ক্রীড়া ডেস্ক
২০২৫ আইপিএলের প্রথম বল মাঠে গড়াতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ৮টায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ১৮তম আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া।
টুর্নামেন্ট শুরুর আগে আইপিএলের দলগুলো প্রস্তুতি চালাচ্ছে পুরোদমে। তবে বৃষ্টির কারণে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা, বেঙ্গালুরু দুই দলের অনুশীলন পর্ব আগেভাগে শেষ করতে হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইডেন গার্ডেন্স কাভারে ঢাকা। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ‘অরেঞ্জ এলার্ট’ জারি করা হয়েছে। এতে করে আগামীকাল রাজ্যের বিভিন্ন অংশে বজ্রপাত ও বৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে। কারণ, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং বাতাস হচ্ছে খুব।
বুধবার, বৃহস্পতিবার টানা দুই দিন কলকাতায় হালকা বৃষ্টিপাত হয়েছে। যদিও কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই দলই তাদের অনুশীলন ঠিকমতো সারতে পেরেছে। তবে কলকাতার আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ এক ইনিংস পর বাতিল করতে হচ্ছে। বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ৭টায় কলকাতা-বেঙ্গালুরু ম্যাচের টস হবে। টসের আগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
আইপিএলের লিগ পর্বে অতিরিক্ত এক ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আগামীকাল কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে বৃষ্টি বাগড়া দেয়, তাহলে ন্যুনতম পাঁচ ওভারের ম্যাচ শেষ করতে হবে মধ্যরাতের আগে। আর ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে।
বেঙ্গালুরু ম্যাচের পর আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স চলে যাবে আসামের গুয়াহাটিতে। ২৬ মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা-রাজস্থান। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উড়াল দেবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। ২৮ মার্চ চিপকে বেঙ্গালুরু খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার।
২০০৮ সালের ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আইপিএল শুরু হয়েছিল। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৭৩ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন কলকাতার জার্সিতে খেলা ব্রেন্ডন ম্যাককালাম। ১৭ বছর পর ফের আইপিএলের শুরুর ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা-বেঙ্গালুরু।
২০২৫ আইপিএলের প্রথম বল মাঠে গড়াতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ৮টায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ১৮তম আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া।
টুর্নামেন্ট শুরুর আগে আইপিএলের দলগুলো প্রস্তুতি চালাচ্ছে পুরোদমে। তবে বৃষ্টির কারণে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা, বেঙ্গালুরু দুই দলের অনুশীলন পর্ব আগেভাগে শেষ করতে হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইডেন গার্ডেন্স কাভারে ঢাকা। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ‘অরেঞ্জ এলার্ট’ জারি করা হয়েছে। এতে করে আগামীকাল রাজ্যের বিভিন্ন অংশে বজ্রপাত ও বৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে। কারণ, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং বাতাস হচ্ছে খুব।
বুধবার, বৃহস্পতিবার টানা দুই দিন কলকাতায় হালকা বৃষ্টিপাত হয়েছে। যদিও কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই দলই তাদের অনুশীলন ঠিকমতো সারতে পেরেছে। তবে কলকাতার আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ এক ইনিংস পর বাতিল করতে হচ্ছে। বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ৭টায় কলকাতা-বেঙ্গালুরু ম্যাচের টস হবে। টসের আগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
আইপিএলের লিগ পর্বে অতিরিক্ত এক ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আগামীকাল কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে বৃষ্টি বাগড়া দেয়, তাহলে ন্যুনতম পাঁচ ওভারের ম্যাচ শেষ করতে হবে মধ্যরাতের আগে। আর ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে।
বেঙ্গালুরু ম্যাচের পর আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স চলে যাবে আসামের গুয়াহাটিতে। ২৬ মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা-রাজস্থান। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উড়াল দেবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। ২৮ মার্চ চিপকে বেঙ্গালুরু খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার।
২০০৮ সালের ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আইপিএল শুরু হয়েছিল। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৭৩ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন কলকাতার জার্সিতে খেলা ব্রেন্ডন ম্যাককালাম। ১৭ বছর পর ফের আইপিএলের শুরুর ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা-বেঙ্গালুরু।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫