ব্যাক টু ব্যাক ৫ উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসে ৫২ রানে নিয়েছেন ৫টি, দ্বিতীয় ইনিংসেও ৫০ রানে শিকার করেন ৫ উইকেট। দ্বিতীয় টেস্টে দলের প্রয়োজনের সময় তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। ১৬২ বলে ১০৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের প্রথম ইনিংসকে নিয়েছে যান সাড়ে ৪ শ রানের কাছে। তার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। চট্টগ্রামে এই টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিতে সিরিজে সমতায় শেষ করে স্বাগতিকেরা। দুই টেস্টে ব্যাট হাতে ১১৬ রানের পাশাপাশি নিয়েছেন ১৫টি উইকেট। হাতে তোলের সিরিজসেরা পুরস্কারও।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুরাজাবানিও বল হাতে ছিলেন উজ্জ্বল। সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের ওপর একাই তোপ দাগলেন। প্রথম ইনিংসে ৫০ রানে নেন ৩ উইকেট। তার মধ্যে ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর গুরুত্বপূর্ণ উইকেট। দ্বিতীয় ইনিংসে ছিলেন আরও দুর্দান্ত। ৭২ রানে ৬ উইকেট নিয়ে প্রথম টেস্ট জিততে ভূমিকা রাখেন তিনি। সিরিজে জিম্বাবুয়ের শীর্ষ উইকেট শিকারি ছিলেন মুজারাবানি। শিকার করেছেন ১০ উইকেট।
নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্সও দারুণ ছন্দে ছিলেন পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ব্যাক-টু-ব্যাক পাঁচ উইকেট শিকার করেন তিনি। হ্যামিল্টনের দ্বিতীয় ওয়ানডেতে তাঁর তোপেরমুখে গুঁড়িয়ে যায় পাকিস্তানের মিডল অর্ডার। ৫৯ রানে নিয়েছেন ৫ উইকেট। তার বোলিংয়ে ভর করেই কিউইরা ৮৪ রানে জিতে সিরিজ নিশ্চিত করে। মাউন্ট মঙ্গানুইয়ে শেষ ওয়ানডেতে একইভাবে দাপুটে বোলিংয়ে দলের জয়ে অবদান রেখেছেন। ৩৪ রানে নেন উইকেট। ৪৩ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করে কিউইরা। সিয়ার্স হাতে তোলেন সিরিজসেরা পুরস্কার। সিরিজে নিয়েছেন ১০ উইকেট। ইকোনমি ছিল ৫.০৭, বোলিং গড় ৯.৩০।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে কী দুর্দান্ত পারফরম্যান্সই না করছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু গতকাল পাকিস্তান ও আরব আমিরাত সফরের বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগই হয়নি তাঁর। কিন্তু এর মধ্যেই আজ পেয়েছেন সুখবর।
প্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স।
মিরাজ সিলেট টেস্টে বল হাতে ব্যাক টু ব্যাক ৫ উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসে ৫২ রানে নিয়েছেন ৫টি, দ্বিতীয় ইনিংসেও ৫০ রানে শিকার করেন ৫ উইকেট। দ্বিতীয় টেস্টে দলের প্রয়োজনের সময় তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। ১৬২ বলে ১০৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের প্রথম ইনিংসকে নিয়েছে যান সাড়ে ৪ শ রানের কাছে। তার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। চট্টগ্রামে এই টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিতে সিরিজে সমতায় শেষ করে স্বাগতিকেরা। দুই টেস্টে ব্যাট হাতে ১১৬ রানের পাশাপাশি নিয়েছেন ১৫টি উইকেট। হাতে তোলের সিরিজসেরা পুরস্কারও।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুরাজাবানিও বল হাতে ছিলেন উজ্জ্বল। সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের ওপর একাই তোপ দাগলেন। প্রথম ইনিংসে ৫০ রানে নেন ৩ উইকেট। তার মধ্যে ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর গুরুত্বপূর্ণ উইকেট। দ্বিতীয় ইনিংসে ছিলেন আরও দুর্দান্ত। ৭২ রানে ৬ উইকেট নিয়ে প্রথম টেস্ট জিততে ভূমিকা রাখেন তিনি। সিরিজে জিম্বাবুয়ের শীর্ষ উইকেট শিকারি ছিলেন মুজারাবানি। শিকার করেছেন ১০ উইকেট।
নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্সও দারুণ ছন্দে ছিলেন পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ব্যাক-টু-ব্যাক পাঁচ উইকেট শিকার করেন তিনি। হ্যামিল্টনের দ্বিতীয় ওয়ানডেতে তাঁর তোপেরমুখে গুঁড়িয়ে যায় পাকিস্তানের মিডল অর্ডার। ৫৯ রানে নিয়েছেন ৫ উইকেট। তার বোলিংয়ে ভর করেই কিউইরা ৮৪ রানে জিতে সিরিজ নিশ্চিত করে। মাউন্ট মঙ্গানুইয়ে শেষ ওয়ানডেতে একইভাবে দাপুটে বোলিংয়ে দলের জয়ে অবদান রেখেছেন। ৩৪ রানে নেন উইকেট। ৪৩ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করে কিউইরা। সিয়ার্স হাতে তোলেন সিরিজসেরা পুরস্কার। সিরিজে নিয়েছেন ১০ উইকেট। ইকোনমি ছিল ৫.০৭, বোলিং গড় ৯.৩০।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে