টানা নয়টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে ভারত। লক্ষ্ণৌতে প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৬২ রানে হারিয়ে অপরাজিত থাকার রেকর্ডটা দুই অঙ্কে নিয়ে গেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় রোহিত শর্মা। ভারতের অধিনায়ক এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক। এত দিন ৩২৯৯ রান নিয়ে সবার ওপরে ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এরপরেই সতীর্থ বিরাট কোহলি (৩২৯৬)। চূড়ায় উঠতে আজ রোহিতের দরকার ছিল ৩৭ রান। দুই চার, এক ছক্কায় তিনি থেমেছেন ৪৪ রানে।
ম্যাচের আগে একাধিক রেকর্ড ডাকছিল রোহিতকে। তার একটি গড়েছেন গতকাল। আর ১৯ রান করতে ভারতের একটি ব্যক্তিগত রেকর্ডে মহেন্দ্র সিং ধোনি ও কোহলিকেও ছুঁয়ে ফেলতেন ‘দ্য হিটম্যান’। ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করতেন ৩৪ বছর বয়সী ওপেনার।
শুধু তাই নয়; পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ডেও ভাগ বসানোর সুযোগ ছিল রোহিতের। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রানের বিশ্ব রেকর্ডটি এখন বাবরের। মাইলফলকে পৌঁছাতে বাবর খেলেছেন ২৬ ইনিংস। রোহিতও ভারতের অধিনায়ক হিসেবে গত রাতে খেলেছেন ২৬ তম ইনিংস।
এই দুটি রেকর্ডে না পারলেও ভারত-শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা নিজের করে নিয়েছেন রোহিত। লঙ্কানদের বিপক্ষে ১৫টি ছক্কা মেরেছেন তিনি। এর আগে ১৪ ছক্কা নিয়ে কুশল পেরেরার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
টানা নয়টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে ভারত। লক্ষ্ণৌতে প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৬২ রানে হারিয়ে অপরাজিত থাকার রেকর্ডটা দুই অঙ্কে নিয়ে গেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় রোহিত শর্মা। ভারতের অধিনায়ক এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক। এত দিন ৩২৯৯ রান নিয়ে সবার ওপরে ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এরপরেই সতীর্থ বিরাট কোহলি (৩২৯৬)। চূড়ায় উঠতে আজ রোহিতের দরকার ছিল ৩৭ রান। দুই চার, এক ছক্কায় তিনি থেমেছেন ৪৪ রানে।
ম্যাচের আগে একাধিক রেকর্ড ডাকছিল রোহিতকে। তার একটি গড়েছেন গতকাল। আর ১৯ রান করতে ভারতের একটি ব্যক্তিগত রেকর্ডে মহেন্দ্র সিং ধোনি ও কোহলিকেও ছুঁয়ে ফেলতেন ‘দ্য হিটম্যান’। ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করতেন ৩৪ বছর বয়সী ওপেনার।
শুধু তাই নয়; পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ডেও ভাগ বসানোর সুযোগ ছিল রোহিতের। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রানের বিশ্ব রেকর্ডটি এখন বাবরের। মাইলফলকে পৌঁছাতে বাবর খেলেছেন ২৬ ইনিংস। রোহিতও ভারতের অধিনায়ক হিসেবে গত রাতে খেলেছেন ২৬ তম ইনিংস।
এই দুটি রেকর্ডে না পারলেও ভারত-শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা নিজের করে নিয়েছেন রোহিত। লঙ্কানদের বিপক্ষে ১৫টি ছক্কা মেরেছেন তিনি। এর আগে ১৪ ছক্কা নিয়ে কুশল পেরেরার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫