ক্রীড়া ডেস্ক
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ পাচ্ছে নতুনত্ব। এখন থেকে এই সিরিজ পরিচিতি পাবে টেন্ডুলকার-অ্যান্ডারসন সিরিজ হিসেবে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে লর্ডসে ২০ জুন থেকে। নিজের নামে সিরিজের নামকরণ তা ভাবতেই বেশ অবাক লাগছে সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের।
টেস্টে ১৪ বারের সাক্ষাতে ৯ বার অ্যান্ডারসনের শিকার হয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। লর্ডসে পরশু শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উপস্থিত থাকবেন দুজনেই।
অ্যান্ডারসন বলেন, ‘এটি বিশাল সম্মানের। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। শচীন এমন একজন, যাঁকে দেখে আমি বেড়ে উঠেছি। যদিও তাঁর বয়স নিয়ে তাঁকে আমি অসম্মান করতে চাই না। আমি তাঁকে খেলাটির কিংবদন্তি হিসেবে মনে করি এবং তাঁর বিপক্ষে অনেকবার খেলেছিও। তাই ট্রফিটি আমার নামে হওয়াটা বিশাল সম্মানের বিষয়। আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না।’
গত জুলাইয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন। ১৮৮ টেস্ট খেলে তাঁর শিকার ৭০৪ উইকেট। টেস্ট ইতিহাসে কোনো পেসারই তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। অন্যদিকে ২০০ টেস্ট খেলে সর্বাধিক ১৫ হাজার ৯২১ রান করেছেন টেন্ডুলকার।
অ্যান্ডারসন বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে আমি সবসময় ভালোবাসি। অ্যাশেজের পর এই সিরিজের দিকে ইংল্যান্ড তাকিয়ে থাকতে সবচেয়ে বেশি। অবশ্যই ভারতে কিছুটা কঠিন সময় কেটেছে আমার। তবে আমরা সেখানে জিতেছিও যা বিশেষ এক মুহূর্ত।’
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ পাচ্ছে নতুনত্ব। এখন থেকে এই সিরিজ পরিচিতি পাবে টেন্ডুলকার-অ্যান্ডারসন সিরিজ হিসেবে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে লর্ডসে ২০ জুন থেকে। নিজের নামে সিরিজের নামকরণ তা ভাবতেই বেশ অবাক লাগছে সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের।
টেস্টে ১৪ বারের সাক্ষাতে ৯ বার অ্যান্ডারসনের শিকার হয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। লর্ডসে পরশু শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উপস্থিত থাকবেন দুজনেই।
অ্যান্ডারসন বলেন, ‘এটি বিশাল সম্মানের। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। শচীন এমন একজন, যাঁকে দেখে আমি বেড়ে উঠেছি। যদিও তাঁর বয়স নিয়ে তাঁকে আমি অসম্মান করতে চাই না। আমি তাঁকে খেলাটির কিংবদন্তি হিসেবে মনে করি এবং তাঁর বিপক্ষে অনেকবার খেলেছিও। তাই ট্রফিটি আমার নামে হওয়াটা বিশাল সম্মানের বিষয়। আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না।’
গত জুলাইয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন। ১৮৮ টেস্ট খেলে তাঁর শিকার ৭০৪ উইকেট। টেস্ট ইতিহাসে কোনো পেসারই তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। অন্যদিকে ২০০ টেস্ট খেলে সর্বাধিক ১৫ হাজার ৯২১ রান করেছেন টেন্ডুলকার।
অ্যান্ডারসন বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে আমি সবসময় ভালোবাসি। অ্যাশেজের পর এই সিরিজের দিকে ইংল্যান্ড তাকিয়ে থাকতে সবচেয়ে বেশি। অবশ্যই ভারতে কিছুটা কঠিন সময় কেটেছে আমার। তবে আমরা সেখানে জিতেছিও যা বিশেষ এক মুহূর্ত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে