ক্রীড়া ডেস্ক
সাউদাম্পটনে গত রাতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রানের বন্যা বয়ে গেছে। ৪০ ওভারের ম্যাচে হয়েছে ২৯ ছক্কা। দুই ইনিংসেই রান ২০০ পেরিয়েছে। তবু রানবন্যার এই ম্যাচে দেড় বছরের পুরোনো রেকর্ডটা ভাঙা গেল না অল্পের জন্য।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে গত রাতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল ধবলধোলাই এড়ানোর ম্যাচ। সাউদাম্পটনে আনুষ্ঠানিকতার এই ম্যাচে ৪০ ওভারে হয়েছে ৪৫৯ রান। যা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এই দুই দলের টি-টোয়েন্টিতে ৪৫৯ রান হয়েছিল ২০২৩-এর ডিসেম্বরে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সেই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ২৬৭ রান। জবাবে উইন্ডিজ ১৫.৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে গিয়েছিল।
সাউদাম্পটনে গত রাতে ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আনুষ্ঠানিকতার ম্যাচে ইংল্যান্ড দেখিয়েছে বড় চমক। সচরাচর মিডল অর্ডারে ব্যাটিং করা জেমি স্মিথকে ওপেনিংয়ে উঠিয়ে আনা হয় এই ম্যাচে। ২৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন স্মিথ। ওপেনিংয়ে তাঁর আরেক সঙ্গী বেন ডাকেটও তাণ্ডব চালিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৮ রান করেছে ইংল্যান্ড। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৮ উইকেটে ২১১ রানে আটকে যায় উইন্ডিজ। ১ রানের জন্য যেমন রেকর্ডটা ভাঙা গেল না, ক্যারিবীয়রাও পারল না ধবলধোলাই এড়াতে।
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বেন ডাকেট। ৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেন ডাকেট। সিরিজসেরার পুরস্কার পেয়েছেন জস বাটলার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৬৫ রান করেছেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ৫৫ ও ১৫৭.১৪। যেখানে চেস্টার লি স্ট্রিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে করেন ৯৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি করেছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে।
সীমিত ওভারের ক্রিকেটে এবার ছয়টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ক্যারিবীয়দের ৬-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরার পুরস্কার পেয়েছিলেন জো রুট। সেই সিরিজে সর্বোচ্চ ২৬৭ রান এসেছিল রুটের ব্যাট থেকে।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানের সর্বোচ্চ তিন রেকর্ড
রান উইকেট ওভার সাল
৪৫৯ ১১ ৪০ ২০২৫
৪৫৯ ১৩ ৩৫.৩ ২০২৩
৪৪৮ ৯ ৩৯.৫ ২০২৩
সাউদাম্পটনে গত রাতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রানের বন্যা বয়ে গেছে। ৪০ ওভারের ম্যাচে হয়েছে ২৯ ছক্কা। দুই ইনিংসেই রান ২০০ পেরিয়েছে। তবু রানবন্যার এই ম্যাচে দেড় বছরের পুরোনো রেকর্ডটা ভাঙা গেল না অল্পের জন্য।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে গত রাতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল ধবলধোলাই এড়ানোর ম্যাচ। সাউদাম্পটনে আনুষ্ঠানিকতার এই ম্যাচে ৪০ ওভারে হয়েছে ৪৫৯ রান। যা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এই দুই দলের টি-টোয়েন্টিতে ৪৫৯ রান হয়েছিল ২০২৩-এর ডিসেম্বরে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সেই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ২৬৭ রান। জবাবে উইন্ডিজ ১৫.৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে গিয়েছিল।
সাউদাম্পটনে গত রাতে ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আনুষ্ঠানিকতার ম্যাচে ইংল্যান্ড দেখিয়েছে বড় চমক। সচরাচর মিডল অর্ডারে ব্যাটিং করা জেমি স্মিথকে ওপেনিংয়ে উঠিয়ে আনা হয় এই ম্যাচে। ২৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন স্মিথ। ওপেনিংয়ে তাঁর আরেক সঙ্গী বেন ডাকেটও তাণ্ডব চালিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৮ রান করেছে ইংল্যান্ড। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৮ উইকেটে ২১১ রানে আটকে যায় উইন্ডিজ। ১ রানের জন্য যেমন রেকর্ডটা ভাঙা গেল না, ক্যারিবীয়রাও পারল না ধবলধোলাই এড়াতে।
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বেন ডাকেট। ৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেন ডাকেট। সিরিজসেরার পুরস্কার পেয়েছেন জস বাটলার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৬৫ রান করেছেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ৫৫ ও ১৫৭.১৪। যেখানে চেস্টার লি স্ট্রিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে করেন ৯৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি করেছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে।
সীমিত ওভারের ক্রিকেটে এবার ছয়টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ক্যারিবীয়দের ৬-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরার পুরস্কার পেয়েছিলেন জো রুট। সেই সিরিজে সর্বোচ্চ ২৬৭ রান এসেছিল রুটের ব্যাট থেকে।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে সম্মিলিত রানের সর্বোচ্চ তিন রেকর্ড
রান উইকেট ওভার সাল
৪৫৯ ১১ ৪০ ২০২৫
৪৫৯ ১৩ ৩৫.৩ ২০২৩
৪৪৮ ৯ ৩৯.৫ ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে