চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে শেষ হলো ২০২৪ আইপিএল। একতরফা লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতা। তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতে কলকাতা পাচ্ছে কোটি কোটি টাকা অর্থ পুরস্কার। রানের বন্যা বইয়ে দেওয়া বিরাট কোহলিও পাচ্ছেন মোটা অঙ্কের টাকা পুরস্কার।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এবারের আইপিএলে অর্থ পুরস্কার বরাদ্দ ছিল ৪৬ কোটি ৫০ লাখ রুপি, যার মধ্যে চ্যাম্পিয়ন কলকাতা পেল ২০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ২৮ কোটি ২২ লাখ টাকা। রানার্সআপ হায়দরাবাদ পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল সাড়ে ৬ কোটি রুপি। বেঙ্গালুরুকে হারিয়ে এলিমিনেটর বাধা পেরোনো রাজস্থান রয়্যালস পেয়েছে ৭ কোটি রুপি। দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের কাছে ৩৬ রানে হেরে বিদায় নিতে হয় রাজস্থানকে।
৭৪১ রান করে এবারের আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি পাচ্ছেন ১০ লাখ রুপি (বাংলাদেশি ১৪ লাখ ১০ হাজার টাকা)। ৬১.৭৫ গড় ও ১৫৪.৬৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। এক সেঞ্চুরির পাশাপাশি করেছেন পাঁচ ফিফটি। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। প্রথম ৮ ম্যাচে এক ম্যাচ জেতায় বেঙ্গালুরুর প্লে-অফ খেলা এক রকম শঙ্কার মধ্যে পড়ে যায়। তখনই তারা টানা ছয় ম্যাচ জিতে জায়গা করে নেয় প্লে-অফে।
এবারের আইপিএলে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল। পাঞ্জাব কিংসের বোলার পাচ্ছেন ১০ লাখ রুপি। ৯.৭৩ ইকোনমিতে বোলিং করেছেন। তাঁর দল টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে। অলরাউন্ড পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুনীল নারাইন। কলকাতার জার্সিতে করেছেন ৪৮৮ রান। গড় ও স্ট্রাইক রেট ৩৪.৮৫ ও ১৮০.৭৪। ৬.৬৯ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।
রানবন্যার ২০২৪ আইপিএলে ১২৬০ ছক্কা ও ২১৭৪ চার হয়েছে। সর্বোচ্চ চার ও ছক্কা—দুটি রেকর্ডই হায়দরাবাদের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৬৪ চার মেরেছেন ট্রাভিস হেড। সর্বোচ্চ ৪২ ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছে সেরা পিচ ও মাঠের পুরস্কার।
আরও পড়ুন:
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে শেষ হলো ২০২৪ আইপিএল। একতরফা লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতা। তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতে কলকাতা পাচ্ছে কোটি কোটি টাকা অর্থ পুরস্কার। রানের বন্যা বইয়ে দেওয়া বিরাট কোহলিও পাচ্ছেন মোটা অঙ্কের টাকা পুরস্কার।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এবারের আইপিএলে অর্থ পুরস্কার বরাদ্দ ছিল ৪৬ কোটি ৫০ লাখ রুপি, যার মধ্যে চ্যাম্পিয়ন কলকাতা পেল ২০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ২৮ কোটি ২২ লাখ টাকা। রানার্সআপ হায়দরাবাদ পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেল সাড়ে ৬ কোটি রুপি। বেঙ্গালুরুকে হারিয়ে এলিমিনেটর বাধা পেরোনো রাজস্থান রয়্যালস পেয়েছে ৭ কোটি রুপি। দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের কাছে ৩৬ রানে হেরে বিদায় নিতে হয় রাজস্থানকে।
৭৪১ রান করে এবারের আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি পাচ্ছেন ১০ লাখ রুপি (বাংলাদেশি ১৪ লাখ ১০ হাজার টাকা)। ৬১.৭৫ গড় ও ১৫৪.৬৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। এক সেঞ্চুরির পাশাপাশি করেছেন পাঁচ ফিফটি। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। প্রথম ৮ ম্যাচে এক ম্যাচ জেতায় বেঙ্গালুরুর প্লে-অফ খেলা এক রকম শঙ্কার মধ্যে পড়ে যায়। তখনই তারা টানা ছয় ম্যাচ জিতে জায়গা করে নেয় প্লে-অফে।
এবারের আইপিএলে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল। পাঞ্জাব কিংসের বোলার পাচ্ছেন ১০ লাখ রুপি। ৯.৭৩ ইকোনমিতে বোলিং করেছেন। তাঁর দল টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে। অলরাউন্ড পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুনীল নারাইন। কলকাতার জার্সিতে করেছেন ৪৮৮ রান। গড় ও স্ট্রাইক রেট ৩৪.৮৫ ও ১৮০.৭৪। ৬.৬৯ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।
রানবন্যার ২০২৪ আইপিএলে ১২৬০ ছক্কা ও ২১৭৪ চার হয়েছে। সর্বোচ্চ চার ও ছক্কা—দুটি রেকর্ডই হায়দরাবাদের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৬৪ চার মেরেছেন ট্রাভিস হেড। সর্বোচ্চ ৪২ ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছে সেরা পিচ ও মাঠের পুরস্কার।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫