নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের রেখে যাওয়া মাঝমাঠের শূন্যস্থান পূরণ করতে স্বদেশি তরুণ মিগেল ফেরেইরা দামাসিনোকে এনেছে বসুন্ধরা কিংস। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের কাজ হবে আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনহোর বলের জোগান ঠিক রাখা, মাঝমাঠকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু বসুন্ধরার হয়ে অভিষেক ম্যাচে জোড়া গোলে নিজের সক্ষমতাও বুঝিয়ে দিলেন মিগেল ফেরেইরা।
পাঁচ মাসের চুক্তিতে মৌসুমের মধ্যবর্তী দলবদলে সরাসরি ব্রাজিল থেকে বসুন্ধরায় যোগ দিয়েছেন মিগেল ফেরেইরা। আজ প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন স্বাধীনতা ক্রীড়া সংঘকে যাদের বিপক্ষে কিনা লিগের উদ্বোধনী ম্যাচেই হেরেছিল বসুন্ধরা। এমন ম্যাচে আবার দলে ছিলেন না বসুন্ধরার সেরা গোলদাতা রবসন রবিনহো। রবসনের অভাব বুঝতে দেননি মিগেল। ফিরতে দেননি স্বাধীনতাকেও। অভিষিক্ত মিডফিল্ডারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে বসুন্ধরা।
রাজশাহীর শহীদ স্মৃতি স্টেডিয়ামে ২৮ মিনিটে দলকে প্রথম গোল উপহার দেন মিগেল। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে ২৮ মিনিটে তার ডান পায়ের শটে বল জালে জড়ায়।
৯ মিনিট পর আবারও গোল মিগেলের। তবে এই গোলের মূল কৃতিত্বটা পাবেন ইয়াসিন আরাফাত। বামপ্রান্ত ধরে ইয়াসিন বল পায়ে ঢুকে পড়েছিলেন স্বাধীনতার বক্সে, নিয়েছিলেন শট। ঝাঁপিয়ে ইয়াসিনের শট ঠেকালেও বলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি স্বাধীনতা গোলরক্ষক সারোয়ার। অরক্ষিত মিগেল সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বসুন্ধরার।
অথচ মিগেলের কাজটা করার কথা ছিল বসুন্ধরার নতুন ‘নম্বর নাইন’ নুহা মারং। গাম্বিয়ান এই স্ট্রাইকার প্রথম ম্যাচে যেন বুঝেই উঠতে পারেননি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ধরন। ১৮ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন গাম্বিয়ান নুহা। মতিন মিয়ার ক্রস থেকে তার হেডে বল জাল খুঁজে পায়নি। পরের মিনিটেই তারিক কাজীর কাটব্যাক থেকে খোঁচাটা ভালোই ছিল নুহার কিন্তু স্বাধীনতা গোলরক্ষক সারোওয়ার সতর্ক থাকায় প্রথম ম্যাচে গোল পাওয়া হয়নি এই গাম্বিয়ানের।
ম্যাচে কোনরকম প্রতিরোধ গড়তে পারেনি প্রথম লেগে বসুন্ধরাকে হারিয়ে চমক দেখানো স্বাধীনতা। আগের লেগের চার বিদেশিকে বদলে দলে আনা হয়েছে নতুন চারজনকে। আজকের ম্যাচে একজন ছিলেন না স্কোয়াডে। স্বাধীনতার কাছে থেকে তেমন আক্রমণ না থাকায় বেশির ভাগ সময় অলস সময়ই কাটিয়েছেন বসুন্ধরা গোলরক্ষক জিকো।
ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের রেখে যাওয়া মাঝমাঠের শূন্যস্থান পূরণ করতে স্বদেশি তরুণ মিগেল ফেরেইরা দামাসিনোকে এনেছে বসুন্ধরা কিংস। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের কাজ হবে আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনহোর বলের জোগান ঠিক রাখা, মাঝমাঠকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু বসুন্ধরার হয়ে অভিষেক ম্যাচে জোড়া গোলে নিজের সক্ষমতাও বুঝিয়ে দিলেন মিগেল ফেরেইরা।
পাঁচ মাসের চুক্তিতে মৌসুমের মধ্যবর্তী দলবদলে সরাসরি ব্রাজিল থেকে বসুন্ধরায় যোগ দিয়েছেন মিগেল ফেরেইরা। আজ প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন স্বাধীনতা ক্রীড়া সংঘকে যাদের বিপক্ষে কিনা লিগের উদ্বোধনী ম্যাচেই হেরেছিল বসুন্ধরা। এমন ম্যাচে আবার দলে ছিলেন না বসুন্ধরার সেরা গোলদাতা রবসন রবিনহো। রবসনের অভাব বুঝতে দেননি মিগেল। ফিরতে দেননি স্বাধীনতাকেও। অভিষিক্ত মিডফিল্ডারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে বসুন্ধরা।
রাজশাহীর শহীদ স্মৃতি স্টেডিয়ামে ২৮ মিনিটে দলকে প্রথম গোল উপহার দেন মিগেল। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে ২৮ মিনিটে তার ডান পায়ের শটে বল জালে জড়ায়।
৯ মিনিট পর আবারও গোল মিগেলের। তবে এই গোলের মূল কৃতিত্বটা পাবেন ইয়াসিন আরাফাত। বামপ্রান্ত ধরে ইয়াসিন বল পায়ে ঢুকে পড়েছিলেন স্বাধীনতার বক্সে, নিয়েছিলেন শট। ঝাঁপিয়ে ইয়াসিনের শট ঠেকালেও বলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি স্বাধীনতা গোলরক্ষক সারোয়ার। অরক্ষিত মিগেল সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বসুন্ধরার।
অথচ মিগেলের কাজটা করার কথা ছিল বসুন্ধরার নতুন ‘নম্বর নাইন’ নুহা মারং। গাম্বিয়ান এই স্ট্রাইকার প্রথম ম্যাচে যেন বুঝেই উঠতে পারেননি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ধরন। ১৮ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন গাম্বিয়ান নুহা। মতিন মিয়ার ক্রস থেকে তার হেডে বল জাল খুঁজে পায়নি। পরের মিনিটেই তারিক কাজীর কাটব্যাক থেকে খোঁচাটা ভালোই ছিল নুহার কিন্তু স্বাধীনতা গোলরক্ষক সারোওয়ার সতর্ক থাকায় প্রথম ম্যাচে গোল পাওয়া হয়নি এই গাম্বিয়ানের।
ম্যাচে কোনরকম প্রতিরোধ গড়তে পারেনি প্রথম লেগে বসুন্ধরাকে হারিয়ে চমক দেখানো স্বাধীনতা। আগের লেগের চার বিদেশিকে বদলে দলে আনা হয়েছে নতুন চারজনকে। আজকের ম্যাচে একজন ছিলেন না স্কোয়াডে। স্বাধীনতার কাছে থেকে তেমন আক্রমণ না থাকায় বেশির ভাগ সময় অলস সময়ই কাটিয়েছেন বসুন্ধরা গোলরক্ষক জিকো।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে