Ajker Patrika

বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের ‘নাটকে’ অসন্তুষ্ট বাসিত 

আপডেট : ৩০ জুন ২০২৩, ১৮: ৪৩
বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের ‘নাটকে’ অসন্তুষ্ট বাসিত 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেলেও টুর্নামেন্টে পাকিস্তানের খেলা নিয়ে এখনো দোলাচল রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে শোনা যাচ্ছে বিভিন্ন রকম আপত্তির কথা। 

ভারতে হতে যাওয়া বিশ্বকাপের আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণার আগে আইসিসি খসড়া সূচি ঘোষণা করে। খসড়া সূচিতে ২০ ও ২৩ অক্টোবর বেঙ্গালুরু ও চেন্নাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়া ও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ রাখা হয়েছিল। এই দুটো ম্যাচের ভেন্যু অদলবদলের অনুরোধ পাকিস্তান করলেও ক্রিকেটের অভিভাবক সংস্থা সাড়া দেয়নি। তা ছাড়া ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে পাকিস্তান সরকারের পক্ষ থেকেও আপত্তির কথা জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলির কাছে তা অদ্ভুত মনে হচ্ছে। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন মানুষেরা এই সাধারণ ব্যাপারটুকু বুঝছে না। আফগানিস্তান দুর্বল দল। হ্যাঁ তাদের ভালো স্পিনার আছে কিন্তু যখন সূচি চূড়ান্ত হয়ে গেছে, তখন শুধু খেলুন। তা ছাড়া আমি শুনছি যে পাকিস্তান মনে হয় ভারতে খেলার অনুমতি পাবে না। এটা শুনতেও তো অদ্ভুত লাগে। অবশ্যই পাবে (অনুমতি)। ভাই, এটা কোনো সাধারণ টুর্নামেন্ট না। এটা বিশ্বকাপ।’ 

১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আহমেদাবাদে খেলা নিয়ে আপত্তির কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল আগেই। বাসিতের মতে, এই ভেন্যুতে ভারতই বেশি চাপে থাকবে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘সংবাদমাধ্যম ও ইউটিউবে শুনেছি যে আহমেদাবাদে ম্যাচ খেলতে চাচ্ছে না পাকিস্তান। কেন না? আইসিসির সূচি পাকিস্তানের জন্য বিশাল সুবিধা। যদি ১ লাখ ২৫ হাজার মানুষ আহমেদাবাদে খেলা দেখতে আসে, তাহলে চাপে থাকবে ভারত। পাকিস্তান না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত