ক্রীড়া ডেস্ক
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা স্রেফ নোমানময়! ঘরের মাঠে দারুণ এক হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দিতে অবদান রাখেন এই পাকিস্তানি স্পিনার। শুধু হ্যাটট্রিকই নয় তিনিই প্রথম কোনো স্পিনার যে কিনা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ৬ উইকেট শিকার করেছেন। তাতে আজ ক্যারিবীয়দের প্রথম ইনিংস ১৬৩ রানেই থেমে যায়। বিপরীতে পাকিস্তানও যে ভালো ব্যাটিং করেছে তেমনটাও নয়। জবাব দিতে নেমে ১৫৪ রানে অলআউট হয় স্বাগতিকেরা। আর প্রথম দিন শেষে ৯ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।
পাকিস্তানের নতুন হ্যাটট্রিক হিরো নোমান আলী। তাকে মুলতানের হ্যাটট্রিক সুলতানও বলা যায়। সাদা পোশাকের ক্রিকেটে হ্যাটট্রিক করা চতুর্থ পাকিস্তানি বোলার তিনি। আর মুলতানে এর আগে কোনো পাকিস্তানি টেস্টে এমন সাফল্যের দেখাও পাননি। এখানেই শেষ নয়, স্পিনার হিসেবে পাকিস্তানের জার্সিতে টেস্টে হ্যাটট্রিক করা প্রথম বোলারও নোমান। তার আগে সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। তার আগের তিন হ্যাটট্রিকম্যান যথাক্রমে-মোহাম্মদ সামি, আবদুর রাজ্জাক ও ওয়াসিম আকরাম।
টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ১৩৯ দিন। যে তালিকায় এখন দুইয়ে নোমান। ৩৮ বছর ১১০ দিন বয়সী নোমান করেন হ্যাটট্রিক।
নোমানের দিনে উইন্ডিজের জোমেল ওয়ারিকানও ছিলেন উজ্জ্বল। ১৭ ওভার বোলিং করে ২.৫২ ইকোনমিতে চার উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট পান স্পিনার গুডাকেশ মোতি। পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ ৪৯ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। আর ৩২ রান যোগ করেন সৌদ শাকিল। এ দিকে উইন্ডিজ ব্যাটাররাও সুবিধা করতে পারেননি। টপ অর্ডার আর মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিন লোয়ার অর্ডারের গুডাকেশ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি (৫৫)।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা স্রেফ নোমানময়! ঘরের মাঠে দারুণ এক হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দিতে অবদান রাখেন এই পাকিস্তানি স্পিনার। শুধু হ্যাটট্রিকই নয় তিনিই প্রথম কোনো স্পিনার যে কিনা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ৬ উইকেট শিকার করেছেন। তাতে আজ ক্যারিবীয়দের প্রথম ইনিংস ১৬৩ রানেই থেমে যায়। বিপরীতে পাকিস্তানও যে ভালো ব্যাটিং করেছে তেমনটাও নয়। জবাব দিতে নেমে ১৫৪ রানে অলআউট হয় স্বাগতিকেরা। আর প্রথম দিন শেষে ৯ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।
পাকিস্তানের নতুন হ্যাটট্রিক হিরো নোমান আলী। তাকে মুলতানের হ্যাটট্রিক সুলতানও বলা যায়। সাদা পোশাকের ক্রিকেটে হ্যাটট্রিক করা চতুর্থ পাকিস্তানি বোলার তিনি। আর মুলতানে এর আগে কোনো পাকিস্তানি টেস্টে এমন সাফল্যের দেখাও পাননি। এখানেই শেষ নয়, স্পিনার হিসেবে পাকিস্তানের জার্সিতে টেস্টে হ্যাটট্রিক করা প্রথম বোলারও নোমান। তার আগে সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। তার আগের তিন হ্যাটট্রিকম্যান যথাক্রমে-মোহাম্মদ সামি, আবদুর রাজ্জাক ও ওয়াসিম আকরাম।
টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ১৩৯ দিন। যে তালিকায় এখন দুইয়ে নোমান। ৩৮ বছর ১১০ দিন বয়সী নোমান করেন হ্যাটট্রিক।
নোমানের দিনে উইন্ডিজের জোমেল ওয়ারিকানও ছিলেন উজ্জ্বল। ১৭ ওভার বোলিং করে ২.৫২ ইকোনমিতে চার উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট পান স্পিনার গুডাকেশ মোতি। পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ ৪৯ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। আর ৩২ রান যোগ করেন সৌদ শাকিল। এ দিকে উইন্ডিজ ব্যাটাররাও সুবিধা করতে পারেননি। টপ অর্ডার আর মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিন লোয়ার অর্ডারের গুডাকেশ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি (৫৫)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে