ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মেয়াদ আছে জাকা আশরাফের। কিন্তু সেই সময় আসার আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
গতকাল লাহোরে ব্যবস্থাপনা কমিটির চতুর্থ মিটিংয়ের পর পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন জাকা আশরাফ। তাঁর সরে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আশরাফের স্থলাভিষিক্ত কে হবেন, তাও এখন পর্যন্ত জানায়নি পিসিবি।
গত বছরের জুলাইয়ে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পেয়েছিলেন আশরাফ। ১০ সদেস্যর কমিটির দায়িত্ব ছিল চার মাসের মধ্যে পিসিবির সভাপতি পদের নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেটা করতে ব্যর্থ হন তাঁরা।
এ জন্য অবশ্য তাঁদের সে সময় ছাঁটাই করা হয়নি, বরং পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক তাঁদের মেয়াদ আরও বাড়িয়ে দেন। গত নভেম্বর কমিটির মেয়াদ তিন মাস বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী। সেই হিসেবেই ফেব্রুয়ারি পর্যন্ত সময় ছিল আশরাফের। কিন্তু তার আগেই সরে গেলেন তিনি।
আশরাফের এই সংক্ষিপ্ত সময়েই পাকিস্তান ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের ব্যর্থতায় অধিনায়ক ও কোচিং প্যানেলে পরিবর্তন এসেছে। বাবর আজম অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লে টেস্টের নেতৃত্ব পান শান মাসুদ। অন্যদিকে টি-টোয়েন্টির দায়িত্ব পরে শাহিন শাহ আফিদির কাঁধে।
বাবরের পরে বিশ্বকাপের ডাগআউটে থাকা কোচিং প্যানেলের বেশ কজন কোচও নিজেদের সরিয়ে নিয়েছেন। কিন্তু অধিনায়ক ও কোচিং প্যানেলে পরিবর্তন আনলেও কোনো লাভ হয়নি পাকিস্তানের। বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি তারা।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর নিউজিল্যান্ড সফরেও একই সমীকরণের সামনে। এবার অবশ্য সংস্করণ বদলে টি-টোয়েন্টিতে। ইতিমধ্যে ৫ ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে ৪-০ ব্যবধানে হেরে বসেছে। শেষ ম্যাচে জয় পায় কি না, সেটাই এখন দেখার বিষয়।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মেয়াদ আছে জাকা আশরাফের। কিন্তু সেই সময় আসার আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
গতকাল লাহোরে ব্যবস্থাপনা কমিটির চতুর্থ মিটিংয়ের পর পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন জাকা আশরাফ। তাঁর সরে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আশরাফের স্থলাভিষিক্ত কে হবেন, তাও এখন পর্যন্ত জানায়নি পিসিবি।
গত বছরের জুলাইয়ে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পেয়েছিলেন আশরাফ। ১০ সদেস্যর কমিটির দায়িত্ব ছিল চার মাসের মধ্যে পিসিবির সভাপতি পদের নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেটা করতে ব্যর্থ হন তাঁরা।
এ জন্য অবশ্য তাঁদের সে সময় ছাঁটাই করা হয়নি, বরং পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক তাঁদের মেয়াদ আরও বাড়িয়ে দেন। গত নভেম্বর কমিটির মেয়াদ তিন মাস বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী। সেই হিসেবেই ফেব্রুয়ারি পর্যন্ত সময় ছিল আশরাফের। কিন্তু তার আগেই সরে গেলেন তিনি।
আশরাফের এই সংক্ষিপ্ত সময়েই পাকিস্তান ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের ব্যর্থতায় অধিনায়ক ও কোচিং প্যানেলে পরিবর্তন এসেছে। বাবর আজম অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লে টেস্টের নেতৃত্ব পান শান মাসুদ। অন্যদিকে টি-টোয়েন্টির দায়িত্ব পরে শাহিন শাহ আফিদির কাঁধে।
বাবরের পরে বিশ্বকাপের ডাগআউটে থাকা কোচিং প্যানেলের বেশ কজন কোচও নিজেদের সরিয়ে নিয়েছেন। কিন্তু অধিনায়ক ও কোচিং প্যানেলে পরিবর্তন আনলেও কোনো লাভ হয়নি পাকিস্তানের। বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি তারা।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর নিউজিল্যান্ড সফরেও একই সমীকরণের সামনে। এবার অবশ্য সংস্করণ বদলে টি-টোয়েন্টিতে। ইতিমধ্যে ৫ ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে ৪-০ ব্যবধানে হেরে বসেছে। শেষ ম্যাচে জয় পায় কি না, সেটাই এখন দেখার বিষয়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে