ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। তাঁর আগে এক রকম ধাক্কাই যেন খেল ইংল্যান্ড। দলের অন্যতম সেরা ক্রিকেটার হ্যারি ব্রুক ভারত সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
প্রথম টেস্টকে সামনে রেখে আজ আবুধাবি হয়ে হায়দরাবাদ পৌঁছানোর কথা। তবে ব্রুক সেখান থেকে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ইংল্যান্ডের ভারত সফরের দল থেকে ব্যক্তিগত কারণে হ্যারি ব্রুককে তৎক্ষণাৎ বাড়ি ফিরতে হচ্ছে। এই সময়ে প্রাইভেসি রক্ষা করতে ব্রুকের পরিবার বিনীত অনুরোধ করেছে। এ কারণে ইসিবি ও তার পরিবার মিডিয়া ও সাধারণ জনগণকে তাদের ব্যক্তিগত ব্যাপারে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।’ ব্রুকের পরিবর্তে ড্যান লরেন্সকে দলে নিয়েছে ইংল্যান্ড। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলে যোগ দেওয়ার কথা।
আনুষ্ঠানিকভাবে ব্রুক ভারত সফরের দল থেকে বাদ পড়ে গেছেন ঠিকই। তবে ক্রিকইনফো জানতে পেরেছে যে কোনো না কোনো সময় তিনি ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন। হায়দরাবাদে ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে ১৫ ফেব্রুয়ারী, ২৩ ফেব্রুয়ারী ও ৭ মার্চ। শেষ তিন টেস্টের ভেন্যু রাজকোট, রাঁচি ও ধর্মশালা।
২০২২ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রুকের। ২ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৫৬ ম্যাচ। ১২ টেস্ট, ১৫ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যার মধ্যে ১২ টেস্টে ৬২.১৫ গড়ে করেছেন ১১৮১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে গড় ৬২.১৫ ও স্ট্রাইকরেট ৯১.৭৬। ৪ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭ ফিফটি।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। তাঁর আগে এক রকম ধাক্কাই যেন খেল ইংল্যান্ড। দলের অন্যতম সেরা ক্রিকেটার হ্যারি ব্রুক ভারত সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
প্রথম টেস্টকে সামনে রেখে আজ আবুধাবি হয়ে হায়দরাবাদ পৌঁছানোর কথা। তবে ব্রুক সেখান থেকে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ইংল্যান্ডের ভারত সফরের দল থেকে ব্যক্তিগত কারণে হ্যারি ব্রুককে তৎক্ষণাৎ বাড়ি ফিরতে হচ্ছে। এই সময়ে প্রাইভেসি রক্ষা করতে ব্রুকের পরিবার বিনীত অনুরোধ করেছে। এ কারণে ইসিবি ও তার পরিবার মিডিয়া ও সাধারণ জনগণকে তাদের ব্যক্তিগত ব্যাপারে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।’ ব্রুকের পরিবর্তে ড্যান লরেন্সকে দলে নিয়েছে ইংল্যান্ড। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলে যোগ দেওয়ার কথা।
আনুষ্ঠানিকভাবে ব্রুক ভারত সফরের দল থেকে বাদ পড়ে গেছেন ঠিকই। তবে ক্রিকইনফো জানতে পেরেছে যে কোনো না কোনো সময় তিনি ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন। হায়দরাবাদে ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে ১৫ ফেব্রুয়ারী, ২৩ ফেব্রুয়ারী ও ৭ মার্চ। শেষ তিন টেস্টের ভেন্যু রাজকোট, রাঁচি ও ধর্মশালা।
২০২২ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রুকের। ২ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৫৬ ম্যাচ। ১২ টেস্ট, ১৫ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যার মধ্যে ১২ টেস্টে ৬২.১৫ গড়ে করেছেন ১১৮১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে গড় ৬২.১৫ ও স্ট্রাইকরেট ৯১.৭৬। ৪ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭ ফিফটি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫