চোটে পড়ে ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটের নিয়মিত অধিনায়ক জস বাটলার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান। তাঁর পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন ফিল সল্ট।
ডান পায়ের মাংসপেশির চোট পুরোপুরি সেরে না ওঠায় অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পাওয়া যাচ্ছে না বাটলারকে। এই উইকেটরক্ষক-ব্যাটারের অনুপস্থিতিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন হ্যারি ব্রুক। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে নেতৃত্ব দিতে দেখা যাবে ২৫ বছর বয়সী ব্রুককে। ইংল্যান্ডের হয়ে ১৮টি টেস্টে, ১৫টি ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বাটলারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জর্ডান কক্স। ওয়ানডে সংস্করণে অভিষেকের অপেক্ষায় আছেন এই তরুণ ক্রিকেটার।
ইসিবি দল ঘোষণা করেছিল গত আগস্টের শেষ দিকে। ১৫ সদস্যের দলে আরও পরিবর্তন আছে দুটি। চোটের কারণে ছিটকে গেছেন বাঁহাতি পেসার জশ হাল। তাঁর জায়গায় নেওয়া হয়েছে দারুণ ছন্দে থাকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে।
লাল বলের ক্রিকেটে দুর্দান্ত বোলিং করছিলেন গাস অ্যাটকিনসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই পেসারও। এবার তাঁকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে আরেক পেসার ওলি স্টোনকে। তাঁর ব্যাপারে কোনো ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে, টানা টেস্ট খেলায়, ওয়ার্ক লোড বিবেচনায় নিয়েছে ইসিবি।
নটিংহামে আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে দেখা হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। বাকি চার ম্যাচ হবে ২১,২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, ওলি স্টোন, রিস টপলি, জন টার্নার।
চোটে পড়ে ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটের নিয়মিত অধিনায়ক জস বাটলার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান। তাঁর পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন ফিল সল্ট।
ডান পায়ের মাংসপেশির চোট পুরোপুরি সেরে না ওঠায় অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পাওয়া যাচ্ছে না বাটলারকে। এই উইকেটরক্ষক-ব্যাটারের অনুপস্থিতিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন হ্যারি ব্রুক। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে নেতৃত্ব দিতে দেখা যাবে ২৫ বছর বয়সী ব্রুককে। ইংল্যান্ডের হয়ে ১৮টি টেস্টে, ১৫টি ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বাটলারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জর্ডান কক্স। ওয়ানডে সংস্করণে অভিষেকের অপেক্ষায় আছেন এই তরুণ ক্রিকেটার।
ইসিবি দল ঘোষণা করেছিল গত আগস্টের শেষ দিকে। ১৫ সদস্যের দলে আরও পরিবর্তন আছে দুটি। চোটের কারণে ছিটকে গেছেন বাঁহাতি পেসার জশ হাল। তাঁর জায়গায় নেওয়া হয়েছে দারুণ ছন্দে থাকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে।
লাল বলের ক্রিকেটে দুর্দান্ত বোলিং করছিলেন গাস অ্যাটকিনসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই পেসারও। এবার তাঁকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে আরেক পেসার ওলি স্টোনকে। তাঁর ব্যাপারে কোনো ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে, টানা টেস্ট খেলায়, ওয়ার্ক লোড বিবেচনায় নিয়েছে ইসিবি।
নটিংহামে আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে দেখা হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। বাকি চার ম্যাচ হবে ২১,২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, ওলি স্টোন, রিস টপলি, জন টার্নার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫