কানপুরে টেস্ট ক্রিকেট যেন তার সব উত্তেজনা নিয়ে হাজির হয়েছিল। শেষ বল পর্যন্ত সম্ভাব্য দুটি ফল হতে পারত-ভারতের জয়, দুর্দান্ত লড়াইয়ে নিউজিল্যান্ডের ড্র। শেষ পর্যন্ত দ্বিতীয়টাই হয়েছে। শেষ দিনের শুরুতে দারুণ ব্যাটিংয়ের পর কিউইদের ব্যাটিং কলাপ্স সেখান থেকে লড়াইয়ে জমিয়ে ড্র। উত্তেজনার পারদ ছড়িয়েই শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট।
ভারতের দেওয়া ২৮৪ রানের জবাবে নিউজিল্যান্ড চতুর্থ দিন শেষ করেছিল চার রানে এক উইকেট হারিয়ে। তবে শেষ দিনে নাইটওয়াচম্যান উইলিয়াম সামারভিলকে নিয়ে লড়াই জমিয়ে তোলেন টম ল্যাথাম। দুজনের ৭৭ রানের জুটি ভাঙে সামারভিলের বিদায়ে। ১১০ বলে ৩৬ রানে এক লড়াকু ইনিংস খেলেন এই লোয়ার অর্ডার ব্যাটার। তৃতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে আরেকটি জুটি গড়ে তোলেন ল্যাথাম।
এই জুটি থেকে আসে ৩৯ রান। ১৪৬ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলে রবিচন্দ্রন অশ্বিনের বলে ল্যাথাম বিদায় নিলে এই জুটি ভাঙে। এরপরই যেন দৃশ্যপট বদলে যায়। একের পর এক উইকেট হারাতে থাকে কিউইরা। বোলারদের দাপটে ঘুরে দাঁড়িয়ে জয়ের সুবাস পেতে থাকে ভারত। ১১৮ থেকে ১৩৮ এই ২০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় নিউজিল্যান্ড।
এরপর একটু একটু করে লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে নিউজিল্যান্ডকে হারের মুখ থেকে উদ্ধার করেন অভিষিক্ত রাচিন রবীন্দ্র। প্রথম শুরুটা পেসার কাইল জেমিসনকে নিয়ে। তবে রবীন্দ্র জাদেজার বলে জেমিসনের ফিরে যাওয়ার পর দ্রুতই বিদায় নেন টিম সাউদি। তবে শেষ ব্যাটার আজাজ প্যাটেলকে নিয়ে ভারতকে জয় বঞ্চিত করেন রাচিন। ৯১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন তিনি। ২৩ বলে ২ রানে অপরাজিত থাকেন তাঁর সঙ্গী আজাজ। হতাশায় পুড়তে হয় দারুণ বোলিং করা জাদেজা-অশ্বিনদের।
কানপুরে টেস্ট ক্রিকেট যেন তার সব উত্তেজনা নিয়ে হাজির হয়েছিল। শেষ বল পর্যন্ত সম্ভাব্য দুটি ফল হতে পারত-ভারতের জয়, দুর্দান্ত লড়াইয়ে নিউজিল্যান্ডের ড্র। শেষ পর্যন্ত দ্বিতীয়টাই হয়েছে। শেষ দিনের শুরুতে দারুণ ব্যাটিংয়ের পর কিউইদের ব্যাটিং কলাপ্স সেখান থেকে লড়াইয়ে জমিয়ে ড্র। উত্তেজনার পারদ ছড়িয়েই শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট।
ভারতের দেওয়া ২৮৪ রানের জবাবে নিউজিল্যান্ড চতুর্থ দিন শেষ করেছিল চার রানে এক উইকেট হারিয়ে। তবে শেষ দিনে নাইটওয়াচম্যান উইলিয়াম সামারভিলকে নিয়ে লড়াই জমিয়ে তোলেন টম ল্যাথাম। দুজনের ৭৭ রানের জুটি ভাঙে সামারভিলের বিদায়ে। ১১০ বলে ৩৬ রানে এক লড়াকু ইনিংস খেলেন এই লোয়ার অর্ডার ব্যাটার। তৃতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে আরেকটি জুটি গড়ে তোলেন ল্যাথাম।
এই জুটি থেকে আসে ৩৯ রান। ১৪৬ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলে রবিচন্দ্রন অশ্বিনের বলে ল্যাথাম বিদায় নিলে এই জুটি ভাঙে। এরপরই যেন দৃশ্যপট বদলে যায়। একের পর এক উইকেট হারাতে থাকে কিউইরা। বোলারদের দাপটে ঘুরে দাঁড়িয়ে জয়ের সুবাস পেতে থাকে ভারত। ১১৮ থেকে ১৩৮ এই ২০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় নিউজিল্যান্ড।
এরপর একটু একটু করে লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে নিউজিল্যান্ডকে হারের মুখ থেকে উদ্ধার করেন অভিষিক্ত রাচিন রবীন্দ্র। প্রথম শুরুটা পেসার কাইল জেমিসনকে নিয়ে। তবে রবীন্দ্র জাদেজার বলে জেমিসনের ফিরে যাওয়ার পর দ্রুতই বিদায় নেন টিম সাউদি। তবে শেষ ব্যাটার আজাজ প্যাটেলকে নিয়ে ভারতকে জয় বঞ্চিত করেন রাচিন। ৯১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন তিনি। ২৩ বলে ২ রানে অপরাজিত থাকেন তাঁর সঙ্গী আজাজ। হতাশায় পুড়তে হয় দারুণ বোলিং করা জাদেজা-অশ্বিনদের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫