টি-টোয়েন্টির পর ভারতের ওয়ানডের অধিনায়কত্বও পেয়েছেন রোহিত শর্মা। দায়িত্ব পেয়েই দলের দুর্বলতার দিক টেনে এনে নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন রোহিত। ভারতীয় ওপেনারের চোখে মিডল অর্ডারের ব্যর্থতায় আইসিসির সর্বশেষ কয়েকটি টুর্নামেন্টে ভালো করতে পারেনি ভারত। তাই শুরুতেই কাজ করবেন মিডল অর্ডার ব্যাটারদের উন্নতি করা নিয়ে।
গত কয়েক বছরে ভারতের ব্যাটিং অর্ডারের বড় দায়িত্ব সামলাচ্ছেন টপ অর্ডার ব্যাটাররা। তবে দায়িত্বটা যখনই মিডল অর্ডারের ঘাড়ে পড়ে তখন সেটি ঠিকঠাক সামলাতে পারেন না তারা। গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে দ্রুত শুরুর দিকের উইকেট পড়ে গেলে সেখান থেকে ঘুরে দাঁড়াতে তাই বেগ পেতে হয় দলকে। বেশির ভাগ সময় ইতিবাচক ফল আসে না।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল কিংবা ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল, ভারতের হারের পেছনে কারণ ছিল এই মিডল অর্ডারের ব্যর্থতা। দ্রুত ওপেনারদের হারালেই মিডল অর্ডার সেই চাপ সামলাতে ব্যর্থ হয় বারবার। রোহিত এ প্রসঙ্গে বললেন, ‘যেকোনো পরিস্থিতিতে তৈরি থাকতে হবে। ১০ রানে ৩ উইকেট চলে গেলে সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াব, সেদিকে নজর দিতে হবে। ৩ থেকে ৬ নম্বরে যারা ব্যাট করবে তাদের এটা মাথায় রাখতে হবে। কোথাও লেখা নেই যে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ রানে ২ বা ৩ উইকেট পড়ে গেলে ১৮০-১৯০ রান করা যাবে না।’
আইপিএলে রোহিত দেখিয়েছেন কীভাবে একটা দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতাতে হয়। তাঁর অধিনায়কত্বে মুম্বাই পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। অধিনায়কত্বের পাঠ তাই ভালোই জানা আছে রোহিতের। অধিনায়কত্ব নিয়ে রোহিতের মূল্যায়ন, ‘অধিনায়কের কাজ সঠিক ক্রিকেটারকে খেলানো। ঠিক জায়গায় ঠিক ক্রিকেটারকে খেলাতে পারলেই কাজ অনেক সহজ হয়ে যায়। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে। সেই সঙ্গে দল ভেঙে পড়লে পেছনেও থাকতে হবে অধিনায়ককে। সবার পেছনে থাকা মানে সবার জন্য হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ থাকবে। দলের সব চেয়ে কম গুরুত্বপূর্ণ লোক হয়ে উঠতে হবে অধিনায়ককে।’
টি-টোয়েন্টির পর ভারতের ওয়ানডের অধিনায়কত্বও পেয়েছেন রোহিত শর্মা। দায়িত্ব পেয়েই দলের দুর্বলতার দিক টেনে এনে নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন রোহিত। ভারতীয় ওপেনারের চোখে মিডল অর্ডারের ব্যর্থতায় আইসিসির সর্বশেষ কয়েকটি টুর্নামেন্টে ভালো করতে পারেনি ভারত। তাই শুরুতেই কাজ করবেন মিডল অর্ডার ব্যাটারদের উন্নতি করা নিয়ে।
গত কয়েক বছরে ভারতের ব্যাটিং অর্ডারের বড় দায়িত্ব সামলাচ্ছেন টপ অর্ডার ব্যাটাররা। তবে দায়িত্বটা যখনই মিডল অর্ডারের ঘাড়ে পড়ে তখন সেটি ঠিকঠাক সামলাতে পারেন না তারা। গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে দ্রুত শুরুর দিকের উইকেট পড়ে গেলে সেখান থেকে ঘুরে দাঁড়াতে তাই বেগ পেতে হয় দলকে। বেশির ভাগ সময় ইতিবাচক ফল আসে না।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল কিংবা ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল, ভারতের হারের পেছনে কারণ ছিল এই মিডল অর্ডারের ব্যর্থতা। দ্রুত ওপেনারদের হারালেই মিডল অর্ডার সেই চাপ সামলাতে ব্যর্থ হয় বারবার। রোহিত এ প্রসঙ্গে বললেন, ‘যেকোনো পরিস্থিতিতে তৈরি থাকতে হবে। ১০ রানে ৩ উইকেট চলে গেলে সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াব, সেদিকে নজর দিতে হবে। ৩ থেকে ৬ নম্বরে যারা ব্যাট করবে তাদের এটা মাথায় রাখতে হবে। কোথাও লেখা নেই যে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ রানে ২ বা ৩ উইকেট পড়ে গেলে ১৮০-১৯০ রান করা যাবে না।’
আইপিএলে রোহিত দেখিয়েছেন কীভাবে একটা দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতাতে হয়। তাঁর অধিনায়কত্বে মুম্বাই পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। অধিনায়কত্বের পাঠ তাই ভালোই জানা আছে রোহিতের। অধিনায়কত্ব নিয়ে রোহিতের মূল্যায়ন, ‘অধিনায়কের কাজ সঠিক ক্রিকেটারকে খেলানো। ঠিক জায়গায় ঠিক ক্রিকেটারকে খেলাতে পারলেই কাজ অনেক সহজ হয়ে যায়। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে। সেই সঙ্গে দল ভেঙে পড়লে পেছনেও থাকতে হবে অধিনায়ককে। সবার পেছনে থাকা মানে সবার জন্য হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ থাকবে। দলের সব চেয়ে কম গুরুত্বপূর্ণ লোক হয়ে উঠতে হবে অধিনায়ককে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫