সানিয়া মির্জা এখন শোয়েব মালিকের জীবনে অতীত। এরই মধ্যে দুজনের হয়ে গেছে বিচ্ছেদ। বিচ্ছেদ হলেও তা নিয়ে আলাপ-আলোচনা চলছে। সেই আলোচনার মধ্যেই এক রহস্যজনক পোস্ট দিলেন সানিয়া মির্জা।
আয়নার সামনে দাঁড়িয়ে সানিয়া গত রাতে এক ছবি পোস্ট করেছেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত রাতে পোস্ট করেছেন ভারতীয় টেনিস তারকা। পোস্টে ক্যাপশন দিয়েছেন, ‘প্রতিফলন’। যদিও এমন পোস্টে কী বোঝাতে চেয়েছেন, তা সানিয়া নিজেই বলতে পারবেন। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রায় ৪ লাখ রিঅ্যাকশন পড়েছে তাঁর পোস্টে। হয়েছে একের পর এক মন্তব্যও। এর মধ্যে এক জন মন্তব্য করেছেন, ‘শোয়েব মালিক হেট বাটন’।
সানিয়া-মালিকের বিচ্ছেদ প্রসঙ্গে গত সপ্তাহেই খোলাসা করেছেন সানিয়ার বোন আনাম মির্জা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২১ জানুয়ারি এক বিবৃতি দিয়েছেন আনাম। টিম সানিয়া ও মির্জা পরিবারের পক্ষ থেকে তিনি বলেন, ‘সানিয়া সব সময়ই নিজের ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। অবশেষে আজ মনে হলো যে ঘটনা শেয়ার করা দরকার। শোয়েব ও তার (সানিয়া) কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে। শোয়েবের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ভক্ত-সমর্থকদের কাছে আমার অনুরোধ, তাকে নিয়ে যেন কেউ কোনো গুঞ্জন না ছড়ায়। সানিয়ার জীবনের প্রাইভেসি রক্ষার্থেই তাই অনুরোধ করছি।’
ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন মালিক। ২০ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১২টা ১ মিনিটে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে চমকে দেন তিনি। চমকে দেওয়া খবরটি হচ্ছে, পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন মালিক। নতুন স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন পাকিস্তানি অলরাউন্ডার। নতুন বিয়ের ঘোষণার দিনই মাইলফলক ছুঁয়েছেন মালিক। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলে পাকিস্তানি অলরাউন্ডারের রান এখন ১৩০২২।
তবে তিন ম্যাচ খেলে হঠাৎই ফরচুন বরিশালের জার্সিতে তাঁর বিপিএল অভিযান এখানেই শেষ হয়ে যায়। পারিবারিক সমস্যার কারণে টুর্নামেন্টের অংশ হতে পারবেন না বলে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন তিনি। তাঁর না খেলার বিষয়ে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, হঠাৎ পারিবারিক কারণে দেশে ফিরেছেন মালিক। কিন্তু যাওয়ার সময় না ফেরার কোনো কথা ছিল না। তবে দেশে ফিরে মালিক জানিয়েছেন, পারিবারিক কারণে এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তাঁর।
আরও পড়ুন:
সানিয়া মির্জা এখন শোয়েব মালিকের জীবনে অতীত। এরই মধ্যে দুজনের হয়ে গেছে বিচ্ছেদ। বিচ্ছেদ হলেও তা নিয়ে আলাপ-আলোচনা চলছে। সেই আলোচনার মধ্যেই এক রহস্যজনক পোস্ট দিলেন সানিয়া মির্জা।
আয়নার সামনে দাঁড়িয়ে সানিয়া গত রাতে এক ছবি পোস্ট করেছেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত রাতে পোস্ট করেছেন ভারতীয় টেনিস তারকা। পোস্টে ক্যাপশন দিয়েছেন, ‘প্রতিফলন’। যদিও এমন পোস্টে কী বোঝাতে চেয়েছেন, তা সানিয়া নিজেই বলতে পারবেন। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রায় ৪ লাখ রিঅ্যাকশন পড়েছে তাঁর পোস্টে। হয়েছে একের পর এক মন্তব্যও। এর মধ্যে এক জন মন্তব্য করেছেন, ‘শোয়েব মালিক হেট বাটন’।
সানিয়া-মালিকের বিচ্ছেদ প্রসঙ্গে গত সপ্তাহেই খোলাসা করেছেন সানিয়ার বোন আনাম মির্জা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২১ জানুয়ারি এক বিবৃতি দিয়েছেন আনাম। টিম সানিয়া ও মির্জা পরিবারের পক্ষ থেকে তিনি বলেন, ‘সানিয়া সব সময়ই নিজের ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। অবশেষে আজ মনে হলো যে ঘটনা শেয়ার করা দরকার। শোয়েব ও তার (সানিয়া) কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে। শোয়েবের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ভক্ত-সমর্থকদের কাছে আমার অনুরোধ, তাকে নিয়ে যেন কেউ কোনো গুঞ্জন না ছড়ায়। সানিয়ার জীবনের প্রাইভেসি রক্ষার্থেই তাই অনুরোধ করছি।’
ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন মালিক। ২০ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১২টা ১ মিনিটে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে চমকে দেন তিনি। চমকে দেওয়া খবরটি হচ্ছে, পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন মালিক। নতুন স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন পাকিস্তানি অলরাউন্ডার। নতুন বিয়ের ঘোষণার দিনই মাইলফলক ছুঁয়েছেন মালিক। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলে পাকিস্তানি অলরাউন্ডারের রান এখন ১৩০২২।
তবে তিন ম্যাচ খেলে হঠাৎই ফরচুন বরিশালের জার্সিতে তাঁর বিপিএল অভিযান এখানেই শেষ হয়ে যায়। পারিবারিক সমস্যার কারণে টুর্নামেন্টের অংশ হতে পারবেন না বলে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন তিনি। তাঁর না খেলার বিষয়ে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, হঠাৎ পারিবারিক কারণে দেশে ফিরেছেন মালিক। কিন্তু যাওয়ার সময় না ফেরার কোনো কথা ছিল না। তবে দেশে ফিরে মালিক জানিয়েছেন, পারিবারিক কারণে এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তাঁর।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে