সাবেক ও ক্রিকেট বিশ্লেষকদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেবারিট তালিকায় আছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। আয়োজক ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অস্ট্রেলিয়ার নামটা একটু বেশি উচ্চারিত হচ্ছে। ত্রিনিদাদে পোর্ট অব স্পেনে দুই ফেবারিটের সাক্ষাৎ হয়ে গেল আজ প্রস্তুতি ম্যাচে। আগামী পরশু থেকে শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কুইন্স পার্ক ওভালে উইন্ডিজ-অজিদের লড়াইয়ে বিশ্বকাপের ‘ঝাঁজ’ ছড়াল।
৪০ ওভারে রান উঠেছে ৪৭৯! ২০ রানে অবশ্য ম্যাচ জিতেছে ক্যারিবীয় দানবরা। ম্যাচে বেশ চমকও ছিল। অস্ট্রেলিয়া খেলেছে ৯ ক্রিকেটার নিয়ে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েলরা এখনো বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিতে পারেননি। বাকি দুটি জায়গায় খেলেছেন কোচিং স্টাফরা। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মিচেল মার্শ।
সেরা কয়েকজন বোলার না থাকায় জশ হ্যাজলেউড, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন আগারদের নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠেন উইন্ডিজ ব্যাটাররা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তাঁরা তোলেন ২৫৭ রান। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ব্যাটার আঁচড় অন্যদের চেয়ে একটু আলাদাই। এই সংস্করণে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নও তাঁরা। এবারও নিশ্চয়ই হোম কন্ডিশনের সুবিধা আদায় করার সব চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজের ইনিংসে ১৮টি ছক্কা, ২২টি চার। প্রস্তুতি ম্যাচে ছিলেন না অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ব্যাটিং করার সুযোগই পাননি রোমারিও শেফার্ড-ব্রেন্ডন কিং। কাকে বাদ দিয়ে কে ব্যাট করবেন, সে মধুর সমস্যা তো ছিলই। তাঁদের কাজটা অবশ্য করে দিয়েছেন নিকোলাস পুরান-রভম্যান পাওয়েলরা। ২৫ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন নিকোলাস পুরান, ব্যাটিং করেছেন ৩০০ স্ট্রাইকরেটে। ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৫টি চার।
পাওয়েল ৪টি করে ছক্কা ও চারে ২৫ বলে করেছেন ৫২ রান। শেষ দিকে তাণ্ডব চালিয়েছেন শেরফান রাদারফোর্ড। ১৮ বলে খেলেছেন ৪৭ রানের দারুণ এক ইনিংস। এ ছাড়া শিমরন হেটমায়ার ১৩ বলে ১৮, জনসন চার্লস ৩১ বলে ৪০ ও শাই হোপের ব্যাট থেকে আসে ৮ বলে ১৪ রান। সবচেয়ে বড় ঝড় গেছে জাম্পার ওপর দিয়ে। ৪ ওভারে ৬২ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।
ছক্কা-চারের ফুলঝুরি ছিল অস্ট্রেলিয়ার ইনিংসেও। ১৩ ছক্কার সঙ্গে ২৪টি চার। ম্যাচ হারলেও কম যায়নি তারাও। ২৫৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে তাদের ইনিংস থামে ২২২ রানে। ৩০ বলে ৫৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন জস ইংলিশ। এলিসের ব্যাট থেকে আসে ২২ বলে ৩৯ রান। অ্যাস্টন আগার ১৩ বলে ২৮, ম্যাথু ওয়েড করেছেন ২৪ বলে ২৫ রান। গুদাকেশ মোতি ও আলজারি জোসেফ নিয়েছেন দুটি করে উইকেট।
সাবেক ও ক্রিকেট বিশ্লেষকদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেবারিট তালিকায় আছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। আয়োজক ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অস্ট্রেলিয়ার নামটা একটু বেশি উচ্চারিত হচ্ছে। ত্রিনিদাদে পোর্ট অব স্পেনে দুই ফেবারিটের সাক্ষাৎ হয়ে গেল আজ প্রস্তুতি ম্যাচে। আগামী পরশু থেকে শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কুইন্স পার্ক ওভালে উইন্ডিজ-অজিদের লড়াইয়ে বিশ্বকাপের ‘ঝাঁজ’ ছড়াল।
৪০ ওভারে রান উঠেছে ৪৭৯! ২০ রানে অবশ্য ম্যাচ জিতেছে ক্যারিবীয় দানবরা। ম্যাচে বেশ চমকও ছিল। অস্ট্রেলিয়া খেলেছে ৯ ক্রিকেটার নিয়ে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েলরা এখনো বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিতে পারেননি। বাকি দুটি জায়গায় খেলেছেন কোচিং স্টাফরা। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মিচেল মার্শ।
সেরা কয়েকজন বোলার না থাকায় জশ হ্যাজলেউড, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন আগারদের নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠেন উইন্ডিজ ব্যাটাররা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তাঁরা তোলেন ২৫৭ রান। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ব্যাটার আঁচড় অন্যদের চেয়ে একটু আলাদাই। এই সংস্করণে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নও তাঁরা। এবারও নিশ্চয়ই হোম কন্ডিশনের সুবিধা আদায় করার সব চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজের ইনিংসে ১৮টি ছক্কা, ২২টি চার। প্রস্তুতি ম্যাচে ছিলেন না অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ব্যাটিং করার সুযোগই পাননি রোমারিও শেফার্ড-ব্রেন্ডন কিং। কাকে বাদ দিয়ে কে ব্যাট করবেন, সে মধুর সমস্যা তো ছিলই। তাঁদের কাজটা অবশ্য করে দিয়েছেন নিকোলাস পুরান-রভম্যান পাওয়েলরা। ২৫ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন নিকোলাস পুরান, ব্যাটিং করেছেন ৩০০ স্ট্রাইকরেটে। ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৫টি চার।
পাওয়েল ৪টি করে ছক্কা ও চারে ২৫ বলে করেছেন ৫২ রান। শেষ দিকে তাণ্ডব চালিয়েছেন শেরফান রাদারফোর্ড। ১৮ বলে খেলেছেন ৪৭ রানের দারুণ এক ইনিংস। এ ছাড়া শিমরন হেটমায়ার ১৩ বলে ১৮, জনসন চার্লস ৩১ বলে ৪০ ও শাই হোপের ব্যাট থেকে আসে ৮ বলে ১৪ রান। সবচেয়ে বড় ঝড় গেছে জাম্পার ওপর দিয়ে। ৪ ওভারে ৬২ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।
ছক্কা-চারের ফুলঝুরি ছিল অস্ট্রেলিয়ার ইনিংসেও। ১৩ ছক্কার সঙ্গে ২৪টি চার। ম্যাচ হারলেও কম যায়নি তারাও। ২৫৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে তাদের ইনিংস থামে ২২২ রানে। ৩০ বলে ৫৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন জস ইংলিশ। এলিসের ব্যাট থেকে আসে ২২ বলে ৩৯ রান। অ্যাস্টন আগার ১৩ বলে ২৮, ম্যাথু ওয়েড করেছেন ২৪ বলে ২৫ রান। গুদাকেশ মোতি ও আলজারি জোসেফ নিয়েছেন দুটি করে উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে