বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। মাসকাটে পাপুয়া নিউগিনি আর স্বাগতিক ওমানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রথম পর্ব। এই পর্বের পর আরব আমিরাতে শুরু হবে সুপার টুয়েলভস। সুপার টুয়েলভসে আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সময় যত গড়াচ্ছে এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তত বাড়ছে।
দুবাইয়ে হতে যাওয়া ম্যাচটির টিকিট বাজারে ছাড়ার এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। ভারত-পাকিস্তান দুই দেশের সাবেকরাও এরই মধ্যে কথার লড়াইয়ে নেমে গেছেন। মাঠে নামার আগে কথা দিয়েই জয়-পরাজয়ের লড়াইয়ে নেমে গেছেন তাঁরা। বসে নেই বিজ্ঞাপনদাতারাও। এই ম্যাচকে ঘিরে টিভি দর্শকের উপস্থিতি আগেই আঁচ করতে পেরেছেন তাঁরা। ২০১৯ বিশ্বকাপে দুই দলের সর্বশেষ লড়াই ২৭ কোটি ৩০ লাখ টিভি দর্শক দেখেছিল।
এর মধ্যে ২৩ কোটি ৩০ লাখ দর্শক ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, এবার টিভিতে প্রায় ৪০ কোটি দর্শক দেখবে ম্যাচটি। সম্প্রচারকারী সংস্থাগুলো এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি করছে না। এই ম্যাচের উত্তাপ বুঝতে পেরে আগেই প্যাকেজ বিপণন তৈরি করেছে তারা। ফলে ১০ সেকেন্ডের একটা বিজ্ঞাপনের জন্য ২০ লাখ টাকা দিয়েও স্পট মিলছে না।
টিভি ও ডিজিটাল মাধ্যম মিলিয়ে এই ম্যাচ দেখবে প্রায় ৫৮ কোটি ৫০ লাখ দর্শক। আইপিএলের ম্যাচগুলোতে যেখানে ১০ লাখ টাকায় ১০ সেকেন্ডের স্পট পাওয়া গেছে, সেখানে এই ম্যাচে দ্বিগুণ দাম দিয়েও স্পট মিলছে না। সম্প্রচারকারী সংস্থাগুলোর ভাষ্য, আইপিএলে জাতীয়তাবোধ জড়িয়ে থাকে না। এখানে জাতীয়তাবোধের একটা ব্যাপার থাকে।
বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। মাসকাটে পাপুয়া নিউগিনি আর স্বাগতিক ওমানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রথম পর্ব। এই পর্বের পর আরব আমিরাতে শুরু হবে সুপার টুয়েলভস। সুপার টুয়েলভসে আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সময় যত গড়াচ্ছে এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তত বাড়ছে।
দুবাইয়ে হতে যাওয়া ম্যাচটির টিকিট বাজারে ছাড়ার এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। ভারত-পাকিস্তান দুই দেশের সাবেকরাও এরই মধ্যে কথার লড়াইয়ে নেমে গেছেন। মাঠে নামার আগে কথা দিয়েই জয়-পরাজয়ের লড়াইয়ে নেমে গেছেন তাঁরা। বসে নেই বিজ্ঞাপনদাতারাও। এই ম্যাচকে ঘিরে টিভি দর্শকের উপস্থিতি আগেই আঁচ করতে পেরেছেন তাঁরা। ২০১৯ বিশ্বকাপে দুই দলের সর্বশেষ লড়াই ২৭ কোটি ৩০ লাখ টিভি দর্শক দেখেছিল।
এর মধ্যে ২৩ কোটি ৩০ লাখ দর্শক ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, এবার টিভিতে প্রায় ৪০ কোটি দর্শক দেখবে ম্যাচটি। সম্প্রচারকারী সংস্থাগুলো এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি করছে না। এই ম্যাচের উত্তাপ বুঝতে পেরে আগেই প্যাকেজ বিপণন তৈরি করেছে তারা। ফলে ১০ সেকেন্ডের একটা বিজ্ঞাপনের জন্য ২০ লাখ টাকা দিয়েও স্পট মিলছে না।
টিভি ও ডিজিটাল মাধ্যম মিলিয়ে এই ম্যাচ দেখবে প্রায় ৫৮ কোটি ৫০ লাখ দর্শক। আইপিএলের ম্যাচগুলোতে যেখানে ১০ লাখ টাকায় ১০ সেকেন্ডের স্পট পাওয়া গেছে, সেখানে এই ম্যাচে দ্বিগুণ দাম দিয়েও স্পট মিলছে না। সম্প্রচারকারী সংস্থাগুলোর ভাষ্য, আইপিএলে জাতীয়তাবোধ জড়িয়ে থাকে না। এখানে জাতীয়তাবোধের একটা ব্যাপার থাকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫