লাল বলের ক্রিকেটে গত দেড় বছর ধরে দুর্দান্ত ধারাবাহিক লিটন দাস। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানের (১২তম) স্বীকৃতিও পেয়েছেন গতকাল। লাল বলে রানের সঙ্গে সখ্যটা কেন যেন সাদা বলে আনতে পারছিলেন না লিটন। একের পর এক ব্যর্থতায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক ছিল।
সেটা আরও লম্বা হয়, যখন হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয় লিটনকে। একটু ভুল বলা হলো। বিশ্রামটা ঠিক বিশ্রাম ছিল না। বাদ দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম টি-টোয়েন্টির পর ম্যাচ শেষে লিটন নিজেই জানালেন সে কথা, ‘বিশ্রাম না, বাদ। বিশ্রাম বলতে কী, আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি? বিশ্বকাপের পর সরাসরি জাতীয় লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়?’
লাল বলে প্রতিভার ছাপ রাখতে না পারা লিটনের হতাশার সময়টাও শেষ হলো বলে। আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে দলের সেরা রান সংগ্রাহক হলেন। সিরিজ সেরা পুরস্কারটাও নিজের কাছে রেখেছেন। ওয়ানডে সিরিজ যেখানে শেষ করেন, টি-টোয়েন্টি সিরিজটা শুরু করলেন ঠিক সেখান থেকেই। টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে রাখলেন বড় ভূমিকা। ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার হাতে না উঠলেও লিটনের ইনিংসটাই যে বাংলাদেশকে ‘মোমেন্টাম’ দিয়েছে, বলার অপেক্ষা রাখে না।
সময়ের সঙ্গে নিজের খেলাটা যে আগে থেকে আরও গভীরভাবে বুঝতে পারছেন সেটাও জানালেন ম্যাচ শেষে। ছোট ছোট ইনিংস গুলো এগিয়ে নেওয়া পরিণত ছাপটাই ফুটে উঠল লিটনের কথায়, ‘এখন বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাব। যত খেলবেন, ততই শিখবেন। এ জায়গায় আমি বোঝার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নেওয়া যায়।’
লাল বলের ক্রিকেটে গত দেড় বছর ধরে দুর্দান্ত ধারাবাহিক লিটন দাস। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানের (১২তম) স্বীকৃতিও পেয়েছেন গতকাল। লাল বলে রানের সঙ্গে সখ্যটা কেন যেন সাদা বলে আনতে পারছিলেন না লিটন। একের পর এক ব্যর্থতায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক ছিল।
সেটা আরও লম্বা হয়, যখন হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয় লিটনকে। একটু ভুল বলা হলো। বিশ্রামটা ঠিক বিশ্রাম ছিল না। বাদ দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম টি-টোয়েন্টির পর ম্যাচ শেষে লিটন নিজেই জানালেন সে কথা, ‘বিশ্রাম না, বাদ। বিশ্রাম বলতে কী, আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি? বিশ্বকাপের পর সরাসরি জাতীয় লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়?’
লাল বলে প্রতিভার ছাপ রাখতে না পারা লিটনের হতাশার সময়টাও শেষ হলো বলে। আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে দলের সেরা রান সংগ্রাহক হলেন। সিরিজ সেরা পুরস্কারটাও নিজের কাছে রেখেছেন। ওয়ানডে সিরিজ যেখানে শেষ করেন, টি-টোয়েন্টি সিরিজটা শুরু করলেন ঠিক সেখান থেকেই। টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে রাখলেন বড় ভূমিকা। ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার হাতে না উঠলেও লিটনের ইনিংসটাই যে বাংলাদেশকে ‘মোমেন্টাম’ দিয়েছে, বলার অপেক্ষা রাখে না।
সময়ের সঙ্গে নিজের খেলাটা যে আগে থেকে আরও গভীরভাবে বুঝতে পারছেন সেটাও জানালেন ম্যাচ শেষে। ছোট ছোট ইনিংস গুলো এগিয়ে নেওয়া পরিণত ছাপটাই ফুটে উঠল লিটনের কথায়, ‘এখন বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাব। যত খেলবেন, ততই শিখবেন। এ জায়গায় আমি বোঝার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নেওয়া যায়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫