লর্ডসে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন জো রুট। রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন গাস অ্যাটকিনসনও। সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাই অনেক বেশি। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক ওলি পোপের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এউইন মরগান।
মরগান প্রশ্নটা তুলেছেন লর্ডসে গতকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের ঘটনা নিয়ে। আম্পায়াররা বারবার ইঙ্গিত দিতে থাকেন আলোক স্বল্পতার ব্যাপারটি। এমন পরিস্থিতিতে পেসারদের বল মোকাবিলা করা ব্যাটারদের জন্য অনেক কঠিন। শেষ পর্যন্ত এই সমস্যার কারণে দিনের খেলার ২২ ওভার বাকি থাকতে মাঠ ছেড়ে চলে যান ক্রিকেটাররা। স্কাই স্পোর্টসে ধারাভাষ্যের কাজ করা মরগান খেপেছেন ইংল্যান্ড অধিনায়কের ওপর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘আমার মতে এটা বিতর্কিত সিদ্ধান্ত। শেষ এক ঘণ্টার প্রেক্ষাপটেই বলছি কথাটা। খুবই অন্ধকার ছিল তখন। পেস বোলারদের বোলিং করতে না পারার একটা কারণ ছিল। এটা যে বিপজ্জনক হবে, সেটা সবাই জানতেন।’
৪৮৩ রান করতে নেমে ৮ ওভারে ১ উইকেটে ২৪ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। আলোর সমস্যার কথা তখন বলেন মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও জো উইলসন। এমন পরিস্থিতিতে নবম থেকে ১১তম—এই তিন ওভার পর্যায়ক্রমে বোলিং করেন শোয়েব বশির ও জো রুট। এরপর আলোর অবস্থা ধীরে ধীরে ঠিক হলে দুই পেসার ম্যাথু পটস ও ওলি স্টোন বোলিং করতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলো আবার ঝামেলা করতে শুরু করে। সেই পরিস্থিতিতে নতুন বল না নেওয়ার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক পোপ। তখন স্পিনারদের বোলিং করানো যেত বলে মনে করেন মরগান। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন,‘বলের কন্ডিশন সম্পর্কে আমি জানতাম। তবে ইংল্যান্ডের ভালো এক ফিঙ্গারস্পিনার শোয়েব বশির আছে। বশিরের বোলিং করা দরকার ছিল। বল ঘুরছিল ও বাউন্স করছিল।’
লর্ডসে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন জো রুট। রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন গাস অ্যাটকিনসনও। সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাই অনেক বেশি। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক ওলি পোপের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এউইন মরগান।
মরগান প্রশ্নটা তুলেছেন লর্ডসে গতকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের ঘটনা নিয়ে। আম্পায়াররা বারবার ইঙ্গিত দিতে থাকেন আলোক স্বল্পতার ব্যাপারটি। এমন পরিস্থিতিতে পেসারদের বল মোকাবিলা করা ব্যাটারদের জন্য অনেক কঠিন। শেষ পর্যন্ত এই সমস্যার কারণে দিনের খেলার ২২ ওভার বাকি থাকতে মাঠ ছেড়ে চলে যান ক্রিকেটাররা। স্কাই স্পোর্টসে ধারাভাষ্যের কাজ করা মরগান খেপেছেন ইংল্যান্ড অধিনায়কের ওপর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘আমার মতে এটা বিতর্কিত সিদ্ধান্ত। শেষ এক ঘণ্টার প্রেক্ষাপটেই বলছি কথাটা। খুবই অন্ধকার ছিল তখন। পেস বোলারদের বোলিং করতে না পারার একটা কারণ ছিল। এটা যে বিপজ্জনক হবে, সেটা সবাই জানতেন।’
৪৮৩ রান করতে নেমে ৮ ওভারে ১ উইকেটে ২৪ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। আলোর সমস্যার কথা তখন বলেন মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও জো উইলসন। এমন পরিস্থিতিতে নবম থেকে ১১তম—এই তিন ওভার পর্যায়ক্রমে বোলিং করেন শোয়েব বশির ও জো রুট। এরপর আলোর অবস্থা ধীরে ধীরে ঠিক হলে দুই পেসার ম্যাথু পটস ও ওলি স্টোন বোলিং করতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলো আবার ঝামেলা করতে শুরু করে। সেই পরিস্থিতিতে নতুন বল না নেওয়ার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক পোপ। তখন স্পিনারদের বোলিং করানো যেত বলে মনে করেন মরগান। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন,‘বলের কন্ডিশন সম্পর্কে আমি জানতাম। তবে ইংল্যান্ডের ভালো এক ফিঙ্গারস্পিনার শোয়েব বশির আছে। বশিরের বোলিং করা দরকার ছিল। বল ঘুরছিল ও বাউন্স করছিল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫