আরমান হোসেন
ক্রিকেটের মঞ্চে ডাবল সেঞ্চুরি বিরল না হলেও একেবারে নিয়মিত কোনো ঘটনা নয়। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও দেখা মিলেছে একাধিক ডাবল সেঞ্চুরির। তবে মজার ব্যাপার হচ্ছে, চারটি ডাবল সেঞ্চুরি এসেছে আজকের এই দিনেই। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি শচীন টেন্ডুলকারকে দিয়ে শুরু। এরপর একে একে আরও তিনটি ডাবল সেঞ্চুরি দেখা গেছে এই দিনে। সব মিলিয়ে এ যেন ডাবল সেঞ্চুরিয়ানদের দিন।
• ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক দিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। স্টেইন, ক্যালিস, পার্নেলদের কচু কাটা করে ১৪৭ বলের সেই মহাকাব্যিক ইনিংস সাজিয়েছিলেন শচীন।
• ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও ডাবল সেঞ্চুরি করেছিলেন। চেন্নাইয়ে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৬৫ বলে ২২৪ রানের ইনিংস খেলেছিলেন ধোনি।
• ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। মাত্র ১৩৮ বলে ডাবল ছুঁয়েছিলেন এই ক্যারিবিয়ান, যেটি ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও বটে। শেষ পর্যন্ত ইনিংস থেমেছিল ১৪৭ বল ২১৫ রানে। ইনিংসে ১৬ বার বল শূন্যে ভাসিয়ে বাউন্ডারি লাইনের ওপারে পাঠিয়েছিলেন।
• ২০২০ সালের এই দিনে বাংলাদেশের মুশফিকুর রহিম তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল ফিগারের দেখা পান। হোম অব ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় আর ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পান মুশি। ৩১৮ বলে ২৮ চারে ২০৩* রানে অপরাজিত ছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই উইকেটকিপার-ব্যাটার।
ক্রিকেটের মঞ্চে ডাবল সেঞ্চুরি বিরল না হলেও একেবারে নিয়মিত কোনো ঘটনা নয়। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও দেখা মিলেছে একাধিক ডাবল সেঞ্চুরির। তবে মজার ব্যাপার হচ্ছে, চারটি ডাবল সেঞ্চুরি এসেছে আজকের এই দিনেই। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি শচীন টেন্ডুলকারকে দিয়ে শুরু। এরপর একে একে আরও তিনটি ডাবল সেঞ্চুরি দেখা গেছে এই দিনে। সব মিলিয়ে এ যেন ডাবল সেঞ্চুরিয়ানদের দিন।
• ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক দিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। স্টেইন, ক্যালিস, পার্নেলদের কচু কাটা করে ১৪৭ বলের সেই মহাকাব্যিক ইনিংস সাজিয়েছিলেন শচীন।
• ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও ডাবল সেঞ্চুরি করেছিলেন। চেন্নাইয়ে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৬৫ বলে ২২৪ রানের ইনিংস খেলেছিলেন ধোনি।
• ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। মাত্র ১৩৮ বলে ডাবল ছুঁয়েছিলেন এই ক্যারিবিয়ান, যেটি ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও বটে। শেষ পর্যন্ত ইনিংস থেমেছিল ১৪৭ বল ২১৫ রানে। ইনিংসে ১৬ বার বল শূন্যে ভাসিয়ে বাউন্ডারি লাইনের ওপারে পাঠিয়েছিলেন।
• ২০২০ সালের এই দিনে বাংলাদেশের মুশফিকুর রহিম তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল ফিগারের দেখা পান। হোম অব ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় আর ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পান মুশি। ৩১৮ বলে ২৮ চারে ২০৩* রানে অপরাজিত ছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই উইকেটকিপার-ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে