নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে সংস্করণে ভালো করেই দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে অবশ্য ভালো করতে পারেননি তিনি। জায়গা পাননি উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। যে সংস্করণে ভালো করে দলে জায়গা পেয়েছেন সেখানে বিজয় সুযোগ না পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকেও শুনতে হয়েছে একই প্রশ্ন। তামিম অবশ্য বিজয়ের জায়গায় নাজমুল হোসেন শান্ত রাখার পক্ষে যুক্তি দিয়েছেন।
১৫০ রান তাড়া করতে নেমে ৩৭ রানের ইনিংস খেলেছেন শান্ত। তাঁকে দলে রাখা নিয়ে তামিম বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। যদিও এনামুল (বিজয়) ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে সম্প্রতি দলে এসেছে। তবে আমি যদি শান্তর জায়গায় বিজয়কে খেলাতাম এর মানে হতো শেষ তিন সিরিজে আমরা ভুল ছিলাম। কেন তাহলে আমরা শেষ তিন সিরিজে শান্তকে টেনেছি? কাউকে দলে খেলাচ্ছি এর মধ্যে হঠাৎ করে একজন আসল তাকে আমরা খেলিয়ে দিলাম, এভাবে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি না। আমার মনে হয় আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
শান্তকে দলে টানলেও তাঁর জন্যও সতর্ক বার্তা দিয়েছেন তামিম। তিনি আরও বলেছেন, ‘এমন সুযোগ সব সময় আসবে। সাকিব, মুশফিক, ইয়াসির ফিরলে তো ওর সম্ভাবনা কমে যাবে। তাই সুযোগ কাজে লাগানো জরুরি।’
দারুণ জয়ে সিরিজ শুরু করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তামিম। বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করে বলেন, ‘ভালো দলের বিপক্ষে এই ধরনের ক্যাচ ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই এটা নিয়ে চিন্তার কথা বলেছি। এটা বন্ধ হতে হবে। এই ধরনের ভুল কমাতে হবে। ক্যাচগুলো ধরতে পারলে হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতে হতো। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে।’
ওয়ানডে সংস্করণে ভালো করেই দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে অবশ্য ভালো করতে পারেননি তিনি। জায়গা পাননি উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। যে সংস্করণে ভালো করে দলে জায়গা পেয়েছেন সেখানে বিজয় সুযোগ না পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকেও শুনতে হয়েছে একই প্রশ্ন। তামিম অবশ্য বিজয়ের জায়গায় নাজমুল হোসেন শান্ত রাখার পক্ষে যুক্তি দিয়েছেন।
১৫০ রান তাড়া করতে নেমে ৩৭ রানের ইনিংস খেলেছেন শান্ত। তাঁকে দলে রাখা নিয়ে তামিম বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। যদিও এনামুল (বিজয়) ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে সম্প্রতি দলে এসেছে। তবে আমি যদি শান্তর জায়গায় বিজয়কে খেলাতাম এর মানে হতো শেষ তিন সিরিজে আমরা ভুল ছিলাম। কেন তাহলে আমরা শেষ তিন সিরিজে শান্তকে টেনেছি? কাউকে দলে খেলাচ্ছি এর মধ্যে হঠাৎ করে একজন আসল তাকে আমরা খেলিয়ে দিলাম, এভাবে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি না। আমার মনে হয় আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
শান্তকে দলে টানলেও তাঁর জন্যও সতর্ক বার্তা দিয়েছেন তামিম। তিনি আরও বলেছেন, ‘এমন সুযোগ সব সময় আসবে। সাকিব, মুশফিক, ইয়াসির ফিরলে তো ওর সম্ভাবনা কমে যাবে। তাই সুযোগ কাজে লাগানো জরুরি।’
দারুণ জয়ে সিরিজ শুরু করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তামিম। বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করে বলেন, ‘ভালো দলের বিপক্ষে এই ধরনের ক্যাচ ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই এটা নিয়ে চিন্তার কথা বলেছি। এটা বন্ধ হতে হবে। এই ধরনের ভুল কমাতে হবে। ক্যাচগুলো ধরতে পারলে হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতে হতো। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫