ফর্মটা পক্ষে কথা বলছিল না চেতেশ্বর পূজারার। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ফর্মহীনতায় ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন পূজারা। অন্যদিকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবারের আইপিএলে খেলা মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত। টেস্টের দল ১৬ সদস্যের আর ওয়ানডে দলে আছেন ১৭ ক্রিকেটার। টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুকেশ, রুতুরাজ গায়কোয়াড ও যশস্বী জয়সওয়াল। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে ১০ ম্যাচ খেলেন মুকেশ। আইপিএলে প্রথমবার খেলে ১০.৫২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
টেস্ট দল থেকে মোহাম্মদ শামিকে দেওয়া হয়েছে বিশ্রাম। উমেশ যাদবকেও বাদ দেওয়া হয়েছে। দলে ফিরেছেন নবদীপ সাইনি। টেস্টের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। মুকেশ ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। ওয়ানডেতে ফিরেছেন সঞ্জু স্যামসন ও গায়কোয়াড। ওয়ানডেতে একমাত্র ম্যাচ গায়কোয়াড খেলেন গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডে দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টেস্ট, ওয়ানডে-দুই দলেরই অধিনায়ক রোহিত শর্মা। রোহিত, মুকেশ, গায়কোয়াড তো টেস্ট, ওয়ানডে দুটি দলে আছেনই, এদের সঙ্গে বিরাট কোহলি, গায়কোয়াড, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট আছেন দুই দলে। ১২ ও ২০ জুলাই হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ আগস্ট হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ভারতের টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ, আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সওয়াল, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।
ভারতের ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।
ফর্মটা পক্ষে কথা বলছিল না চেতেশ্বর পূজারার। সদ্য শেষ হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ফর্মহীনতায় ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন পূজারা। অন্যদিকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবারের আইপিএলে খেলা মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত। টেস্টের দল ১৬ সদস্যের আর ওয়ানডে দলে আছেন ১৭ ক্রিকেটার। টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুকেশ, রুতুরাজ গায়কোয়াড ও যশস্বী জয়সওয়াল। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে ১০ ম্যাচ খেলেন মুকেশ। আইপিএলে প্রথমবার খেলে ১০.৫২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
টেস্ট দল থেকে মোহাম্মদ শামিকে দেওয়া হয়েছে বিশ্রাম। উমেশ যাদবকেও বাদ দেওয়া হয়েছে। দলে ফিরেছেন নবদীপ সাইনি। টেস্টের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। মুকেশ ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। ওয়ানডেতে ফিরেছেন সঞ্জু স্যামসন ও গায়কোয়াড। ওয়ানডেতে একমাত্র ম্যাচ গায়কোয়াড খেলেন গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডে দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টেস্ট, ওয়ানডে-দুই দলেরই অধিনায়ক রোহিত শর্মা। রোহিত, মুকেশ, গায়কোয়াড তো টেস্ট, ওয়ানডে দুটি দলে আছেনই, এদের সঙ্গে বিরাট কোহলি, গায়কোয়াড, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট আছেন দুই দলে। ১২ ও ২০ জুলাই হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ আগস্ট হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ভারতের টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ, আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সওয়াল, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।
ভারতের ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫