মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে আগামী মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে, প্রস্তুত সংযুক্ত আরব আমিরাতও।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকইনফোকে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে। ২০১৮ ও ২০২৩ সালে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের সফল আয়োজন করেছে জিম্বাবুয়ে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক ছিল তারা। তারপর লম্বা সময় ধরে দেশটিতে কোনো বড় টুর্নামেন্ট হয়নি।
রবার্ট মুগাবের শাসনামলে মূল্যস্ফীতি, দমন-নিপীড়নে অস্থিতিশীল হয়ে ওঠে জিম্বাবুয়ে। ২০০৫ থেকে ২০১১ সাল স্বেচ্ছায় তারা টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিল। সর্বশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং শেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল কখনো বিশ্বকাপে অংশ নেয়নি এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেই তারা। জিম্বাবুয়ে টুর্নামেন্টের নিরপেক্ষ আয়োজক হতে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতেরও দল নেই, তারাও জিম্বাবুয়ের মতো নিরপেক্ষ আয়োজক হতে প্রস্তুত।
আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবকিছুই এলোমেলো হয় যায়। বোর্ড ভেঙে দেওয়ার দাবিতে নিয়মিত মানববন্ধন করছেন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সমর্থকেরা। বিসিবির পরিচালকদের বড় একটি অংশ নেই দেশে।
এই অস্থিতিশীল পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, এ ব্যাপারে যথেষ্ট শঙ্কা রয়েছে। আইসিসিও বেশ নজরে রেখেছে বিষয়টি। ২০ আগস্টের মধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে আগামী মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে, প্রস্তুত সংযুক্ত আরব আমিরাতও।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকইনফোকে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে। ২০১৮ ও ২০২৩ সালে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের সফল আয়োজন করেছে জিম্বাবুয়ে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক ছিল তারা। তারপর লম্বা সময় ধরে দেশটিতে কোনো বড় টুর্নামেন্ট হয়নি।
রবার্ট মুগাবের শাসনামলে মূল্যস্ফীতি, দমন-নিপীড়নে অস্থিতিশীল হয়ে ওঠে জিম্বাবুয়ে। ২০০৫ থেকে ২০১১ সাল স্বেচ্ছায় তারা টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিল। সর্বশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং শেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল কখনো বিশ্বকাপে অংশ নেয়নি এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেই তারা। জিম্বাবুয়ে টুর্নামেন্টের নিরপেক্ষ আয়োজক হতে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতেরও দল নেই, তারাও জিম্বাবুয়ের মতো নিরপেক্ষ আয়োজক হতে প্রস্তুত।
আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবকিছুই এলোমেলো হয় যায়। বোর্ড ভেঙে দেওয়ার দাবিতে নিয়মিত মানববন্ধন করছেন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সমর্থকেরা। বিসিবির পরিচালকদের বড় একটি অংশ নেই দেশে।
এই অস্থিতিশীল পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, এ ব্যাপারে যথেষ্ট শঙ্কা রয়েছে। আইসিসিও বেশ নজরে রেখেছে বিষয়টি। ২০ আগস্টের মধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে