অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন অনেক ক্রিকেটার। তেমনি ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নাম প্রত্যাহারও করে নেন অনেকে। এমন পরিস্থিতিতে কঠোর হওয়ার ভাবছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।
আইপিএলে নিলামের পর বেশির ভাগ ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা নাম সরিয়ে নেন। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শাস্তির পরিকল্পনা করছে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো। বৈধ কারণ ছাড়া সরে গেলে ক্রিকেটারকে কমপক্ষে দুই বছর নিষিদ্ধ করার কথা ভাবছে আইপিএল। এই কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ১০টি ফ্র্যাঞ্চাইজি রাজি হয়েছে বলে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে।
ক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল শুরুর আগে সরে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাদের মতে, গুরুত্বপূর্ণ সময়ে বিদেশি ক্রিকেটাররা সরে গেলে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলে। কারণ খেলার কৌশল ফ্র্যাঞ্চাইজিগুলো সাজায় তাঁদের (বিদেশি ক্রিকেটার) কথা চিন্তা করেই। পাশাপাশি শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় পেতেও অনেক বেগ পেতে হয় তাদের। কারণ বেশির ভাগ ক্ষেত্রে ক্রিকেটারদের সহজে অনাপত্তিপত্র (এনওসি) দিতে চায় না বোর্ডগুলো। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা তো থাকেই।
যৌক্তিক কারণে খেলোয়াড়েরা যদি আইপিএল থেকে সরে যায়, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তি নেই। আন্তর্জাতিক সূচি, চোট, পারিবারিক কারণ—এমন ঘটনায় ব্যতিক্রমী কিছু তারা করবে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে। একই সঙ্গে কোন ক্রিকেটারকে কতটুকু সময়ের জন্য পাওয়া যাবে, নিলামের সময় আরও স্পষ্ট ধারণা থাকা উচিত।
বিদেশি ক্রিকেটারদের নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারটি আলোচনায় এসেছে আর্থিক কারণে। ফ্র্যাঞ্চাইজিগুলো এ ক্ষেত্রে এক ক্রিকেটারের ম্যানেজারের উদাহরণও দিয়েছে। ম্যানেজার নাকি জানিয়েছিলেন, বেশি টাকা খরচ করলে সেই ক্রিকেটারকে টুর্নামেন্টে পাওয়া যাবে।
একই সঙ্গে তারকা ক্রিকেটারদের মেগা নিলামে নাম না দেওয়ার ব্যাপারেও আপত্তি করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মেগা নিলামে না থাকলে বাড়তি দাম পাবেন সেজন্য মিনি অকশনে তাঁরা নাম দেন বলে অভিযোগ রয়েছে।
২০২৫ আইপিএলের আগে মেগা নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে। নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা, কয় বছর পরপর মেগা নিলাম হবে, ইমপ্যাক্ট বদলির নিয়ম রাখা হবে কি না—এসব ব্যাপার নিয়ে পরশু মুম্বাইয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসেছিল আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি।
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন অনেক ক্রিকেটার। তেমনি ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নাম প্রত্যাহারও করে নেন অনেকে। এমন পরিস্থিতিতে কঠোর হওয়ার ভাবছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।
আইপিএলে নিলামের পর বেশির ভাগ ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা নাম সরিয়ে নেন। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শাস্তির পরিকল্পনা করছে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো। বৈধ কারণ ছাড়া সরে গেলে ক্রিকেটারকে কমপক্ষে দুই বছর নিষিদ্ধ করার কথা ভাবছে আইপিএল। এই কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ১০টি ফ্র্যাঞ্চাইজি রাজি হয়েছে বলে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে।
ক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল শুরুর আগে সরে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাদের মতে, গুরুত্বপূর্ণ সময়ে বিদেশি ক্রিকেটাররা সরে গেলে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলে। কারণ খেলার কৌশল ফ্র্যাঞ্চাইজিগুলো সাজায় তাঁদের (বিদেশি ক্রিকেটার) কথা চিন্তা করেই। পাশাপাশি শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় পেতেও অনেক বেগ পেতে হয় তাদের। কারণ বেশির ভাগ ক্ষেত্রে ক্রিকেটারদের সহজে অনাপত্তিপত্র (এনওসি) দিতে চায় না বোর্ডগুলো। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা তো থাকেই।
যৌক্তিক কারণে খেলোয়াড়েরা যদি আইপিএল থেকে সরে যায়, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তি নেই। আন্তর্জাতিক সূচি, চোট, পারিবারিক কারণ—এমন ঘটনায় ব্যতিক্রমী কিছু তারা করবে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে। একই সঙ্গে কোন ক্রিকেটারকে কতটুকু সময়ের জন্য পাওয়া যাবে, নিলামের সময় আরও স্পষ্ট ধারণা থাকা উচিত।
বিদেশি ক্রিকেটারদের নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারটি আলোচনায় এসেছে আর্থিক কারণে। ফ্র্যাঞ্চাইজিগুলো এ ক্ষেত্রে এক ক্রিকেটারের ম্যানেজারের উদাহরণও দিয়েছে। ম্যানেজার নাকি জানিয়েছিলেন, বেশি টাকা খরচ করলে সেই ক্রিকেটারকে টুর্নামেন্টে পাওয়া যাবে।
একই সঙ্গে তারকা ক্রিকেটারদের মেগা নিলামে নাম না দেওয়ার ব্যাপারেও আপত্তি করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মেগা নিলামে না থাকলে বাড়তি দাম পাবেন সেজন্য মিনি অকশনে তাঁরা নাম দেন বলে অভিযোগ রয়েছে।
২০২৫ আইপিএলের আগে মেগা নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে। নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা, কয় বছর পরপর মেগা নিলাম হবে, ইমপ্যাক্ট বদলির নিয়ম রাখা হবে কি না—এসব ব্যাপার নিয়ে পরশু মুম্বাইয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসেছিল আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫